নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তারারা কোথায় যায়

২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৫



তারারা কোথায় যায় স্খলন শেষে?
তোমারও ইচ্ছে হয়েছিলো লিখতে কবিতা?
সব তারাই যদি একেএকে ঝরে যায়, রুমা
তবে তুমি দুঃখ পাবে না? কাঁদবে না?

বহু বছর আগে এখানে ঈশ্বর বাস করতো
বাস স্টপেজের এই যাত্রী ছাউনির নিচেই
দিনরাত বসে থাকতো যাত্রীদের নির্ধারিত আসনে
বহুবার দেখেছি, বার দুয়েক কথাও হয়েছিলো
এখন ঈশ্বর নেই; ন্যাংটো পাগল ধ্যানরত।

হেমন্তের এই পাতা ঝরা ম্রিয়মাণ সন্ধ্যায়
এ প্রশ্ন তিক্ততায় আচ্ছন্ন করে রেখেছে
তারারা কোথায় যায় স্খলন শেষে?
কোথায় গেলে পাবো ফিরে
খসে পড়া গত তারাদের?

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

অর্ক বলেছেন: সাম্প্রতিক আমাদের ছেড়ে চলে যাওয়া সহব্লগার নূর মোহাম্মদ নূরু ভাইয়ের স্মরণে বেশ ক'বছর আগের একটি লেখা এখানে প্রকাশ হলো। এ সাইটে ইতিপূর্বে কখনও প্রকাশ হয়নি। তার মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। আমার সঙ্গে তেমন সখ্যতা ছিলো না। বরং বেশ ক’বার তুচ্ছ কারণে ভুলবোঝাবুঝি থেকে সামান্য তিক্ততাতেও জড়িয়েছিলাম। সবটাই খেলোয়াড়সুলভ মানসিকতা থেকে। কেউ কখনও সীমা অতিক্রম করিনি। বরং উপভোগই করেছি যে যার অবস্থান থেকে। তবে শেষে খুব ভালো সম্পর্ক ছিলো আমাদের। তার আত্মার পারলৌকিক সুখ কামনা করি। বড়ো নিবেদিত ছিলেন এখানে। অবশ্যই তার শূন্যতা অনুভব করবো। তার সম্মানে লেখাটি প্রকাশ হলো। ছোটো লেখা। তেমন কিছু নেই সংশোধনের। তাই এতোদিন অন্য কোথাও প্রকাশের প্রয়োজনীয়তা পাইনি। এ ধরণের আধুনিক কবিতা খুব উপভোগ করতেন নূরু ভাই। দুয়েকবার আমাকে এরকমও জানিয়েছিলেন যে, লেখা বোঝেননি। হে হে হে। সাদাকালো ছবিটা একই কারণে যুক্ত হলো। আমার এইসব ছাইপাঁশ সাদাকালো স্ট্রীট ফটোগ্রাফি পছন্দ করতেন তিনি। অনেক ভালবাসা ও সম্মান প্রকাশ করছি নূরু ভাই আপনার প্রতি। ভালো থাকবেন ওপারে।

২| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতা খুবই ভালো লাগে আমার।

তারারা কোথায় যায় স্খলন শেষে?

এ প্রশ্ন আমারও।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১

অর্ক বলেছেন: প্রেরণা পেলাম। ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো।

৩| ২৭ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

ঢাবিয়ান বলেছেন: জীবন আসলে মিথ্যা মরীচিকা ছাড়া আর কিছুই না। একজন মরহুম ব্লগারের সম্মানে আপনার উৎসর্গ করা কবিতা ভাল লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: ঠিকই বলেছেন। তারপরও সকলকে নিয়ে এ মরিচীকা জীবনই আনন্দ করে কাটাতে হবে। শুভকামনা থাকলো।

৪| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: অর্ক,



খুব ভালো হয়েছে কবিতা।
তারারা স্খলন শেষে ছাই হয়ে মহাকাশের বিশাল শূণ্যতায় বিলিন হয়ে যায়!

প্রয়াত নুর মোহম্মদ নুরুর প্রতি আপনার এই শ্রদ্ধাজনিত তর্পণ অনবদ্য হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো।

৫| ২৭ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৯

নেওয়াজ আলি বলেছেন: খসে যাওয়া তারার জন্য হৃদয় কাঁদে
কখনো কখনো ঈশ্বর পানে চেয়ে থাকতে থাকতে চোখ ভিজে নোনা জলে।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৬

অর্ক বলেছেন: সত্যি তাই। ধন্যবাদ। শুভকামনা থাকলো ভাই।

৬| ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন:




স্বলন শেষে তারারা কোথায় যায় তা নিয়ে নিরন্তর গবেষনা চলছে।
বিজ্ঞানীরা বলেন স্বলন শেষ হয়ে গিয়ে একটি তারার মৃত্যু হয়ে তা
শ্বেত বামন আবার কখনো কৃষ্ণ বিবর অথবা নিউট্রন তারায় পরিনত
হয়। নি্উট্রন তারার শক্তিমত্তা নাকি আরো প্রবল হয় ।
নুরু ভাই এর মহাপ্রয়ান স্বরনে কবিতা সুন্দর হয়েছে ।

২৮ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

অর্ক বলেছেন: তথ্যসমৃদ্ধ মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা থাকলো ভাই।

৭| ২৮ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

মিরোরডডল বলেছেন:




চমৎকার কবিতা অর্ক ।
খুব ভালো লাগলো ।

কি অদ্ভুত তাই নাহ!
যে মানুষটি কিছুদিন আগেও ছিলো সবার মাঝে, আজ সে ঝরে যাওয়া একটি নক্ষত্র ।
আহা জীবন !

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০০

অর্ক বলেছেন: এই অভিজ্ঞতার মাঝ দিয়েই জীবন যায়। ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.