নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকেঃ মাস্ক প’রে বেরিয়ো

০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৩



রুমা, পৃথিবীর সহস্র কাঁচের দেয়াল দুজনার মাঝে
অথচ তুমি একটা মৌলিক পাথর হয়ে পড়ে আছো।
আমি ভোকাট্টা ঘুড়ি, টাল খেতেখেতে বেসামাল নামছি।
নামছি তো নামছিই! বৃষ্টিহীনই থাক এ শহর। এখানে
বৃষ্টি কী যে ঝঞ্ঝাটে তুমি তো জানোই। দুয়েক পশলা
বৃষ্টিতেই এঁদো কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে
আমাদের রাস্তাঘাট বাজার অলিগলি! রুমা, তুমি কি সেই
গানটা জানো, গাইতে পারো, সেই বিখ্যাত নজরুলগীতি,
আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর?
সুন্দর খুঁজতে খুঁজতে সবাই বেমালুম ভুলে গেছি যে,
এখানকার বাতাসে বিভিন্ন ক্ষতিকর পদার্থ ছড়ানো।
খালি চোখে দেখা যায় না। তাই সবসময় মাস্ক প’রে
বেরিয়ো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

অর্ক বলেছেন: বেশ ক’বছর আগে লেখা। যখন লিখেছিলাম, তখন কল্পনাতেও আসেনি যে, গল্পের ছলে কাওকে সবসময় মাস্ক পরার এ পরামর্শ, আগামী পৃথিবীর এরকম বাস্তবতা হতে চলেছে!

শুভকামনা সবার জন্য।

২| ০৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: রাস্তায় যে ধুলোবালি! মাস্ক পরা ছাড়া গতি নেই।

০৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

অর্ক বলেছেন: নেই। সত্যি। এছাড়াও এমন জনবহুল দেশে (বিভিন্ন দূষণ যেখানে নিত্য সঙ্গী) হাঁচি কাশির জন্যেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ভিড়ভাট্টার পাবলিক বাসেও দেখেছি, অনেকে বিকট শব্দে হাঁচি কাশি দিচ্ছে। সম্পূর্ণ নির্বিকার। হাতের ব্যবহারও নেই! অভ্যাস নেই! একটি মাস্ক সবার জন্য সুবিধা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.