![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সখা!
মনে পড়ে বৃষ্টিস্নাত দিনের কথা?
পদ্মপুকুর, পেঁচানো কলমিলতা!
আমার মান ভাঙানোর ছলে
নেমেছিলে ঠান্ডা গভীর জলে।
আমার খুশির জন্য সেথা-
অকৃতিম হাসি দেখবে বলে।
হেসেছিলাম সেদিন!
উল্লাসে বলেছিলাম তোমাকে ভালোবাসি,
কতোদিন টিকেছে সে হাসি?
ইঁচড়ে পাকা প্রেমে,
সাজিয়েছিলাম তোমার ছবি
কাঁচা হৃদয়ের ফ্রেমে।
পরম যত্নে প্রেম মেখেছিলাম অঙ্গে;
আজো মাখি। শুন্যতায়!
তোমাকে হারানোর শুন্যতায়,
ভাবের সাগরে ডুবে।
স্বপ্ন কিংবা কল্পনায়
তোমাতেই ডুবি তোমাতেই হারিয়ে যাই।
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
আরোহী আশা বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা জানবেন। অনুপ্রেরণা পেলাম।
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
নজসু বলেছেন: আনন্দিত মনের আনন্দময় কবিতা।
এই আনন্দ আজীবন থাক।
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫
আরোহী আশা বলেছেন:
প্রার্থনামূলক মন্তব্যে প্রগাঢ় ভালোলাগা।
এমন ভালোলাগায় ভাসতে চাই সব সময়।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
এ.এস বাশার বলেছেন: হুম সুন্দর প্রকাশ। শুভকামনা রইলো.....
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
আরোহী আশা বলেছেন: শুভকামনায় ধন্য হলাম.... সামনের দিনগুলিতে কাছে পাবো আশা করি...
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রেমের আখ্যান বেশ ভালো লাগলো ।
শুভকামনা রইল ।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮
আরোহী আশা বলেছেন: বাহ পদাতিক ভাইয়া আপনি এখানেও। বেশ ভালো লাগলো আপনার আগমনে।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রেম হয় অতি কোমল। এর যত্ন নিলে প্রেম সারাজনম শিশুর মতোই থাকে আর। যত্ন না নিলে সেটা হায়েনা হয়ে যায়। তখন হাতের মুঠোতে থাকে না।।। প্রেম অতি কোমল জিনিস
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
আরোহী আশা বলেছেন:
মামুন ভাই! আপনার আগমনে মুগ্ধতা জানবেন। আশা করি আমার ব্লগে নিয়মিত পাবো।
৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
নীল আকাশ বলেছেন: দারুন! আর কিছু বলতে চাই না আমি!
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ জানবেন। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৈশরের প্রেম এমনই
বাধভাঙ্গা জোয়ারের মতো হয়।
এসো হে দূরন্ত ধরা দাও !!
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
আরোহী আশা বলেছেন:
সুয়া চান পাখি.........
এতো ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি?
মন্তব্যে ভালোলাগা জানবেন
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাকু হাসান বলেছেন:
আপনার দুটি কবিতা পড়লাম । বেশ ভালো লাগলো । অাপনার কবিতার ফেন হয়ে যাব মনে হচ্ছে । আপনার কবিতায় প্রকৃতি প্রদত্ত পবিত্র প্রেমের স্পন্দন পাচ্ছি । লিখুন পড়বো । কবিতাসহ কবিতার নামটি চমৎকার হয়েছে ।
৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০
আরোহী আশা বলেছেন:
অসম্ভব সুন্দর মন্তব্যে-
আবেগে করিলে আপ্লুত আমি
কি দেই এমন ভালোবাসার প্রতিদানে!
কি ধন আছে বলো আমার,
কিইবা আছে দেবার
আমি যে মজিলাম এই প্রেমের আহবানে।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ ভাইয়া, নতুন কবিতা পাঠের আমন্ত্রন...........
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
হাবিব বলেছেন:
সহজ ভাষায় সুন্দর মনের অসাধারণ প্রকাশ।
ভালো লেগেছে। কবিতায় ++