|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমার আহ্বান কি শুনতে পাও?
প্রেমের আহ্বান, আকুতি!
মেলে ধরা হৃদয়ের স্বপ্ন কি দেখো?
নিষ্পাপ ভালোবাসা
আর প্রেমের ডালি সাজানো তোমার তরে।
কবে নিবে আমাকে আপন করে-  
যখন আসবে সে শুভক্ষণ
আনন্দে ভাসবে অন্তর আত্মা মন।
তোমার হৃদয়ের মনি কোঠায় 
রেখো আমায়-
পরম আদরে যতনে
গভীর চুমু কিংবা পাপহীন আলিঙ্গনে।
কাছে টেনে নাও-
আমি যে তোমার অপেক্ষায়,
সখা! এটা তো কবিতা নয়; 
মনের বিশুদ্ধ কথা
তোমাকে কাছে পাওয়ার আকুলতা। 
ছবি: গুগল থেকে
 ২২ টি
    	২২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৬
২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:০৬
আরোহী আশা বলেছেন: পদাতিক ভাইয়া। আপনার মন্তব্যে আমার অনুপ্রেরণা বহুগুন বেড়ে গেলো। আশা করি সাথেই থাকবেন। শুভসকাল।
২|  ২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৯
২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৯
হাবিব বলেছেন: ভালো লিখেছেন++
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৬
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৬
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকিবেন।
৩|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫১
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরোহী আশাটা কে গো? 
 
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৬
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৬
আরোহী আশা বলেছেন: 
আশা সে তো মরিচিকা! মরিচিকার পেছনে ছুটে চলেছি। হয় তো আমাকে ব্যবহার করা হচ্ছে না হলে আমি ব্যবহৃত হচ্ছি।
৪|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪১
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হয় তো আমাকে ব্যবহার করা হচ্ছে না হলে আমি ব্যবহৃত হচ্ছি।
যখন কেউ এতটুকু ভাবে, তখন তারা আর কোন ভয় থাকে না! কারণ সে এই দুটোর মধ্যে মেই! 
নিজেকে নিয়ে ভাবতে পারা অনেক বড় বিষয়!
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫১
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫১
আরোহী আশা বলেছেন: 
বড় বিষয় বড় করে দেখার মতো মন লাগে। আপনি পেড়েছেন, আপনার সেই মন আছে বলে। যার ভেতরে সাহিত্য নেই সে প্রেম বুঝেনা। ভালোবাসা মানে তার কাছে নোংরা কথা। কবিতা যার হৃদয়ে আছে সে কাউকে ঠকাতে পারেনা মনে হয়। 
৫|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৪
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই তোমাকে ভালবাসি প্রথম পাতার জন্য!   
  
 
  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৬
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৬
আরোহী আশা বলেছেন: সৈয়দ ভাই! কবে যে আসবে সেই দিন জানিনা। দোয়া কইরেন ভাই।
৬|  ২৭ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৫২
২৭ শে অক্টোবর, ২০১৮  রাত ১১:৫২
নীল আকাশ বলেছেন: আপনার বর্তমান অবস্থা তো বেশ সন্দেহ জনক দেখছি?  যেই ভয়ংকর ভয়ংকর প্রেমের কবিতা দিচ্ছেন একটার পর একটা......
  যেই ভয়ংকর ভয়ংকর প্রেমের কবিতা দিচ্ছেন একটার পর একটা......
পারলে টপিক চেঞ্জ করে লিখুন, অল্প সময়েই সবাই বোর হয়ে যাবে......
কবিতা ভাল হয়েছে, বেশ ভাল হয়েছে..…...
  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
আরোহী আশা বলেছেন: 
অনেক ধন্যবাদ রইলো সুন্দর মন্তব্যের  জন্য। আপনার কথা স্মরণে রাখবো।
৭|  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩১
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর আহবান। আশা রাখুন মনে। একদিন আহবান শুনে আসবে প্রিয়জন। বুকে টেনে নিবে গভীর আবেশে।
  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
আরোহী আশা বলেছেন: কাছে আসিবে ভালো বাসিবে যে ভালোবাসায় খাদ নেই এটাই তো চাই। আপনাকে পেয়ে ভালো লাগছে।
৮|  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩২
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:  অনুসরণ করে রাখলাম
   অনুসরণ করে রাখলাম
  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৭
আরোহী আশা বলেছেন: আপনাকেও প্রিয়তে নিলাম। আশা করি ভালো আছেন।
৯|  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর।
  ২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৭
২৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৭
আরোহী আশা বলেছেন: এক কথায় মনের ভাব প্রকাশ করেছেন । অনেক ভালো লাগছে। 
১০|  ২৯ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩০
২৯ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
৯টি মন্তব্যের ১৩টি উত্তর
একটু বেশী হয়ে গেলোনা !!
কাব্য ভালো লাগলো।  
এ্ই আকুতি আপনার হলে
দোয়া করি যেন শিঘ্র কোন
সুখবর আসে।
  ৩০ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:১৪
৩০ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:১৪
আরোহী আশা বলেছেন: 
প্রেম সে তো মরিচিকা 
কাছে গেলে দেয়না ধরা,
থাকি তাই একেলা বসে
কিইবা আছে করা।  
১১|  ৩০ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
৩০ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৬
রাকু হাসান বলেছেন: 
কবিতায় পবিত্র প্রেমের আকুতি । খুব ভালো লাগলো । + 
  ৩০ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
৩০ শে অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
আরোহী আশা বলেছেন: 
অনেক কাছে সে তবু 
কতো দূরে যেন
নিজের মনে একাই চলে 
সেথায় দাম নাই মোর কোন।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৮
২৭ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! ভালো লিখেছেন আহ্বান ।
পোস্টে প্লাস ++
শুভকামনা রইল ।