![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের উল্টোদিকের ছবি তুলতে তুলতে ভাবি/ একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি/ মর্চে পড়া লাল বাক্স অচল পড়ে সেই থেকে/ তুমি দাঁড়াও না ঝুল বারান্দায় সেদিনের মতো
বালিকা, তোমার মন ঈশ্বর কি বোঝে? তুমি নিজে কতোটুকু বোঝো? তুমি কি চাও, কি নাও, আগলে রাখো পরমাদরে; পরক্ষণেই ছুড়ে দাও আস্তাকুড়ে! দুর্ভেদ্য গহীন অরণ্য তুমি। কিন্তু আমি যে আর অভিযান চাই না। উহু, শুধু দুর্ভোগ, বড়ো দুর্ভোগ এতে।
বালিকা, আমার দিগন্ত দেখার রঙিন দুরবিনটা হারিয়ে গেছে; কখন অগোচরে। সময়ের হিসেব রাখিনি। হঠাৎ স্যাঁতস্যাঁতে পুরনো রুকস্যাক খুলে দেখি, নেই।
তোমার সতত সঞ্চারী মনের গতিপথ চতুর ঈশ্বরও পারে না বুঝতে। আমি ছাই মামুলি মনুষ্য! তার ’পর নিরামিষভোজী ক্ষীণ শরীর। মেধার বিকাশ ঘটেনি বলে জীবিতাবস্থায় পিতা কতো যে তিরস্কার করেছিলো! তারচেয়ে ভালো পালাই সড়ক ছেড়ে। আমি আর ফিরবো না কোনওদিন।
বালিকা, ওমনি ঝুল বারান্দায় দাঁড়িয়ে আবার কোনও ম্লান অপরাহ্নে আমায় ভেবে ফেলবে দীর্ঘশ্বাস? কখনও গোলাপ কেঁপেছিলো ঠোঁটে। রংবাজ ফেরেনি।
২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:০৭
শায়মা বলেছেন: যুগে যুগে রুবি রয়রা এমনই হয় ভাইয়া।
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৫
অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভকামনা থাকলো।
৩| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৭
অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো।
৪| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের চরণগুলো দারুণ হয়েছে।
২২ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৭
অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো।
৫| ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বালিকারা চির উদাসীন , সে ঝুল বারান্দার হোক কিংবা অন্য কোন জগতের !!
অপেক্ষা করবে না সে , রংবাজ নাহয় নিজেকে খুঁজে নিক !!
২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১২
অর্ক বলেছেন: সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ ও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৬
অর্ক বলেছেন: কী মহান দিবস। আজ বিশ্ব কবিতা দিবস। এখানে বেশ কবার মন্তব্যে বলেছিলাম, শিল্পের সর্বোৎকৃষ্ট শাখা কবিতা। এর কোনও তুলনাই হয় না। মনের গোপনতম কথাটিও কবিতায় অকপটে বলে দেয়া যায়। তথাপি গোপনই থাকে। এ এক গভীর জাদুবাস্তবতার জগত।
কবিতা দিবসের হার্দিক শুভেচ্ছা সবাইকে। ছবি ইন্টারনেটে পাওয়া। লেখা পূর্বে আরেক সাইটে প্রকাশ হয়েছিলো।