নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

কোথায় পাব তারে?

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০



প্রেমের কবিতা লিখে
তোমার মন করতে পারবো কি জয়?
আমার কীবোর্ডের যে অতো শক্তি নেই
সদা অপলক চেয়ে তোমার দিকে।

ভীরু চিত্তে এ হৃদয়;
তোমার চোখের কোণে গভীর দৃষ্টি
মসৃন গোছালো সব কথামালা শুনে-
কি বলিব বলো, সদা লাগে ভয়।

ভালোবাসার গভীর আলিঙ্গনে;
রাখতে পেরেছি কি তোমায় আগলে?
আমার মনের আঙ্গিনায় আছো কিনা বুঝিনা-
যেও না একলা ফেলে চলে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আরোহী আশা বলেছেন: ধন্যবাদে ছোট করতে চাইনা ভাইয়া, পাশে পাবো আশা করি।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর অভিব্যক্তি ।
পোস্টে প্রথম লাইক । প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সে র ডান দিকে সবুজ বাটনে চাপ দিলে নুতন একটি স্পেস আসবে , তার মধ্যে উত্তর লিখে জমা করলে আমাদের নোটিফিকেশনে দেখাবে । পাশাপাশি অন্যের পোস্টে প্রচুর কমেন্ট করুন । তাদের কে আপনার পোস্টে আমন্ত্রণ জানান । আশা করি খুব শীঘ্রই প্রথম পাতায় জায়গা পাবেন ।

শুভকামনা ও ভালবাসা রইল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

আরোহী আশা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদে অনেক কম হয়ে যাবে। আমার জন্য অনেক কাজে দিবে আপনার কথা। আসবো আপনার ব্লগে ঝিঝি পোকার ডাক শুনাতে।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

রাকু হাসান বলেছেন:

শুভ ব্লগিং । সামুতে স্বাগতম আপনাকে । শুভ ব্লগিং । সামুতে স্বাগতম আপনাকে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

আরোহী আশা বলেছেন: ওয়াও ! কত্ত কত্ত সুন্দর ফুল। খুবই ভালো লাগছে। আশা করি প্রতিবেশির মতো কাছে পাবো। শুভ রাত্রি।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪

সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি সাহেব। শুভকামনা জানবেন। আশা করি পাশেই পাবো ব্লগিং এর দিন গুলিতে।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

হাবিব বলেছেন: সুন্দর শব্দেরা আপনার কবিতার পরতে পরতে খেলা করছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

আরোহী আশা বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো। শুভরাত্রি।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

নীল আকাশ বলেছেন: আপনার কবিতা পড়তে আসলাম। কবিতা টা ভালো লেগেছে। আমি আসলে একটু কাঠখোট্টা টাইপের ব্লগার। আপনার লেখা কবিতা নিয়ে কিছু বলতে ইচ্ছে করছে। যদি কিছু মনে না করেন তাহলে নীচের পয়েন্ট গুলি একবার চিন্তা করে দেখতে পারেনঃ
১. বিরাম চিহ্নের ব্যবহার ঠিক পছন্দ হয়নি, শুধু শুধু ; কেন দিয়েছেন যেখানে প্রথম লাইন ২য় লাইনের সাথে যুক্ত।
২. ভীরু চিত্তে হবে
৩. সৈকতে না হয়ে আঙ্গিনায় হলে কেমন হতো?
৪. শুন্য করে বনে না হয়ে এরকম হলে কেমন হতো- যেওনা একলা ফেলে চলে। বনে সাথে শুন্য কেমন যেন লাগছে?

আরও ভালো ভালো কবিতা চাই।

লিখতে শুরু করুন, আস্তে আস্তে হাত খুলে যাবে বেশ!
সবাই আমরা এভাবেই সামুতে শুরু করেছিলাম!
শুভ কামনা রইল আপনার জন্য।
শুভ রাত্রি।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ । এখন পড়ে দেখুন। ঠিক করে দিলাম । আশা করি এভাবেই কাছে পাবো।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

নজসু বলেছেন: মানুষের মন বড় অবুঝ।
সেটাকে বুঝতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম।
অবুঝ মনের সবুজ চাওয়াগুলো ফুল হয়ে ফুটুক।

হারানোর ভয় নয়; প্রাপ্তির জয়ে উদ্বেলিত হোক ভালোবাসা।

কবিতা ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

আরোহী আশা বলেছেন: অসাধারণ মন্তব্যে কবিতায় যেন পূর্ণতা। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া। ভুল হলে ধরিয়ে দেওয়ার অনুরুধ করছি। শুভ রাত্রি।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুপাঠ্য কবিতা। লেখার হাত বেশ ভাল।
ব্লগে স্বাগতম জানাই।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

আরোহী আশা বলেছেন: শুভ সকাল ভাইয়া। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। আশা করি কাছে পাবো। নতুন কবিতা পাঠের আমন্ত্রন রইলো।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: চমৎকার লেখেন আপনি।
লেখায় গভীরতা আছে।
এগিয়ে যান।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

আরোহী আশা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছেন। আমার নতুন কবিতা পাঠের নিমন্ত্রন জানাই।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

বাউলা সন্ন্যাসী বলেছেন: বেশ লিখেছেন। অনেক সুন্দর আর উপভোগ্য একটি কবিতা।

আমি বলি কি, লিখতে যেয়ে যে যে ভুল হবে তা রেখে দেন। এটাই হবে নিজের মাপকাঠি। ভবিষ্যতের কবিতা গুলো মাপতে পারবেন। বুঝতে পারবেন আগের থেকে কত ভালো লিখছেন।

এগুলো একান্তই আমার অভিমত। খুব বড় কেউ নই। কিন্তু ভিতরে ক্ষুদ্র যতটুকো কবি সত্ত্বা আছে ততটুকুই আমার অভিব্যক্তি। আমি মনে প্রাণে এটাই বিশ্বাস করি।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

আরোহী আশা বলেছেন: বাউলা সন্ন্যাসী অনেক সুন্দর কথা বলেছেন। মেনে চলবো। আমার নতুন কবিতা পাঠের আমন্ত্রন।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১

নীল আকাশ বলেছেন: আরোহী আশা আপু, কি সর্বনাশা কাজ করেছেন আপনি? আপনি তো আমাকে লজ্জার মহা সমুদ্রে ফেলে দিলেন। আপনি আপনার প্রকাশিত কবিতা কেন পরিবর্তন করেছেন? এটা আর কোন দিনও করবেন না, এমনকি মডারেটর বা রবি ঠাকুর এসে বললেও না। কখনো না। শুধু মাত্র বানান ভূল গুলো ঠিক করে দেবেন। কারন এটা ইচ্ছে করে করেন নি। কবিতায় আপনি আপনার মনের ভাব বা কথা গুলিকে লিখেছেন। আর কেউ কি জানে আপনার মনের কথা? আপনার কবিতার সব চেয়ে ভাল দিক হচ্ছে আপনি খুব সহজ ভাষা ব্যবহার করেছেন, কৃত্রিম কোন ভাষায় লেখেন নি। এটাই হচ্ছে আসল কথা। যে ভাষায় আপনি মনে চিন্তা করবেন, ঠিক সেই ভাষায় লিখতে চেস্টা করবেন, এতে লিখতে সহজ হবে। ভাল শব্দের ব্যবহার লিখতে লিখতেই শিখে যাবেন।

বাউলা সন্ন্যাসী বলেছেন: বেশ লিখেছেন। আমি বলি কি, লিখতে যেয়ে যে যে ভুল হবে তা রেখে দেন। এটাই হবে নিজের মাপকাঠি। ভবিষ্যতের কবিতা গুলো মাপতে পারবেন। বুঝতে পারবেন আগের থেকে কত ভালো লিখছেন। - একদম ঠিক কথা বলেছেন। আমিও সেটাই সমর্থন করি।

আপনার কবিতা টা ভাল লেগেছে দেখে অনেক বার পড়েছি, যে সব জায়গায় আপনি ইম্প্রুভ করতে পারবেন সেটা বলে দিয়েছি। আমি দেখলাম সবাই শুধু প্রশংসা করে যাচ্ছে কিন্তু আসল কাজ টা করছে না যেটা আপনার বেশী দরকার। ৪ টা সাজেশন দিয়েছি যেন আপনি পরবর্তি লেখার সময় মনে রাখেন বা ব্যবহার করেন, আর কিছু না। রাকু ভাই য়ের ব্লগে একটা বাংলা লেখার উপর ভালো একটা পোষ্ট আছে, কষ্ট করে যেয়ে পড়ে আসবেন। বিরাম চিহ্নের ব্যাপারে ভাল কোন লেখা পেলে আপনাকে জানাব। তবে সব চেয়ে ভাল হলো সবার ব্লগে যেয়ে বিভিন্ন লেখা পড়া। শেখার কোন শেষ নেই। ব্লগে অনেক ভাল ভাল লেখক আছেন। আগে শিখুন তারপর দেখবেন এমনিতেও লেখার হাত চলে আসবে।
আজকে এই পর্যন্তই,
আপনার ব্লগে পথ চলা সুন্দর হোক আর আরও ভাল ভাল লেখা আসুক আপনার হাত দিয়ে,
শুভ কামনা রইল!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

আরোহী আশা বলেছেন: নীল আঁকা ৩৯ অনেক ভালো লাগলো আপনার সহযোগিতা। আপনার উপদেশ কাজে দিবে। আশা করি বাকি দিনগুলিতে কাছেই পাবো। নতুন কবিতা পাঠের আমন্ত্রন রইলো।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

লাবণ্য ২ বলেছেন: শুভ ব্লগিং আপু!

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

আরোহী আশা বলেছেন:
লাবন্য ২ অনেক ধন্যবাদ জানাই সাথে শুভ সকাল। আশা করি কাছে পাবো ব্লগের দিনগুলিতে।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২

নীল আকাশ বলেছেন: বিরাম চিহ্নের জন্য পড়ে আসতে পারেন নীচের লিংক টা -
http://www.somewhereinblog.net/blog/kawsarsiddiqui/29747409

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

আরোহী আশা বলেছেন:
থ্যাংক ইউ সু মাচ। অনেক কাজে দিবে। আমার নতুন কবিতা সময় নিয়ে পরে আসার আমন্ত্রন।

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

আরোহী আশা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ নিবেন। আপনার আগমনে আনন্দিত আমি।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগে আপনাকে স্বাগতম। শুভ কামনা রইলো। কবিতায় ভাল লাগা।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

আরোহী আশা বলেছেন: মন্তব্যে আনন্দিত। অনুপ্রেরণা পেলাম। সময় করে প্রেমের আকুতি পড়ে আসবেন আশা করি।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

আরোগ্য বলেছেন: শুভ ব্লগিং। সামুতে আপনার যাত্রা আনন্দময় হোক।

২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

আরোহী আশা বলেছেন: শুভ গ্রহন করলাম। আপনাদের সুপরামর্শ পেলেই সামুতে যাত্রা আনন্দময় হতে পারে। আশা করি আগামী দিনগুলোতে কাছে পাবো। শুভরাত্রি

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

নতুন নকিব বলেছেন:



মসৃন হোক আপনার ব্লগ পথচলা। শুভকামনা নিরন্তর।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

আরোহী আশা বলেছেন: ভালোবাসার আবেশে আবেশিত হলাম। মসৃন পথও অমসৃন লাগবে যদি আপনাদের পাশে না পাই। মন্তব্যে অশেষ ধন্যবাদ।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আহারে আহারে কোথায় পাবো তাহারে :)

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

আরোহী আশা বলেছেন: পেয়েছেন কি তাহারে?

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: খুঁজলে তো পাবো :P

২০| ১৪ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: আমার একটা পোস্টে আপনার প্রথম মন্তব্যটি পেয়ে আপনার ব্লগপাতা ঘুরে গেলাম। সামু ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা, নিরাপদ এবং আনন্দময় হোক আপনার ব্লগীয় জীবন!

কবিতাটি ভাল হয়েছে। ছোট্ট কিন্তু সুন্দর, সাবলীল। + +

প্রথম পোস্ট হিসেবে আপনি কিন্তু এখানে অনেক ভালো ভালো ব্লগারের ভালো ভালো মন্তব্য পেয়েছেন। অনেক ভালো কিছু সাজেশনও পেয়েছেন। এরকম সবাই প্রথম পোস্টে পায় না।

ভালো থাকুন, ভালো লিখুন, শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.