![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্গ জীবনের বিষণ্ণ সন্ধ্যায় বসে
আমি ভাবছি।
দূর দিগন্তে দৃষ্টি সীমার বাইরে
আকাশ নামে যেথা পৃথিবীর কুলে,
সেথায় বসে।
তোমাকে ভালোবেসে,
জীবনের ষোল আনা কাটালাম ভুলে ভুলে।
হৃদয়ের মিনতি কি পৌঁছে তোমার কানে?
ব্যাথা ভরা অন্তরের গোঙানিতে
প্রেমের আকুলতা!
কেন ভাসালে দুঃখ বানে?
পাতার সবুজ সৌন্দর্য্য
ফুলের সুভাষ, পাখির গান কিংবা
বৃষ্টির রিমঝিম শব্দ-
কিছুতেই আমি আনন্দ খুঁজে নাহি পাই,
আমার মনের গহিনে;
ভালোবাসার শীতল ঝর্ণাধারা নাই।
আসে সেথা সুপ্ত আগ্নেয়গিরি।
কোথাও প্রেম নেই
ভালোবাসায় পচন ধরেছে। ধরছে,
তোমার কারনে।
ঠকিয়েছো আমায়,
নিষ্ঠুর প্রেমের বাঁধনে জড়ায়ে।
ভোরের আলো, রাতের আঁধার কিংবা
দিগন্তের নীলিমা-
বেদনা কথা বলে;
আমার কানে বাজে বিষাদের সুর,
সুখ কোথায়? আর কতো দূর?
জোনাকি আলোকসজ্জা কিংবা
আকাশের নীলিমা,
কোথাও প্রেম নেই;
ফুলের সুভাষেও যেন শত কালিমা।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২
আরোহী আশা বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। আমি বানানগুলি ঠিক করে দিয়েছি। আপনার কথা আমার অনেক কাজে আসবে। আমি মনে করি আপনারা পাশে থাকলেই সেটা সম্ভব।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: হ্যাঁ, অবশ্যই পাশে থাকবো।
তবে ধৈর্য ধরতে হবে অনেক। কারণ আমরা জানি একদিনে সব পাওয়া যায় না। তাই লেখালেখির যদি ইচ্ছা থাকে তো একাগ্র মনে সেটা নিয়মিত চালিয়ে যেতে হবে।
একদিন দেখবেন অনেক এবং ভাল লিখতে পারছেন।
ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬
আরোহী আশা বলেছেন: আপনার মূল্যবান পরামর্শ পেয়ে ভালো লাগছে। কৃতজ্ঞতা অফুরান। আমি জানি ধৈর্য কষ্টকর হলেও তার ফল মিষ্টি।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২
হাবিব বলেছেন: ভালো লিখেছেন। চালিয়ে যান। খুব দ্রুত সেফ হবেন আশা করি।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬
আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া চাই।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক ভাল লিখেছেন ।
যাক আরেকজন কবি পাওয়া গেল। ব্যাপারটা আনন্দের। লিখুন লিখুন এবং পড়ুন ও লিখুন ।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪
আরোহী আশা বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্যে। পাশেই থাকবেন আশা করি।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। শুভকামনা।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
আরোহী আশা বলেছেন: মন্তব্য দেখতে পেয়ে অনুপ্রাণিত হলাম.. অনেক ধন্যবাদ
৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে। লিখতে থাকুন।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮
আরোহী আশা বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। সাথেই থাকবেন আশা করি।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১
নীল আকাশ বলেছেন: আশা, দেরীতে আসলাম। কবিতা টা ভাল হয়েছে। বিরাম চিহ্নের যে লিংকাটা দিয়েছিলাম সেটা মাঝে মাঝে পড়বেন। আর নাহি শব্দ টা পারলে এ্যাভয়েড করবেন, কেন জানি এটা চলিত ভাষা এর সাথে যায় না। উপরে দেখুন, আপনার কবিতা তেও নাহি শব্দ টা কিছুটা অড লাগছে।
আপনার লেখার হাত দ্রুত ভাল হচ্ছে, বিজন দা যা বলেছেন সেটা খেয়াল করবেন, উনি ব্লগে কবিতার সংকলক।
শুভ কামনা রইল!
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: পড়লাম। নিজের মনের শূন্যতাকে, হাহাকারকে, না পাওয়াকে বা পেয়ে ভুল করাকে প্রকাশ করতে চয়েছেন। আপনার মনের কল্পনায় সেটা সঠিকভাবে ধরা পড়েছে মনে করছি। কিন্তু প্রকাশে আরো ধৈর্য দেখাতে হবে। আমাদের কল্পনা যত দূরে যায় বাস্তব কিন্তু ততটা নয়, আর বাস্তবতা হলো নিরেট সত্যি, তাই সত্যপ্রকাশে আরো সতর্কতা জরুরী।
বর্তমান সময়ে যারা ভাল কবিতা লিখছেন তাদের কবিতা আরো বেশি পড়ুন, ব্লগেই অনেকেই আছেন যারা অসাধারণ লিখছেন।
আর বানানের দিকে খেয়াল রাখতে হবে, সাধু-চলিত এক সংগে ব্যবহার করা যাবে না।
গুজ্ঞানি-গোঙানি, খোঁজে-খুঁজে, বেধনা-বেদনা, কোথাই-কোথায়, জনাকি-জোনাকি, এই টাইপিং গুলো ঠিক করে দিন।
কিছু মনে করবেন না।
শুভকামনা রইল।