নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আজ সন্ধ্যায়

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫০



আজ সন্ধ্যায় তুমি ভুলে যাবে পাশের কোর্টে একদল কিশোর বাস্কেটবল খেলে
আমি ভুলে যাবো ক্লাব ক্যান্টিনের চশমা পরা তরুণী মেয়েটিকে
যে প্রতিদিন টানা দু’ঘন্টা রাজ্যের বিস্ময় নিয়ে দেখে ঘোড়া ও মানুষের রেস
(যেখানে বারবার জিতে যাই আমি)
অপেক্ষা করে কোনওদিন ওর মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকবো

আজ সন্ধ্যায় আমরা ভুলে যাবো ঈশ্বর সমাজ ও তাবৎ নীতিনৈতিকতার জ্ঞ্যান
সদ্য বৃষ্টি থেকে সৃষ্ট এই নোংরা কাদাকে বলবো হিরের মতো দ্যুতিময় দুর্মূল্য
ভুলে যাবো পৃথিবীর কৃত্রিম ছাদগুলো; শামিয়ানা কংক্রিট ঢেউটিন ইত্যাদি
নেই, ওসব কিচ্ছু নেই
আমাদের সমস্ত পৃথিবীই আজ এখানে এই বর্ষণস্নাত উদোম মাঠ

পারবো কি ভুলে যেতে
তুমি
আমি
পাশের কংক্রিট কোর্টে একদল কিশোর প্রায়শ সন্ধ্যায় বাস্কেটবল খেলে
ক্লাব ক্যান্টিনের চশমা পরা তরুণী মেয়েটিকে; দু’বছর ধরে অপেক্ষায়
কেউ একজন তার মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাক

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কম্পোজিশন।

আজ সন্ধ্যায় ভুলে যাব - এতসব - ভুলে যাবার কারণ কী?

আবার নিজেই দ্বিধান্বিত - পারবো কি ভুলে যেতে? কারণ কী?

শুভেচ্ছা নিন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

অর্ক বলেছেন: চমৎকার মন্তব্য ভাই। অনেক ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা দারুণ লাগলো পড়তে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

মিরোরডডল বলেছেন:




সব কথা ভোলা যায়
প্রথম প্রেমের কথা
ভোলা যায় না



অর্কের লেখা ভালো লেগেছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

অপ্‌সরা বলেছেন: অনন্ত অপেক্ষা..... :(

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.