![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কাছে এলে শব্দেরা সব
দুর্গম মরু প্রান্তরে সরে।
লুকিয়ে থাকে,
অধরা রয়ে যায় আমার থেকে।
শত চেষ্টা করেও "ভালোবাসি" বর্ণ চারটি
পারিনি মুখ নিসৃত করতে।
যেন চর্যাপদ!
সে হয়তো সরল আরো
সান্ধ্য ভাষাও সহজ-বোদগম্য।
প্রেমিকের চোখের দিকে তাকানো-
কেন এতো কঠিন?
নাকি এ ভালোবাসার লাজ!
নাকি প্রেমের আকুতি?
রফিক শফিক বরকত সহ
নাম না জানা কতো জন-
প্রান দিয়েছিলো ভাষার তরে,
সেই ভাষারাও যেন বোবা আজ
যেন জন্ম নেওয়া সদ্য নবজাতক!
মুখ থেকে হাসি- কান্না ছাড়া
কন্ঠ ভেদ করে শব্দেরা আসে না।
অপলক শুধু চেয়ে-
দু'চোখে যেন প্রেমের আকুতি।
.......................................
ছবি: গুগল থেকে....
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬
আরোহী আশা বলেছেন: আমার অজান্তে কি কিছু ভুল করে ফেললাম? মন্তব্য পেয়ে ভালো লাগছে আবার ভয়ও করছে।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
আরোহী আশা বলেছেন: শুভসকাল। আমার নতুন কবিতা পাঠের আমন্ত্রন রইলো।
২| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
নজসু বলেছেন: কোন ভুল হয়নি।
প্রেমের অনুভূতি প্রকাশে ভাষা শহিদদের উপমা এসেছে।
আপনি আমার কথায় মন খারাপ করবেন না।
ভাষা অবমাননার কথা আমি কবিতার ক্ষেত্র বলিনি।
কবিতা ভালো লেগেছে।
আপনার দ্বারা ভাষাও অবমাননা হয়নি।
কবিতার তিনটি লাইনে আমি প্রসঙ্গক্রমে বলেছি।
তবে, ভালোবাসা প্রকাশ করতে না পারার কারণে ভাষা শহিদদের ভাষা বোবা হয়েছে এটা কেমন যেন লাগলো।
অন্যদের মতামত অবশ্য আলাদা।
আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
আরোহী আশা বলেছেন: ভাষা শহীদদের ভাষা বোবা বলার উদ্দেশ্য না ভাইয়া। আসলে আমি কথা মুখ থেকে সরে না বুঝাতে চেয়েছি। আপনার মন্তব্যে ভালো লেগেছে। আমি মন খারাপ করি নি। আসলে কেউ আমার সমালোচনা করলে আমার ভালো লাগে। নিজেকে শুধরানোর সুযোগ পাই।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: প্রেমের আকুতি না বলে শুধু 'আকুতি' নাম দিলে আরো ভাল হতো। যাহোক লিখেই যখন ফেলেছেন আর কি করা।
চর্যাপদ থেকে ভাষা-শহীদ।
ভাল মিশ্রণ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
আরোহী আশা বলেছেন: বাহ ভাইয়া আপনি এখানেও। ধন্য হলাম।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২
আরোহী আশা বলেছেন: ভাইয়া আমার নতুন কবিতা পড়ে যাবেন অবসরে।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শুভ কামনা রইল ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
আরোহী আশা বলেছেন:
ধন্যবাদ আপু। আশা করি আগামী ব্লগেও পাশে থাকবেন।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
আরোহী আশা বলেছেন: আপু! আমার কবিতা পাঠের আমন্ত্রন, প্লীজ সাথে কিছু ফ্রিতে পরামর্শও চাই।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
হাবিব বলেছেন: কঠিন কথা সহজ করে
আদরে থাক মনের ঘরে।
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
আরোহী আশা বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫
নীল আকাশ বলেছেন: ৫২ নিয়ে যা বলেছেন সেটা ঠিক আছে আমার কাছে, তবে বোদ-গম্য না হয়ে হবে বোধগম্য। বিরাম চিহ্নের ব্যবহার চমতকার।
শব্দের উপমা ভালো। নজসু ভাই যেটা বলেছেন সেটা খেয়াল রাখবেন। বিতর্কিত শব্দ বা উপমা পারলে এভয়েড করবেন।
কবিতা যথেষ্ট ভালো হয়েছে। ++++++ দিলাম।
আরো লিখুন, লিখতে থাকুন, এভাবেই হাত খুলে যাবে। আপনি খুবই দ্রুত শিখছেন। দারুন।
নতুন লেখা দিলেই আমি এসে পড়ে যাব।
শুভ কামনা রইল, শুভ রাত্রি।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫
আরোহী আশা বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভালো লাগলো। আশা করি সাথেই পাবো ব্লগের দিনগুলিতে। শুভ সকাল। আমার নতুন কবিতা পাঠের জন্য আমন্ত্রন।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম। অাপনার আরো কবিতা পড়ার প্রত্যাশায় আপনার জন্য রইল শুভকামনা।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪
আরোহী আশা বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভ সকাল। আমার কবিতা পাঠের আমন্ত্রন রইলো।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
আরোহী আশা বলেছেন: আশা করি ভালো আছেন। সময় করে আমার নতুন কবিতা পাঠের জন্য আসবেন আশাকরি।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর।
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮
আরোহী আশা বলেছেন:
এক কথায় মনের ভাব প্রকাশ করেছেন । অনেক ভালো লাগছে।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাকু হাসান বলেছেন:
তুমি কাছে এলে শব্দেরা
দুর্গম কোন মরু প্রান্তরে সরে---লাইনটি কাব্যিক অনুভূতি দিয়েছে ।
নোট:প্রন্তরে নাকি প্রান্তরে ?
বুঝা যাচ্ছে প্রেমের কবিতায় আপনার দুর্বলতা ও দক্ষতা আছে ।
যে কবিতাগুলো দিয়েছেন তা প্রেম কেন্দ্রীক । মাঝে মাঝে এর বাইরে লিখলে ভালো হবে । পাঠক আপনার ব্লগে ভিন্ন স্বাদ পাবে ।
শুভকামনা রইল ।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
আরোহী আশা বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
এডিট করেছি দেখুন।
ভালো লাগলো আপনার মন্তব্য।
১০| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০২
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা!
কবিতা ভালো হয়েছে। তবে আমার দুটো পর্যবেক্ষণ তথা সাজেশন আছেঃ
১। দ্বিতীয় পংক্তিটির পরে দেয়া দাঁড়ি উঠিয়ে দিয়ে তৃতীয় পংক্তিটির শেষে বসান।
২। "বোদগম্য" বানানটি ভুল। শুদ্ধ হবে বোধগম্য যা ৬ নং মন্তব্যে নীল আকাশ এর আগেও উল্লেখ করেছিলেন, কিন্তু আপনি তা সম্পাদনা করেন নি। এখন দয়া করে সম্পাদনা করে নিন।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩
নজসু বলেছেন: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"
আসুন বাংলা ভাষার অবমাননা হয় এমন কিছু না করি।
কবিতায় ভালো লাগা।