নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

প্রখর রোদে দাঁড়িয়ে ছিলে

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১



প্রখর রোদে দাঁড়িয়ে ছিলে বাহারি ফুলের চকচকে গ্রাফিতির নিচে। পশ এরিয়ায় প্রাসাদোপম মল। টকটকে লাল লিপস্টিক মাখা ঠোঁট। ভীষণ গ্রীষ্মকাল দেশে। খরা। দাবদাহে পুড়ছে মানুষ।

শবযাত্রা এক শোকাতুর গান গেয়ে পেরিয়েছিলো। আহা, শুধু ক্রন্দন শুধু অনুতাপ পার্থিব জীবনের। করুণা, ক্ষমা।

‘পথিক ক্ষমিও মোরে’। মনে পড়েছিলো বহু আগে ফেলে আসা এপিটাফ। নিরুদ্দেশে হারানো ছেলেবেলা। সবুজ পাতার ঝিরঝির।

পৃথিবীর কোথাও ঝড় এফএম রেডিওতে। অতিবৃষ্টি। শূন্য দশক উড়ছে হাওয়ায়। ধূধূ মরুতে শিংওয়ালা সেই অদ্ভুত ঘোড়া। মন্থর বাস্তবিক। কিন্তু দিনান্তে স্মৃতিতে পাই, ট্রিগার ছোঁড়া বুলেটের বেগে ধাবিত!

পৃথিবীর কোথাও মেঘ হিম শিশিরের টুপটাপ। সুনামিতে বিপর্যস্ত দ্বীপ উপদ্বীপ। এই মানুষের মিছিলে শামিল ছিলাম। মসলাদার পানের স্বাদগন্ধে বুঁদ ছিলাম।

পৃথিবীর কোথাও করুণ কোমল সুরে বাজছিলো মাউথঅর্গান। প্রজাপতি আঁকা মসৃণ শরীর।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। পাঠ শেষে আমিও স্থির স্তব্ধ হয়ে যাই।

কিছু গুরুত্বপূর্ণ বানান - দাঁড়িয়ে ছিলে, ঠোঁটে, গ্রীস্মকাল, ঝর < ঝড়, ছোঁড়া, বুঁদ, আঁকা।

কবিতার হাত আপনার অনেক সাবলীল।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি, গ্রীষ্মকাল বানান ঠিক লিখেছেন আপনি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

ঝড় ঠিক করলাম। আপনার মন্তব্য ঠিক আছে। কিন্তু আমি স্বেচ্ছায় সজ্ঞানে ঁ ব্যবহার করিনি। এরকম আরও লেখা আছে। যেমন সমসাময়িক অনেকেই কবিতায় যতিচিহ্ন ব্যবহার করেন না বা অনেকক্ষেত্রে নিজের ইচ্ছেমতো করে থাকেন। যাই হোক আপনার সম্মানে এখানে ঁ যুক্ত করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.