নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

চুল হারানোর পর

১২ ই মে, ২০১৮ দুপুর ১:৪১



বিরাটকায় কালো একটা আলখাল্লা প’রে ঈশ্বর গতকাল আমার
কাছে এসেছিল আমার সমস্ত চুল জোরপূর্বক কেটে নিয়ে গেছে
আর তাচ্ছিল্যভ’রে বলেছে, ‘তোর এই চুলের আদৌ কোনও
দরকার নেই পৃথিবীতে! মাথা আছে মাথা কাটিনি এই তো ঢের!
এতেই তুষ্ট থাক অপোগণ্ড মূর্খ মানব। আমি ব’লেছিলাম, ‘ঈশ্বর!
চুল ছাড়া নেড়ে মাথায় আমাকে বড্ড কুৎসিত দেখাবে। তুমি
আমার চুল নিয়ো না, চাইলে শরীরের অন্য কোনও অঙ্গ নিতে
পারো। আমার পায়ের পাতার একটি দুটি আঙুল তুমি দিব্যি
নিতে পারো আমি না হয় মুজো পরে বেরোবো জনসমক্ষে কিন্তু
আমার এই চুল তুমি কিছুতেই নিয়ো না ঈশ্বর!’ জবাবে খ্যাঁকখ্যাঁক
ক’রে বিশ্রীভাবে হেসেছিল ঈশ্বর। গ্রাহ্য করেনি আমার যাবতীয়
অনুরোধ কাকুতি মিনতিকে। প্রস্তর খণ্ডে গড়া একটা সুপ্রাচীন
ধারালো কাচি দিয়ে আমার সব চুল কেটে নিয়ে গেছে। তারপর
থেকেই ন্যাড়া মাথার আমি ভীষণ রকম মুষড়ে প’ড়েছি!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ দুপুর ২:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুনেছি ঈশ্বর সবকিছু ভালোর জন্যই করে। দেখি, অপেক্ষায় থাকুন।

১২ ই মে, ২০১৮ দুপুর ২:৩৬

অর্ক বলেছেন: আহা আপনার নুরানি টুপি পরা চেহারা দেখলেই প্রাণ ভরে ওঠে। ধন্যবাদ ও শুভকামনা ভাই।

২| ১২ ই মে, ২০১৮ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সমবেদনা থাকলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১২ ই মে, ২০১৮ দুপুর ২:৩৫

অর্ক বলেছেন: দারুণ বলেছেন ভাই। অজস্র ধন্যবাদ।

৩| ১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা
হাসাইলেন ভাই, এটি ছিলো কাতারের কেন্দ্রীয় জামে মসজিদে। আমি ডিউটিতে ছিলাম। সিঁড়ি বেয়ে কন্ট্রোল রুমে উঠার পথে। তখন, শীতকাল ছিলো।

১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

অর্ক বলেছেন: যাই হোক, আমি মনের কথাই বলেছি। আপনার শিল্প সাধনাকে শ্রদ্ধা করি। অনেক শুভকামনা হে কবি বন্ধু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.