নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সেই গণিকা

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ কবছর আগে প্রায়শ দেখতাম, বিশেষ সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। কেমন নরমগরম শিহরণ খেলে যেতো রক্তে শিরায়। যেতে আসতে আড়চোখে তাকাতাম। এভাবে অনেকবার অতিক্রম করেছি। অকপটেই বলবো ইচ্ছেও হতো সঙ্গী হতে। কিন্তু সাহস বা আর্থিক সঙ্গতি দুটির একটিও ছিলো না। অনেকদিন পর দেখলাম। আজ সে বিগত যৌবনা। চেহারায় প্রৌঢ়ত্বের ছাপ। (যেভাবে নিজেও দাঁড়িয়েছি মাঝ বয়সের দ্বারপ্রান্তে।) আজও সস্তা প্রসাধনী মুখে, স্থূলকায় শরীর, লাল লিপস্টিকে জবজবে ঠোঁট, মাথায় স্কার্ফ। কিন্তু এবার দেখলাম অন্য সড়কে। বেশ রাত তখন। সে অপেক্ষারত খদ্দেরের। বোধহয় তেমন বদলায়নি কারও পারিপার্শ্বিকতাই। তবে দারুণ বিস্মিত হলাম যে, এবার দেখে কোনোই অনুভব হলো না। নিছক আর দশজন পথচারীর মতো অতিক্রম করলাম। অথচ কতো দিন পর দেখা!

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন:





গণিকাদের জীবন বদলায় না। শেষ বয়সেও কোন অবসর নেই তাদের।ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় । জানে কেউ আর আগ্রহী নয় তার প্রতি তবুও আশায় থাকে রাত শেষে দুমুঠো ভাতের নিশ্চয়তায় জন্য।
সামান্য কিছু টাকা!!!
অবাক পৃথিবী অবাক মানুষ।
মানুষের ভীড়ে মানুষ কেউ রাখে না কারও খোঁজ। মাঝে মাঝে কেউ কেউ কৈশর যৌবনের ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থনে দুর থেকে সামান্য উৎসুখ হয় তার প্রতি কিন্তু সমাজের অদৃশ্য নিয়মের নাগপাশে বাঁধা নাগরিক জীবনের কারণে আগ্রহ অবদমিত রাখে।

আপনার পোস্ট পড়ে কেন জানি না এই লাইনগুলো লিখতে ইচ্ছে করলো।
শুভ কামনা রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৭

অর্ক বলেছেন: খুব সত্য বলেছেন ভ্রাতা। অনেক ধন্যবাদ। ইচ্ছে প্রকাশ করছি এখানে আরও কিছু বলার। জানি না, বলা হবে কিনা! যেমন আলেক্সান্ডার কারেলিন’র মতো রেসলার আর এ জীবনে আমার হওয়া হবে না! অবশ্য মন্তব্যে আরও দুয়েকটা কথা বলার সাথে ওর তুলনা চলে না! হা হা হা।

ভালো থাকবেন। শুভকামনা সবসময়।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সময় আপনার অনুভুতিতে লাগাম পড়িয়েছে ।
লেখা ভালো লেগেছে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭

অর্ক বলেছেন: সন্দেহাতীতভাবে খুব সত্যি। ভালো লাগলো আপনাকে এ লেখায় পেয়ে।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

রক্ত দান বলেছেন: খদ্দেররা সবাই মিলে বুড়ো বয়সে তার দায়িত্ব নেওয়া উচিৎ। কিন্তু নিমক হারামরা তা’ করবে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

অর্ক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

বালিশ বলেছেন:



আপনারা ভদ্রলোক দাদা। একটা বালিশ দেই? শুয়ে মজা পাবেন।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন যে এরা এমন ঘৃন্য পেশা বেছে নেয় :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.