![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ঘটনা অবলম্বনে। আমার চাচার মুখে শোনা গল্পের কাব্যরূপ।
তীব্র শীতের রাতে-
পাঁচ বন্ধু বসেছিলাম
খড়ের আগুন তাতে!
দুষ্ট বুদ্ধি হঠাৎ করে মাথায় গেল খেলে,
বললাম- খাওয়াবো মিষ্টি
বটতলাতে গেলে।
বটতলাতে অনেক ভয় সন্ধ্যা রাতের বেলা,
সেথায় নাকি ভূতেরা সব
বসায় আসর মেলা।
ভয়ে ভয়ে একবন্ধু হয়ে গেলো রাজি,
একা একা সেথায় যাবে
ধরে ফেললো বাজি।
প্রমান স্বরূপ রেখে আসবে একটা খুঁটি গেড়ে,
সাহস করে সেথায় গেলো
জলদি পায়ে নেড়ে।
অনেক সাহস তবু বুঝি এইতো মরে যাই,
পেছন থেকে আবার নাকি
ভূতেরা এসে খায়!
নিচু হয়ে যেই গেড়েছে খুঁটি বটতলাতে,
আসতে যাবে তখন দেখে
চাঁদর টানে ভূতে।
ভীষন ভয়ে চাঁদর ফেলে এক দৌড়ে এসে,
মিষ্টি খাওয়ার লোভে এবার
জ্ঞান হারালো শেষে।
সকাল বেলা গিয়ে দেখি খুঁটির নিচে চাঁদর,
তাকেই নাকি ভূত ভেবে সে
ভীষণ ভয়ে কাঁতর।
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
আরোহী আশা বলেছেন: ভাইয়া ভয় পেলেন নাকি?
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
হাবিব বলেছেন: প্রায় ভয় পেয়েছিলাম.................
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
আরোহী আশা বলেছেন: তাই..........?
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
লীনা জািম্বল বলেছেন: ভয় নেই কার?--
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
আরোহী আশা বলেছেন: সবারই আছে..... আমার একটু বেশি
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
অব্যক্ত কাব্য বলেছেন: বাহ্!
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ ভাই..........
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
নীল আকাশ বলেছেন: ভয় পাইনি, আরও ভয় দেখাতে হবে। ছন্দে কবিতা যথেষ্ট ভালো হয়েছে। ভালো লাগা রেখে গেলাম!
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
আরোহী আশা বলেছেন: ঠিক আছে ভাইয়া.......... শীত আসুক আগে, ভয় দেখাবো
৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪
তারেক ফাহিম বলেছেন: চাদরটি সাদা বর্ণের ছিল?
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
আরোহী আশা বলেছেন: সবুজ রংয়ের ছিল.........
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
আরোগ্য বলেছেন: বাহ্ চমৎকার লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ .... আল্লাহ আপনার ভালো করুন
৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: ভীষন ভালো লাগলো।
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া...............
৯| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
Sujon Mahmud বলেছেন: কি ভূত অদ্ভূত
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
আরোহী আশা বলেছেন: হুম ভুত...................
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
নজসু বলেছেন: ওরে বাবা..............।