নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সতীর্থরা স্বপ্ন দেখে

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৭



সতীর্থরা স্বপ্ন দেখে, একদিন দীর্ঘ টলমল জলের নদী হবে
যে নদীর নাব্যতা কোনওদিন হ্রাস পায় না
চিরকাল একইরকম- নিবিড় ঢেউ তুলে বয়ে যায়

আর ওরা শোনায়, রাতহীন এক পৃথিবীর কথা
যেখানে সূর্য কখনও অস্ত যায় না
পশ্চীমাকাশে ঢলে পড়ে ঠিকই, আছে সাঝবেলাও
কিন্তু তারপর আবার উল্টো পথে ফিরে আসে;

আমি বলি, বড্ড ছেলেমানুষি চাওয়া তোমাদের
নানিদাদির ছেলে ভোলানো গল্পের মতো অলিক- বড্ড অলিক
কী করে বিশ্বাস করি- আজ এ পরিণত বয়সে, বলো?

এবং সতীর্থরা স্বপ্ন দেখে, একদিন স্ফটিকস্বচ্ছ্ব শিশির হবে
সবুজ পাতার ওমে ঘুমোবে হিম শীতের ভোরে;
পাখি হবে, আকাশ হবে, মুছে দিবে সব সীমারেখা

মন্তব্য ২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ ভাবনা।

আমরাও স্বপ্ন দেখি - অমন একটা বাংলাদেশ হবে। পুরা পৃথিবীটাই হবে সুখী সমৃদ্ধ নির্মল একটা দেশ।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৫৩

অর্ক বলেছেন: আপনি আমি আমরাই পারি, দেশ ও পৃথিবীতে এ শুভ পরিবর্তন নিয়ে আসতে। স্বপ্ন, স্বপ্ন একদিন সত্য হবে।

অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.