নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সিঁড়িটা

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৬



সিঁড়িটা তেমনিই আছে
অনেক পুরনো সিঁড়ি
বাকি বিল্ডিংয়ের কিচ্ছুটি আর অবশিষ্ট নেই
কিন্তু সিঁড়িটা কীভাবে যেন টিকে গেছে,
শৈশব থেকে দেখছি ওটা ওরকমই
কতো চড়েছি খেলেছি পরিত্যক্ত বিল্ডিংয়ের
ওই সিঁড়িতে!
আজ অনেকদিন পর ছেলেবেলার শহরে
একাকী হাঁটতে হাঁটতে নজরে এলো সিঁড়িটা
অবিকল তেমনিই রয়ে গেছে,
কিন্তু চারপাশের অনেক কিছুই আজ নতুন
বিস্তর বাড়িঘর, দোকানপাট,
আর পুরনো স্থাপনাগুলো ইত্যবসরে আরও
পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছে,
কেবল ওই কংক্রিটের রহস্যময় সিঁড়িটা
কী করে যেন টিকে গেছে,
আজও অবিকল সেদিনের মতো !

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

সোহানী বলেছেন: ভালো লাগলো +++

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

জনৈক অচম ভুত বলেছেন: কিছু জিনিস অবিকল একইরকম থেকে যায়, কি জানি কেন! হয়তো অতীতের সাথে আমাদের সংযোগ ঘটানোর জন্য!

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯

অর্ক বলেছেন: সিঁড়ি সহজে শেষ হয় না! অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন জনৈক অচম ভুত। আপনার নাম ও প্রোপিক অতুলনীয়! উপভোগ্য হোক ব্লগিং।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: হা হা, ধন্যবাদ। আপনার প্রতিও শুভকামনা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন:



এই সর্পিল সিঁড়ি যেন ঠায় দাড়িয়ে রয় আজীবন--
জীবন থেকে মৃত্যু পর্যন্ত;
সে চলে যাবে সোজা নরকে !
এই সিঁড়ি কোনদিন নুয়ে যাবার নয়!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

অর্ক বলেছেন: সিঁড়িতেই রয়ে গেছে লেখাটি প্রিয় কবি আর কিছু নেই। ব্যর্থ রচনা! সবসময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.