নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৩


(প্রয়াত সহোদরা রেবেকা সুলতানাকে)

পার্কের সেই মৃত গাছটির জন্য আজ আমার দুঃখ হয়
কিন্তু প্রথম দেখার দিন নির্বিকার ছিলাম
তোমার মাঝেও কোনও দুঃখবোধ দেখিনি
(অবশ্য আমার ভ্রমও হতে পারে)
আর হয়তো তখন আমাদের কোনও সহমর্মিতা ছিলো না
গত যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য
বিশেষত মৃত সৈনিকদের নিয়ে ভাববার ঢের অবকাশ ছিলো
সিনেমা নাটক গান ও বইপত্র থেকে যাদের জেনেছিলাম।
প্রায়ান্ধকার সে অপরাহ্নে আমি ভাবিনি প্রত্যাখ্যাত প্রেমিকাদের
হয়তো তুমিও
আর আমি হলফ করে বলতে পারি যে, অনুরূপ গল্পের ঝুড়ি
আমাদের সুদর্শন পিতারও ছিলো।

আজ বহুদিন পর সত্যি সে মৃত গাছটিকে ভেবে আমি ব্যথিত
তুমি জানো
গল্পের শেষে তুমি জানো যে,
সে সব মৃত সৈনিকদের জন্যও উভয়ই আমরা আজ ব্যথিত।

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৬

অপ্‌সরা বলেছেন: সহোদরা ভালো থাকুক না ফেরার দেশে।

অনেক শুভকামনা তোমার জন্য ভাইয়া।

০৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১১

অর্ক বলেছেন: আপু,

সুন্দরী তো বহু আছে। কিন্তু যেমন দুর্ধর্ষ সুন্দরী ছিলো তেমনি আকর্ষণীয় ব্যক্তিত্ব। কি বলবো, এমনকি মেয়েরাও ওকে ভালবাসতো। ছোটোবেলায় আমাকে নিয়মিত ওর বান্ধবীদের বাড়িতে বেড়াতে নিয়ে যেতো। কী যে ঐন্দ্রজালিক শক্তি ছিলো ওর, মুখোমুখি দাঁড়ালেই সম্মোহিত হয়ে পড়বেন। এমন চমৎকার ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, সঙ্গে ঐশ্বরিক সৌন্দর্য! যার কোনও তুলনাই হয় না (ছিলো না)।
মৃত্যুর পর আজ অবসরে সেসব ভাবলে রোমাঞ্চিত হই। ইচ্ছে আছে ওকে নিয়ে কিছু লেখার। লেখা উচিতও বৈকি। কতো কথা কতো গল্প ওকে ঘিরে! অনেকক্ষেত্রে যা সিনেমা নাটকের থেকেও অবিশ্বাস্য, আরও বৈচিত্র্যময়। ভালো থাকুক না ফেরার দেশে।

আপানকে অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো।

২| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:




আগে একবার বলেছিলাম হয়তো, অর্কের এই ঘটনার সাথে হুবুহু মিলে যায় আমার জীবনে ঘটে যাওয়া বড়’পার কথা।
কি অদ্ভুত মিল !

দুর আকাশে নক্ষত্র হয়ে যাওয়া আমাদের বোনেরা ভালো থাকুক ।


০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৪৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.