![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের আগে দিলাম কষ্ট পেটে
কি দিয়ে দেই তোমার প্রতিদান,
জন্মে দেখি আজো তোমার পিঠে
জীবন দিয়ে রাখবো তোমার মান।
আমি তোমার নাড়ি কাটা ধন
স্বর্গ তোমার পায়ের নিচে জানি,
তোমার সাথে রক্তেরও বাঁধন
সারা জনম চলবো তোমায় মানি।
তুমি আমার জন্মদাত্রী মা
কোন কিছুর সাথে তোমার হয়না উপমা।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
আরোহী আশা বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দিন। আমিন
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
সাত সাগরের মাঝি ২ বলেছেন: অসাধারন..........
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: তিন মাস ধরে মা আমার সাথে কথা বলে না।
আমিও বলি না।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
আরোহী আশা বলেছেন: এটা কি ঠিক হচ্ছে ভাই?
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
হাবিব বলেছেন: মা বড় ধন....................
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
শাহারিয়ার ইমন বলেছেন: মাকে নিয়ে লেখা ভাল লাগল ++
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
আরোহী আশা বলেছেন: কবিতায় প্লাসে আপ্লুত হলাম।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা দেখে শিউরে উঠলাম।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা প্রিয় আপুকে।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
আরোহী আশা বলেছেন:
আমিও শিউরে উঠেছিলাম। ভালো লেগেছে যেনে ভালো লাগছে।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে ।
ছবিটা বেদনা দায়ক,
মাদেরকে সন্তানের নিরাপত্তার কথা ভাবতে হয়
একটি ইট দুর্ঘটনাক্রমে খসে পড়লে কি অবস্থা হবে !!!
এ দায় কার , সমাজের হলেও নীজের দায় ভাগ এড়াবে কি করে,
যাই হোক সমাজকে সচেতন হতে হবে যেন সন্তানকে পিঠে নিয়ে
কাওকে এমনতর ঝুকিপুর্ণ কাজ না করতে হয় । ছবিতে দেখা যাওয়া
মাকে খুবই কম বয়সি বলেই দেখা যায় , এ বয়সে মা হওয়াটই ঝুকিপুর্ণ ।
এ বয়সে তার স্কুলে থাকার কথা , অভাবের তাড়নায় হয়ত কম বয়সেই
তার বিয়ে ও মা হতে হয়েছে । এ অবস্থায় সমাজের সকলকে এগিয়ে
আসতে হবে দেশের অার্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ।
এ ধরনের নিপিড়নের বিপক্ষে একদিকে গড়তে হবে বাধার প্রাচীর
অন্যদিকে গঠনমুখী উদ্যোগ নিতে হবে সমন্বিতভাবে ।
আর্থ -সামাজিক অবস্থার উন্নয়নে সকলকে সন্নিলিত প্রয়াস নিতে হবে ।
মনে রাখতে হবে নীজকে বাদ দিয়ে সমাজ নয় , তাই সমাজের ইতিবাচক
পরিবর্তনে নীজকেই এগিয়ে আসতে হবে সর্বাজ্ঞে , আর সেখানে একজন
মায়ের ভুমিকাও রয়েছে অনেক , কারণ এখান হতেই অংকোরদগম হয়
সকল প্রকার ভাল কাজের ।
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
আরোহী আশা বলেছেন:
একদম ঠিক বলেছেন ভাইয়া। আসলে আমরা যতোই বলি নারী অধিকার নাড়ি অধিকার তা অনেকাংশেই কাগজেই থেকে যায়।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭
আরোহী আশা বলেছেন:
জাযাকাল্লাহ সনেট কবি।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
Sujon Mahmud বলেছেন: সুন্দর
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ নিবেন!
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
মা কে নিয়ে দারুন কবিতা ।
++++
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ গ্রেট ভাইয়া
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
প্রামানিক বলেছেন: অসাধারণ।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
আরোহী আশা বলেছেন: অসংখ্য অভিবাদন আপনাকে
১২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
নজসু বলেছেন:
বাবাকে নিয়ে লেখার পর
পৃথিবীর সেরা উপহার মা নিয়ে লিখলেন।
আপনাকে সালাম জানাই।
ছবি আর কবিতা দুটোই হৃদয়কে নাড়া দিল।
ভালো থাকবেন।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আরোহী আশা বলেছেন: প্রিয় সুজন ভাই অনেক দিন পরে এলাম ব্লগে, আশা করি ভালো আছেন..........সালাম নিবেন। নতুন লেখা
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
শাহিন-৯৯ বলেছেন:
রাসুল (সঃ) এই জন্য বলেছেন- মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।