![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি সূত্রঃ ফেইসবুক
গ্রামে থেকে শহর দেখতে
সেদিন এলো নাতি,
দেখতে পারেনি কিছুই কারন-
সামনে ছিলো হাতি।
হাতি কোথায়? হাতি না তো-
দেখি নাতির দাদা,
হাসতে গিয়ে পড়ে গেছি
সেথায় ছিলো কাদা।
আছাড় খেয়ে কাঁদি আমি
নাতি দেখে তাই,
হাসতে গিয়ে এখন আমার
লজ্জাতে প্রাণ যায়।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
আরোহী আশা বলেছেন:
লজ্জা পেয়ে মরি আমি
আপনি বলেন মজা,
ছড়া পড়ে মনটা বুঝি
হয়ে গেলো তাজা?
২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
অলিউর রহমান খান বলেছেন: বেশ মজার ছিলো।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
আরোহী আশা বলেছেন:
আছাড় খেয়ে এখনো আমি
পড়ে আছি কাদায়,
আগে আমাকে উঠান দেখি
হাসবেন পরে ভাই।
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ মজার ছড়া।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
আরোহী আশা বলেছেন:
কোনটা মজা আমার আছাড়
নাকি নাতির কান্ড খানা,
মন খুলে তাই হাসতে পারেন
দাঁত দেখাতেও নাইকো মানা।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
বিজন রয় বলেছেন: হা হা হা হা .............
মানুষ না হাতি!!!
খুব মজার ছড়া ।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
আরোহী আশা বলেছেন:
হা হা হা করে
হাসে বিজন রয়!
আমার মতো যদি পড়েন
লাগে প্রাণে ভয়।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবাই ছড়ার প্রশংসা করেছে। আমি বলবো এইখানে একটা শিক্ষণীয় মেসেজ আছে। অন্যকে দেখে মসকরা করে হাসির পাত্র বানাতে নেই। তাহলে তুমিও একদিন কারো হাসির পাত্র হয়ে যাবে। মানুষের অবস্থা নিয়ে হাসি ঠাট্টা করা ঠিক না। তোমাকে নিয়েও এমন করলে কেমন লাগবে।
এইটাই বুঝলাম। এই ছড়া পড়ে।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
আরোহী আশা বলেছেন:
আহারে মামুন ভাই !
কেউ আপনার মতো নাই,
মজা পেল মজা আর আপনি
শিক্ষা পেলেন তাই।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২
খাঁজা বাবা বলেছেন: অসাধারন
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
আরোহী আশা বলেছেন:
খাঁজা বাবা নামটিও
অনেক অসাধারণ
এর চেয়ে বেশি কিন্তু
আছে বলা বারণ।
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১
খাঁজা বাবা বলেছেন: আবারো আসাধারন
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
আরোহী আশা বলেছেন:
বললেন আবার অসাধারণ
কি দেব এর জবাব?
উত্তর দিলে অন্তরে মোর
পড়তে পারে প্রভাব।
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
নজসু বলেছেন: খুব মজা পেলাম।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
আরোহী আশা বলেছেন:
মজা পেলেন বলে গেলেন
প্রিয় সুজন ভাই,
আরোহী আশা নামটি আমার
যেন কাছে পাই।
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটা দেখে যে কোন গোমড়ামুখো লোকও হেসে ফেলবে।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
আরোহী আশা বলেছেন:
এতো হাসি দেখেও যারা
ঘুমরা মুখে চায়,
তাদের দেখে আমার মুখে
কেবল হাসি পায়।
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
হাবিব বলেছেন: দারুন ছড়া...........।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
আরোহী আশা বলেছেন:
হাবিব স্যার বলে গেলেন
আমার দারুণ ছড়া,
সত্যি বলছি আপনার কিন্তু
চেহারা নজর কাড়া।
১১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
ফেনা বলেছেন: ভাল রম্য। শুভকামনা।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
আরোহী আশা বলেছেন:
রম্য ভালো কম্য ভালো
সাথে থাকবেন জানি,
আপনি গুরু আমি শিষ্য
সদা সেটাই মানি।
১২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
খাঁজা বাবা বলেছেন: একটু প্রভাব পরেই যদি
কি ক্ষতি আর তাতে
একটা নতুন ছড়াও হয়ত
এসে যেতে পারে
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
আরোহী আশা বলেছেন:
ছড়া ফুরালো জ্ঞান ফুরালো
ভান্ডারে নাই কিছু,
সব ছাড়িয়া আমি এখন
ধরলাম খাজার পিছু।
১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: ছড়া এবং ছবিটা একে অপরের পরিপূরক হয়েছে।
ছন্দে ছন্দে পাঠকদের মন্তব্যের উত্তরগুলোও দারুণ হয়েছে।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
আরোহী আশা বলেছেন:
মনের মতো কমেন্টস করলেন
কি দেবো ভাই বলেন,
সবাই মিলে সুখে দুঃখে
পাশে থাকি চলেন।
১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
রাকু হাসান বলেছেন:
সবার মত আমারো বেশ মজা লাগলো । খুব ভালো হয়েছে । মজার ব্যাপার হলো ব্লগে খুব ভালো ছড়াকার আছে এবং আসছে । ভালো দিক । শুভকামনা ।
০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
আরোহী আশা বলেছেন:
আহা এখানেও দেখি আছে
রাকু হাসান ভাই,
খুশিতে মন নাচে
আনন্দে লাফাই।
১৫| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: মজার ছড়া।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
আরোহী আশা বলেছেন:
মজার ছড়া মজা পেলেন
শুনে হলাম খুশি,
অনেক মজা পাই বলে তাই
একটু ব্লগে আসি।
১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:২০
Sujon Mahmud বলেছেন: কথায় কথায় কাব্য ছড়ান ,,,
আসেন এক কাফ চা খেয়ে যান।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
আরোহী আশা বলেছেন:
চা খাবো তার আলাপ পরে
আগে ছড়া শুনেন,
কফি দিলে খুশি আমি
যদি তাহা মানেন।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
Sujon Mahmud বলেছেন: চা খাইলে খান, কফি চালে আম্মারে দিয়া আনুম বলান
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
আরোহী আশা বলেছেন:
চা টা আমি খাইনা
কফি সেতো পাইনা,
একটা যদি ঠান্ডা কফি পাই
অমনি ধরে গাপুশ গুপুশ খাই।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: মজাদার ছড়া।