নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

আবার কি হবে দেখা!

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০


ছবি:গুগল থেকে...

আসবে না এই পথে?
পথ ভুলে?
সুখস্মৃতিগুলো ধূসর হলে!
পুরোনো মনের বারান্দায়?

তুলে রেখো অযত্নে আমায়....
লিখা শেষ করা পুরনো খাতার ভাঁজে
আমি জমে থাকা খুব ধূলি হবো
অযত্নে রাখা সে খাতার মাঝে!
তোমাকে জড়াবো না মায়ায়...

তোমার পথের প্রান্তরে প্রান্তরে
আজ অন্য কারো ছবি।
আমাকে ভুলে তুমি অন্য কারো ছায়া
হয়েছো অন্য কারো কারো মায়া
আর আমি কবি!
আমাকে মলিন করে,
কার বুকে সুখনদী হলে?

মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

আরোহী আশা বলেছেন:





অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল.......
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো.........
প্রথম মন্তব্যকারী হিসেবে পিঠা পুলির দাওয়াত রইলো.....

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
আপনার এই কবিতা পড়ে আমার খুব প্রিয় একটা কবিতার কিছু লাইন মনে পড়ল.........।
ব্যর্থ পুরুষরা কবি হয়ে আকাশের বুকে কবিতা লেখে,
হয়তো রাতে বালতি দিয়ে জোছনা ধরে, কিংবা
বিছানার চাদর দিয়ে অব্যক্ত স্বপ্ন গুলিকে বাধে।
দিবা স্বপ্নে বিভোর কবি ছন্দপতন হয় গদ্যে,
ছেড়া মশারি বেধে রাখতে পারে না সুপ্ত কামনা
নির্ঘুম রাত কাটে নিষ্পাপ প্রেমের অসহ্য ভালোবাসায়।

কবিতাটা ভালো লেগেছে। চমৎকার অনুভুতির বহি:প্রকাশ। বিরহ কবিদের লেখার প্রেরণার উৎস!
ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

আরোহী আশা বলেছেন:





নীলাকাশ ভাইয়া.....
আপনার মন্তব্যে আমি ভীষণ আপ্লুত........
চমৎকার কিছু লাইন উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা অফুরান.....

উচ্ছ্বসিত মন্তব্যে আবারো ভালো লাগা জানিয়ে গেলাম

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে......

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

নতুন-আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

আরোহী আশা বলেছেন: একদম ঠিক বলেছেন রাজীব ভাই

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতা...
কে কার কে জানে 8-|

কবিতা ভালো হয়েছে :)

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

আরোহী আশা বলেছেন:





ঠিক তাই ........

কেউ জানেনা কে কার.......
তাইতো এতো কাড়াকাড়ি.......... :|
থ্যাঙ্কু ভাইয়া.........

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু.........
আপনার আগমনে আনন্দিত হলাম

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল আপনার কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮

আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট আপনাকে.........

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: হবে। হতে ই হবে। !:#P

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০

আরোহী আশা বলেছেন:





আমাদের দাবী আমাদের দাবী
মানতে হবে মানতে হবে.......,, :P

ধন্যবাদ সেলিম ভাই আপনার আগমন এবং মন্তব্যের জন্য.....

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্য দুইবার হয়েছে গেছে প্লিজ মুছে দিন

আমি আবার মন্তব্য করবো

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

আরোহী আশা বলেছেন: ঠিক আছে আপু মুছে দিয়েছি.........

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝলাম না একবার পেস্ট করলে দুইবার হয় ক্যারে :(

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

আরোহী আশা বলেছেন: ছবি আপু, আপনার চেষ্টা সফল হলো.......

এতো সুন্দর কবিতা আলাদা করে পোস্ট দেয়া যায় কিনা ভেবে দেখার অনুরোধ করবো.......

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: =================
©কাজী ফাতেমা ছবি
=মোহ ভুলে যাও=
আসবে না ফিরে আর, পথ ভুলে কভু
স্মৃতিগুলো রেখে দিয়ো, মনে তুমি তবু,
রেখে দিয়ো নামখানা, মন ভাঁজে ভাঁজে
মনে হলে খুলে দেখো, প্রাতে আর সাঁঝে।
ধুলি হবো বালি হবো, হবো সুখ স্মৃতি
স্মৃতিরা যেনো না হয়, মনে ব্যথা ভীতি,
মায়ায় জড়িয়ে রেখো, স্মৃতিগুলো শুধু
আমায় জড়িয়ো না মনে, মন মরু ধূঁধু।

মোহমায়া দূরে ঠেলে, এগিয়ো গো পথ
তুমি আমি উঠে যাবো, এসে গেলে রথ,
শেষরথে উঠে যাবো, ফুরালে সে আয়ূ,
পাবো না টানতে আর, নি:শ্বাসের বায়ূ।
তবে কেনো হা হুতাশ, অপূর্ণতা থাক্
অনুভবে প্রেম পুড়ে, হোক ছাই খাক্।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

আরোহী আশা বলেছেন:





এতো ভালোবাসা আর এতো মাখামাখি
এতো আদর মায়া ছেড়ে কেমনে ভুলে থাকি?
স্মৃতিগুলো মনে হলে হৃদয়ের বাঁকে বাঁকে
খুলে দেখে ভরেনা মন শুধু আমি চাই তাকে!
কি করে দূরে ঠেলি মোহমায়া?
আঁধার আলোর পরশে যেই জাগে গুল্ম লতা
সেখানেও ভাবি আমি শুধু তার কথা......
কেমনে ভুলি বলো ঐ মোহ. কায়া????


ছবি আপু, অসাধারণ কবিতা লিখেছেন তা বরার অপেক্ষা রাখে না......
আমার কবিতার পারফেক্ট জবাব.......
এতো সুন্দর কবিতা কি মন্তব্যে বেধে রাখা ঠিক হবে?

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সে যে ভুলে গেল
সে কি তার অপরাধ
তবু তারে পেতে মন জাগে সাধ
.......................................।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

আরোহী আশা বলেছেন:




কেন এতো আবেগ আর আকুলতা ভরা
তাকে ছাড়া মনে কেন লাগে এতো খরা?

মাঈদুল ভাই আপনার সুন্দর মন্তব্যে আমি আনন্দিত.........

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:
____সম্পর্কের খরা লেগেছে দেখতেছি___ =p~ _____ দিনান্তে কবিরা তার প্রিয় কে হারায় কেন ___????____


কবিতায় +++

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

আরোহী আশা বলেছেন:





সম্পর্কের খরা নয়.......
সম্পর্কের মাঝেই আছি.....
প্রিয়কে আরো কাছে পাবার আকুলতা......
সাড়া জীবনের জন্য...

আপনার মন্তব্যে অনুপ্রাণিত.......

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরোহি ভাই,
তেলাপোকা রোমেন ভাই অনেস্ট রিভিউ দিয়েছেন আমার ব্লগে
বলেছেন-আমার লেখা ফালতু টাইপ
এই কয়দিন মন খারাপ ছিল
ভাবছি আর লেখা পোস্ট দিতাম না :(

আপনি বলাতে সাহস পাইছি
জাজাকাল্লাহ খাইরান

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

আরোহী আশা বলেছেন:




সত্যি বলছি আপনি অনেক সুন্দর হয়েছে......
আপনার অন্য কবিতাগুলোও আমি পড়েছি,.........
আমার কাছে খুুব খুব ভালো লাগে.....

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার অভিব্যক্তি! কবিতায় মুগ্ধতা।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

আরোহী আশা বলেছেন: পদাতিক ভাইয়া আপনার চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম........

আপনার জন্যও শুভ কামনা

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

বলেছেন: বিরহব্যাথা নিয়ে দারুণ কাব্য --


কার বুকে সুখ নদী হলে!!!! -- এক নিদারুণ আকুতি ---


ভালোবাসার বৃষ্টি পড়ুক এই কামনায়।


কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

আরোহী আশা বলেছেন: কবিপুরুষ, গল্পের জাদুকর লতিফ ভাইয়া.......

আপনার দারুণ মন্তব্যে আপ্লুত হলাম....
ভালো থাকবেন সতত

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

রোকন_হারুন বলেছেন: এমন করে লেখার জন্য আমি হাজারবার দুঃখ পেতে রাজি।
তবুও লিখতে চাই আমি।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯

আরোহী আশা বলেছেন: হা হা হা.........
কেউ কি ইচ্ছা করে দু:খ পেতে চায়?

আপনার ইচ্ছা থাকলে আপনি এমনিতেই পারবেন........

আপনার জন্য শুভকামনা রইলো

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

তারেক ফাহিম বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা।

নতুন খাতার চেয়ে পুরাতন খাতার কদর বেশি B-)

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

আরোহী আশা বলেছেন: মুগ্ধতায় আপ্লুত তারেক ফাহিম ভাই.........

জ্বি, নতুন খাতার চেয়ে পুরাতন খাতার কদর বেশি

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

জাহিদ অনিক বলেছেন: শেষ ৩ লাইন খুব সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

আরোহী আশা বলেছেন: কবিদের ভালো লাগা মানেই প্রেরণা ..........

ধন্যবাদ জাহিদ ভাই.....

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

ফয়সাল রকি বলেছেন: আহা বিরহ!
+++

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

আরোহী আশা বলেছেন:




বিরহ ব্যাথায় নদী বয়ে যায়........
বসে থাকি তবু তার আগমনের আশায়!

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

মৃবৃটপৃকমজতজসিৃ বলেছেন: এই আশ্চর্যজনক পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা বজায় Yamaha MT 15 Price in nepal.

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

আরোহী আশা বলেছেন: আপনার নাম আমি উচ্চারণ করতে পারিনি, তবুও ধন্যবাদ..........

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

শিখা রহমান বলেছেন: বিরহ আর অভিমানের কাব্য ভালো লেগেছে। "আমাকে মলিন করে, কার বুকে সুখনদী হলে?" লাইনটা খুবই ভালো লাগলো।

শুভকামনা কবি আর কবিতায় একরাশ ভালোলাগা। ভালো থাকুন কবিতায় আর ভালোবাসায়।

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

আরোহী আশা বলেছেন:




ধন্যবাদ শিখা আপু, কবিদের ভালোলাগা মানেই নতুন অনুভূতি, আবেগে আপ্লুত আমি........

আপনার আগমন শুভ হোক .........

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

নজসু বলেছেন:



ছোট্ট সুন্দর পৃথিবীতে একদিন না একদিন দেখা হবেই।
কবিতায় ভালো লাগা।


অটঃ দয়া করে কারও চাকরি খাবেন না বোন। :-B

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

আরোহী আশা বলেছেন:





এতো দেড়ি করে এলে আপনারই তো চাকরি থাকবে না........ X((
ও হ্যাঁ, আপনি তো চাকরিই পান নাই..... B-) B-)

২৫| ১৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৭

মৃবৃটপৃকমজতজসিৃ বলেছেন: Keep it up.
[url=http://flowerpng.com]flower png[/url]

২৬| ১৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

মৃবৃটপৃকমজতজসিৃ বলেছেন: [link=http://flowerpng.com] flower png [/link]

২৭| ১৯ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

মৃবৃটপৃকমজতজসিৃ বলেছেন: flower png

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.