নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

ডাইরির পাতা থেকে-০১

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০




(১) আমি গিন্নি হয়ে গ্যান গ্যান করতে চাই না বেগম হয়ে তোমার মনের চিন্তা মুক্ত করে দিতে চাই। স্বামী ঘরে থাকলে তাকে প্রেম বিলাবো ঘরে না থাকলে শাশুড়ির সাথে আড্ডা দিবো। স্টার জলসা দেখে কুটনামি করা আমার একদম পছন্দ না।

(২) কেন যে মা-বাবারা সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার দোয়া করে বুঝিনা। সন্তানের জন্য দোয়া করা উচিত এই ভাবে হে আল্লাহ আমার সন্তানকে উমর ফারুক (রা) বা আবু বকর (রা) এর মতো কবুল করো। তাহলে আর কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।

(৩) খারাপ কাজ হাত দিয়ে প্রতিহত করবো, সাধ্য না হলে মুখ দিয়ে প্রতিবাদ করবো। আমার কন্ঠ রোধ করা হলে আমার অন্তরকে কেও থামাতে পারবে না। অন্তর দিয়ে সারাজীবন অন্যায় কাজ ঘৃনা করে যাব।

(৪) রাসুল বিয়ে করেছে ২৫ বছরে। এখনতো চাকরি পাইতে পাইতেই ৩০ পার হয়। তার উপর আবার কতো ঝক্কি ঝামেলা। শেষমেশ বুড়া হয়ে যাব মাগার পোলাপানের মুখ দেখা পামু না।

(৫) লাশের গোসল দেয়ার সময় তার মধ্য থেকে কোন নাপাকী বের হলে তা গপন রাখা উচিত। মানুষের মাঝে প্রকাশ করা উচিত নয়। কোন এক বক্তার মুখে শুনেছিলাম সম্ভবত এটা হাদিসের কথা। আর শুনেছিলাম, যে ব্যক্তি লাশের ত্র“টি গোপন রাখবে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।

(৬) আপনার বউ, দেনমোহর দিয়ে বিয়ে করলেন আপনি , ভরন পোষণ করছেন আপনি আর শয়তানের লেবাস পড়ে বাইরে যেতে দিলেন। মাঝ খান থেকে লাভ ঐ রিকশাওয়ালা আর বাসের হেল্পারের। কলা ছিলিয়ে রাখলে মাছি তো পড়বেই। মানুষের নজর আপনার পেটে যত পড়বে ততো খারাপ সন্তান আপনার হবে। ঐ রখম সন্তানরাই ঐশীর মতো হবে। তখন হা হুতাশ করে লাভ হবে না।

(৭) মদ গাজার চাইতে পর্ণোতে মানুষের ব্রেইনে বেশি ক্ষতি হয়। সরাসরি ব্রেইনে আঘাত করে। স্মরণ শক্তি দুর্বল হয়ে পরে। তখন হারবালের পিছনে পিছনে ছুটলেও চেতনা আসবেনা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

বাকপ্রবাস বলেছেন: B-) :D :D

২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

আরোহী আশা বলেছেন: ভাই জোরে বলুন প্লীজ শুনতে পাইনি।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮

ওমেরা বলেছেন: সুন্দর কথা ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনার জন্য।

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আরোহী আশা বলেছেন:
ওমেরা! আপনার মন্তব্য ভালো লাগলো, অনুপ্রেরণা পেলাম। শুভ রাত্রি জানবেন।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সুন্দর মনোস্কামনা পূর্ণ হোক।
আপনার প্রথম চাওয়াটি য্নে বাঙ্গালীর
ঘরের প্রতিটি তরুনীর মনোবাসনা হয়।

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরোহী আশা বলেছেন:
আপনার দোয়া মহান আল্লাহ কবুল করুন। আমিন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো। আসলেই সন্তান বাবা মা থেকেই পায়। চরিত্র, আচরণ আরো কত কি? ভালো লিখেছেন।।। ভালো লাগলো

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরোহী আশা বলেছেন: প্রিয় মামুন ভাই! সুন্দর মন্তব্যে ভালোলাগা জানবেন। শুভরাত্রি।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

রাকু হাসান বলেছেন:

হাহাহা--সুন্দর বলেছেন । সেফ হওয়ার অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি ।

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আরোহী আশা বলেছেন: রাকু ভাই! দোয়া চাই, জলদি যেন প্রথম পেজে জায়গা পাই।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাবিব বলেছেন: ভালো লেগেছে। ব্লগে আপনার পথ চলা শুভ হোক।

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আরোহী আশা বলেছেন: ধন্যবাদ স্যার! সাথেই থাকবেন আশা করি।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

নজসু বলেছেন: বাহ ! বাহ!! বাহ!!!
দারুণ!!! বেশ!!!
সুন্দর পোষ্ট।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

আরোহী আশা বলেছেন:




আহা কি আনন্দ আকাশে বাতাসে
বাহ বাহ বেশ বেশ বলেন নজসু
ব্লগে ভালোবেসে।
তাই খুশি আমি শেষে।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বেচ বেচ B-))

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

আরোহী আশা বলেছেন: থ্ঙ্কুি থিঙ্কু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.