নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

আমি নাকি সেফ হইছি

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯




আহা কি আনন্দ আকাশে বাতাসে,
একটু আগে ব্লগে দেখি
একটা নোটিশ ভাসে।

আমি নাকি সেফ হইছি
নতুন নোটিশ আসে
আহা কি আনন্দ আকাশে বাতাসে।

ওগো মোর প্রিয় যাও এসে দেখে,
আজ আমি সেফ হয়েছি
তোমাতে কাব্য লেখে।

কে আছো শুভাকাঙ্খী আমার আসে পাশে
রেখো মোরে কাছে কাছে
অনেক ভালোবেসে।

কতদিন কতো রাত কতো ছিলো কতো আশা
পাইনি তবু তোমায় আমি
পেয়েছি- ব্লগের ভালোবাসা।

ওরাই এখন প্রতিবেশি একলা আকাশে
সবাই জানি শোধরে দিবে
রাখবে পাশে পাশে।

মন্তব্য ৭৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

আরোহী আশা বলেছেন:

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭

নজসু বলেছেন: মিষ্টি খাওয়ান। :D
আমরা মিষ্টি খেতে চাই।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

আরোহী আশা বলেছেন:

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

করুণাধারা বলেছেন: অভিনন্দন, এবং শুভকামনা আর আগামী দিনের জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

আরোহী আশা বলেছেন:

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন, ছড়াটাও ভাল হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

আরোহী আশা বলেছেন:

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

আরোগ্য বলেছেন: অভিনন্দন !

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

আরোহী আশা বলেছেন:

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: মিষ্টি কই?

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

আরোহী আশা বলেছেন:

৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: মিষ্টি কই?

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

আরোহী আশা বলেছেন:

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। অল্পদিনে সেফ হয়েছেন দেখে ভাল লাগলো। এবার লিখুন মন খুলে। ব্লগে বিচরণ করুন স্ব-মহিমায়। আপনার জন্য শুভ কামনা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

আরোহী আশা বলেছেন:

৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

সাইন বোর্ড বলেছেন: তাহলে অার নাকি কেন ? একটা পার্টি হয়ে যাক ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

আরোহী আশা বলেছেন:

১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

নীল আকাশ বলেছেন: আপনার আগের লেখাতেই আমি বলে এসেছি। নিন রকমারি মিষ্টিখান আর ভালো ভালো লেখা দিন।


৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আরোহী আশা বলেছেন:





আমি ছোট্ট একটা মানুষ। আমাকে এইভাবে শিখিয়ে দেয়ার আর্জি জানাচ্ছি।



১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় স্থান পেয়েছেন , আনন্দের খবর ।

অভিনন্দন জানাই।

শুভেচ্ছা রইল ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

আরোহী আশা বলেছেন: নেন ভাই এই খুশিতে মিষ্টি খান। টাংইলের মিষ্টি

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখুন প্রাণ ভরে :)

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

আরোহী আশা বলেছেন: ধন্যবাদ অফুরন্ত। মিষ্টির বদলে ফলমূলের দাওয়াত রইলো।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯

নীল আকাশ বলেছেন: আমি ছোট্ট একটা মানুষ। আমাকে এইভাবে শিখিয়ে দেয়ার আর্জি জানাচ্ছি। - বেশ লজ্জায় ফেলে দিলেন..... :`>
আপনাকে বেশ পছন্দ করি, সেজন্য কয়েকটা কথা নীচে বললাম যদি পারেন অনুসরন করে দেখতে পারেন:-
১। লেখনীর অপরিপক্কতা বলে কিছু নেই। আপনার লেখা কি চিন্তা করে লিখেছেন, সেটা আপনিই বলতে পারবেন। তবে পাঠকরা যখন পড়ে তখন তারা লেখকদের কাছে স্বচ্ছ ভাবে বুঝবে আশা করে। ব্লগে খুব বেশী সময় নিয়ে পড়াটা খুব কঠিন......।
২। ব্লগে আপনাকে বা আপনার চেহারা দেখা যাবে না। কিন্তু আপনার ভাষা বা আচরন প্রকাশ করবে আপনি কোথা থেকে এসেছেন! এখানে সবাই শিক্ষিত মানুষ। মত প্রকাশ করার স্বাধীনতা আপনার আছে। কিন্তু সেটা আরেক জন কে আঘাত করবে সেটা হতে পারে না।
৩। আমার পাঠকের প্রত্যেক টা মন্তব্যের উত্তর দেয়া আমার কর্তব্য। কত কষ্ট করে তারা আমার পোষ্ট এ এসেছেন, না আসলেও তো পারতেন, তখন কি করতাম? আমি যদি তাদের সম্মান না দেই তারা কেন আমাকে দিবে?????? আমি নিজে এটা মেনে চলি, আপনার ভালো লাগলে অনুসরন করে দেখতে পারেন!
৪। আমার লেখার মূল্যায়ন একমাত্র আমার পাঠক রাই করতে পারবে। তাদের চোখেই আমার লেখাটা কেমন হয়েছে সেটা বুঝতে পারবো। আমি সব সময় তাদের কে আমার লেখার মূল্যায়ন করতে বলি। তারা যাই বলুক, সেটা সম্মানের চোখে দেখি। পাঠক সমালোচনা করতেই পারে। আমি যদি সম্মান না দেই তারা কেন আমাকে দিবে?????? আমি নিজে এটা মেনে চলি, আপনার ভালো লাগলে অনুসরন করে দেখতে পারেন!
৫। প্রতিউত্তর দেবার ক্ষেত্রে ক্রমানুসারে সব ক্ষেত্রে দেয়া সম্ভব হয় না। তবে যারা আপনার শুভানুধ্যায়ি বা যারা রেগুলার আপনার লেখা পড়ে তাদের টা আগে দেবার চেস্টা করবেন.......মনে রাখবেন, যারা মন্তব্য করেন তারা কিন্তু বেশির ভাগ সময়ই প্রতি মন্তব্য আশা করেন.......

আজ এই পর্যন্তই থাক, ভালো থাকুন আর আরো ভালো ভালো লেখা দিন......
শুভ কামনা রইল!

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

আরোহী আশা বলেছেন: খুব সুন্দর বলেছেন। কাজে দিবে অনেক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

টিয়া রহমান বলেছেন: আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আর আমাদের যে ব্লগার ভাই নিখোঁজ তাকে যেন আল্লাহ্‌ তাড়াতাড়ি সুস্হভাবে ফিরিয়ে দেন।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

আরোহী আশা বলেছেন: অনেক অনেক ভালোবাসা জানবেন। দোয়া করি নিখোঁজ ভাইটি তাড়াতাড়ি তার স্বজনদের কাছে ফিরে আসুক।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

সৈকত জোহা বলেছেন: মনে হচ্ছে আপনি পুরান খিলাড়ী । নতুন নিকে স্বাগতম ।
ভুল হলে ভুলে যান মন্তব্য
ছুটে চলুন আরাধ্য গন্তব্য ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

আরোহী আশা বলেছেন: আপনি খুবই ট্যালেন্ট। দোয়া চাইছি।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩

সবুজের ইবনে বতুতা বলেছেন: বগুড়ার দই খাব...! খাবাইবেন?

নতুন নিকে স্বাগতম।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

আরোহী আশা বলেছেন: আচ্ছা দিচ্ছি দাঁড়ান। সাথে কি মিষ্টিও লাগবে?

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাকু হাসান বলেছেন:

অভিনন্দন :) ,ফুলেল শুভেচ্ছা ।


অনেক শুভকামনা থাকলো।আপনার লেখায় মুগ্ধতা ছড়াক সেই কামনা । বাংলা সাহিত্য সমৃদ্ধ হোক । অগ্রিম অভিনন্দন জানিয়েছিলাম ;) । আবার জানালাম । ধুমছে মিষ্টি দিচ্ছেন । =p~ আমার কিন্তু মিষ্টি পছন্দ না আগেই বলে রাখলাম ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

আরোহী আশা বলেছেন:





আমার যা পছন্দঃ
.....................

ফলের মধ্যে ধুতুরা
ইস্টির মধ্যে পুতুরা
ফুলের মধ্যে জুই
শাকের মধ্যে পুই
মাছের মধ্যে রুই আর-
প্রিয়র মধ্যে তুই।



১৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো খবর। স্বাগতম ব্লগের পাতায়। অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিবেন। ব্লগের প্রথম পাতা ধন্য হোক একজন নতুন লেখক পেয়ে

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০২

আরোহী আশা বলেছেন:

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০১

আরোহী আশা বলেছেন:

২০| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই নিন মন্ডা মুখ করুন। খুশি মে কুচ মিঠা হো যায়

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

আরোহী আশা বলেছেন: Ei Misty arek Jon keu disilen abar amakeu dilen......... Ami kintooo

২১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

রাকু হাসান বলেছেন:


;) ফলগুলো খুব মুখরোচক । :) বুঝি কিন্তু । অবুঝ না ;) দারুণ প্রতি উত্তর ।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

আরোহী আশা বলেছেন: Vaiya fruits gula sob ki kheyesen? Besi hoile freez e rekhe diyen.

Sorry ami ekhon mobile theke

২২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি সেফ হইছেন,ভাল হইছে।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

আরোহী আশা বলেছেন: I want to run with truth to the path of Allah please keep me your prayers. Don't mind now I am from mobile

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

নতুন নকিব বলেছেন:




অানন্দিত।

শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

আরোহী আশা বলেছেন:

Vaiya please take some sweet and dreams from me.

২৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি নাকি সেফ হইছি
নতুন নোটিশ আসে
আহা কি আনন্দ আকাশে বাতাশে।

.................................................................................
এত মিষ্টি খেলে ডায়বেটিস হইব তাই.<<<<<<<<<<<<<<<<

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯

আরোহী আশা বলেছেন:

Baki kotha sokale hobe .Karon amake apni priyote rekhesen

২৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওহ। এটা আমাদের এলাকার ঐতিহ্য। এটা না দিয়ে যাবো কোথায়?

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

আরোহী আশা বলেছেন: Ohh assa tai buji. Jamoni moymonsinger mukta gasay. Khamoni pet voira

২৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

আখেনাটেন বলেছেন: তাক ধিনা ধিন ধিন তা। ঢোলে বাড়ি দিলুম আনন্দে। :D

শুভ হোক পথচলা।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮

আরোহী আশা বলেছেন: Ki good luck amar. Amar ekjon priyo bloger ke paisi. Kemon asen? Ki khaben bolen. Thanda naki gorom

২৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: Ki good luck amar. Amar ekjon priyo bloger ke paisi. -- হায়, হায়। এটা কি কন? আপনি তো আমার ব্লগে কখনও যান নাই যতদূর আমার মনে পড়ে। তারপরও প্রিয় তালিকায়। সুবহানাল্লা। কাইফা হালুকা। অাল্লাহ কত দিক দিয়ে যে বান্দাদের ছিলছিলা খুশি কা পয়গাম পাঠান। :P :-P

ভালো আছি। ডিনারে লোড বেশি হয়ে গেছে। এই সময় ঠান্ডা-গরম খেয়ে ঘুমের বারোটা বাজাতে চাই নাইক্কা। এখন ঝিমাতে ঝিমাতে ব্লগিং করছি। কাল লাঞ্চ আওয়ারে যা খাওয়াবেন রাজি আছি। ;)

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

আরোহী আশা বলেছেন: Kinto ami giyesi...... Aponar Rommo golpo Rose vora solo tai poresi. Tai priyote niyesi. Diner e dauat janai grill murgi

২৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

রানার ব্লগ বলেছেন: ভাই নতুন করে সেফ হতে মন চায়!!! একটু আগে হাতি আর পিপড়ার গল্প পরে এলাম, তো আমার মত পিপড়া সেফ হলে বা কি না হলেও বা কি ।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

আরোহী আশা বলেছেন: আপনার মনোবাসনা পূর্ণ হোক। আগে মিষ্টি খাইয়া লন।

২৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।

শুরু করেন মনের সুখে ব্লগিং।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২

আরোহী আশা বলেছেন: ভাই আপনাকে ধন্যবাদ জানাই। নেন একটা মিষ্টি নেন।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: মিষ্টি এবং ফলমূলের জন্য অনেক ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

আরোহী আশা বলেছেন:
পুনরায় আসলেন ভাই, দই খাওয়াবো তাই। আমাতে কার্পণ্য নাই।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন বোন!

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

আরোহী আশা বলেছেন:
ভাইরে এতো দেরিতে আসলে কি আর মিষ্টি থাকে? নেন কিছু ছিলো ঝেরে ঝুরে দিলাম

Ektoo Hasoon

৩২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি তলের মিষ্টি খাই না! :(

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

আরোহী আশা বলেছেন: ভাইরে আপনি আত অভিমানি। নেন আপনার জন্য নতুন মিষ্টি আইনা দিলাম। একটু হাসুন

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: প্রথমত মিস্টি আমার দুই চোখের বিষ !!! দ্বিতীয়ত একই মিস্টি দশ জনরে বিলাচ্ছেন এতেও ঘোর আপত্তি। এই রকম এক চোখা দৃষ্টি পরিহার করুন।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

আরোহী আশা বলেছেন:

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা, এখন তৃপ্ত বটে!

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

আরোহী আশা বলেছেন:

৩৫| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: প্রথম পাতায় স্বাগতম এবং নিরাপদ ঘোষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন! নিরন্তর শুভকামনা আগামী দিনগুলোর জন্য।
সবাই জানি শোধরে দিবে
রাখবে পাশে পাশে
- আপনার কবিতার একেবারে শেষের এ দুটো চরণের সূত্র ধরে বলছি, "বাতাশে" বানানটি সম্পাদনা করে নিন, বাতাসে হবে। :)

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

আরোহী আশা বলেছেন: অনেক খুশি হলাম ভাইয়া, দেখুন সংশোধন করেছি

৩৬| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

খায়রুল আহসান বলেছেন: বেশী তাড়াহুড়ো করলে কোন কাজই সুসম্পন্ন হয় না।
এক জায়গায় সংশোধন হয়েছে, অন্য জায়গায় হয়নি।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

আরোহী আশা বলেছেন: ঠিক বলেছেন, এখন আবার ঠিক করলাম।

৩৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

Sujon Mahmud বলেছেন: প্রথম দিনে ব্লগবাস্টার

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

আরোহী আশা বলেছেন:




প্রথম দিনে না....
৭ দিন পর.............।

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের খাওয়ার খেতে এলাম B-))

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

আরোহী আশা বলেছেন:






এখন তো শীত এসে গেছে.......
নেন শীতের পিঠাপুলি খান....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.