নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকেঃ বিউটির জন্য কবিতা

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪



১.

বিউটি যখন ওর শেষ নিঃশ্বাসটি নিয়েছিলো
ঠিক তার পরপরই পৃথিবীর সমস্ত লাল ফুল ঝরে গিয়েছিলো
লাল বেনারসি পরা লজ্জানত স্মিতমুখ নববধূরা হঠাৎ দেখলো
তাদের শাড়ীগুলো মুহূর্তেই অজ্ঞাত যাদুমন্ত্রবলে নীল হয়ে গেছে
কনে দেখা লাল বাতিগুলো দপ করে নিভে গেলো একসাথে
সেই থেকে মানুষের রক্তের রঙও লাল নয়, গাঢ়তম কালো
এখন আর লাল বলে কোনও রঙ নেই পৃথিবীতে
সমস্ত গত লাল আজ কালো, নয়তো নীল।

২.

বিউটি,
লালকে আজ আমি আর একটুও ভালবাসি না
তোমাকে ঘাশের ’পর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেখার পর থেকে
লালকে যার পর নাই ঘৃণা করি আমি।
পৃথিবীর সমস্ত লাল আজ ভয়াবহরকম কুৎসিত ও ভীতিকর
এছাড়াও অনবরত অত্যন্ত বাজে গন্ধ বেরোয় ওগুলো থেকে
সুগন্ধি রুমাল টিস্যু পেপারে নাক চেপেও যায় না কিছুতে!
আজ আমি সর্বত্র একটি পুরু কালো রোদচশমা পরে বেরোই
এসেন্সে ডোবা রুমাল একগাদা টিস্যু পেপার রাখি পকেটে
শুধুমাত্র পৃথিবীর এইসব অভিশপ্ত লাল থেকে বাঁচার জন্য
কিন্তু পারি না, ওগুলোকে ভেদ করেও বিস্তর গন্ধ আসে!
লালকে আজ আমার দারুণ ভয় ও ঘৃণাও সমধিক
শীঘ্রই সমস্ত লালকে কালো করে দিবো
সে জন্য রঙ সংগ্রহে নেমেছি।

বিউটি,
একদিন দেখবে, লাল বলে কোনও রঙ নেই পৃথিবীতে
সমস্ত লাল কুচকুচে কালো হয়ে আছে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:০৬

অর্ক বলেছেন:

এ দুটি কবিতা ছাড়াও, এখানেই আরেকটি লেখা লিখেছিলাম বিউটিকে নিয়ে।ওর ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে। বিউটি। হবিগঞ্জের ১৫ বছরের কিশোরী। ধর্ষণের পর হত্যা করা হয়েছিলো। সবুজ ঘাসের ওপর বাংলাদেশের মানচিত্রের আকৃতি ধারণ করে ওর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে ছিলো। জানি না, বিচার হয়েছিলো কিনা!

২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর বিউটির জন্য কবিতা

ভাইরে এসবের বিচার হয় না :(

০৪ ঠা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

অর্ক বলেছেন: ঠিক। হয়নারে বোন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.