![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি ক্রেডিট: মুখবই (ফেসবুক)
ছবি দেখে হাসবে তুমি বের করে সব দাঁত
মেয়ের কোলে ছেলে দেখি সাত সকালে রাত!
কোন জামানায় এলাম এখন গনেশ দেখি উল্টা চলে
বরের কোলে বউ দেখিনা বরকে দেখি বউয়ের কোলে!
এই না হলে সমান আইন মেয়েরা সব পারে দেখি
কন্যা পারে ভাত রাঁধিতে ভানতে পারে কাঠের ঢেঁকি!
কে কাকে আজ করলো বিয়ে কে খাওয়াবে কামাই করে?
বউ কি যাবে শ্বশুর বাড়ি নাকি রে বর বউয়ের ঘরে?
এইটা নিয়ে হাসবে তুমি নাকি তুমি ঘরে গিয়ে
এমন বউকে আনবে তুলে যে রাখবে কোলে নিয়ে?
কপাল যদি খুলে তোমার ভাগ্যগুণে তুমিও পাবে
যে তোমাকে কোলে নিবে সময় হলে ভাত রাঁধিবে!
বেশি খুশি হলে কিন্তু লুঙ্গিখানা খুলে যাবে
লুঙ্গিখানা খুলে গেলে তুমি কি আজ শরম পাবে?
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
আরোহী আশা বলেছেন: বলেন কি........
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা লু খু গে
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
আরোহী আশা বলেছেন: টাইট করে গিট্টু দেন.......
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: এতো বয়েসি শিশু মা কোলে না নেয়াটাই শোভনীয়।।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
আরোহী আশা বলেছেন: বাগ্যিস আর কিছু আবদার করে নাই
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০
মাহমুদুর রহমান বলেছেন: যে মন্তব্য করতে চেয়েছিলাম সেলিম ভাই তা আগেই বলে দিয়েছে।
হা হা হা ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
আরোহী আশা বলেছেন: হা হা হা
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
লুঙ্গি খুলে গেলে লজ্জায় লাল হবে।
+++
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
আরোহী আশা বলেছেন: যার গায়ের রং কালো সে কেমন হবে
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
বাংলার মেলা বলেছেন: এগুলা তো খুব স্বাভাবিক ঘটনা
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
আরোহী আশা বলেছেন: তাইতো দেখা যাচ্ছে
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: ফানি।
ভেরি ফানি।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
আরোহী আশা বলেছেন: হা হা হা
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
নতুন-আলো বলেছেন: মজাদার কাব্য
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
আর. এন. রাজু বলেছেন: হাহা বড়োই হাইস্যকর ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
আরোহী আশা বলেছেন: হা হা হা..।তাই? ?
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
নতুন-আলো বলেছেন: ভাগ্যিস প্যান্ট পরা ছিলো..।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
আরোহী আশা বলেছেন: লুংগি থাকলেও সমস্যা হতো না
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
শেখ মফিজ বলেছেন: ভেরি ফানি।
১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
আরোহী আশা বলেছেন: হা হা হা..। অনেক ধন্যবাদ
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
ল বলেছেন: হা হা হা --- গণেশ উল্টো ---+++++
মজা পেলাম!! সমাজের কালো দিক গুলো তুলে ধরেছেন।
লুঙ্গি ড্রানস হপে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২১
আরোহী আশা বলেছেন:
লতিফ ভাইয়া, শুভ সকাল
হয়ে যাক তাই তবে.......
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০
ইসিয়াক বলেছেন: মজার কাব্য।ভালো লাগলো
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪
আরোহী আশা বলেছেন: থ্যাঙ্কু
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩
নীল আকাশ বলেছেন: আরোহী আশা,
সাত সকাল বেলা পড়ে বেশ ভালোই মজা পেলাম। আজকাল তো বেশ দারুন দারুন মজাদার রম্য লেখা দিচ্ছেন.....।
ভালো থাকুন, সব সময়।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭
আরোহী আশা বলেছেন:
সর্বক্ষণের সহযোগী ভাই নীলাকাশ,
আপনার এমন মন্তব্যে আমার অনেক অনেক ভালো লাগলো।
উৎসাহ পেলাম খুব। শুভ সকাল অনেকগুলো।
সাথেই থাকবেন আশা করি।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হো হো হো ঠিকই কিন্তু সত্যি হাসছি, তবে দাঁত বের করিনাই। আসলে হাসি পাওয়ার মতই একটা ছবি দিয়েছেন, জামানা আসলেই উল্টো দিকে চলতে শুরু করেছে! ভাগ্যিস আমি এই জামানার আগের জামানায় পড়ে গেছি, নয়তো ....
আপনার ছড়া কবিতার কথামালা সাজিয়েছেন চমৎকার, ভালো লিখেছেন।
শুভ হোক জামাইয়ের পরের বাড়ি সময়গুলো
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১
আরোহী আশা বলেছেন:
হাহাহা......
জ্বি ভাই ঠিক বলেছেন। তবে শুভ হবে না।
ফিটার খেয়েখেয়ে সময়গুলো পার করে দিতে হবে..
১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
ছবি দেখে আর লেখা পড়ে কিছুক্ষণ হাসতেই হল।
২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
আরোহী আশা বলেছেন:
হা হা হা .......
তাই বুঝি???
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপুনি
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
হাবিব বলেছেন:
সাত সকালে এতো হাসি দেখাই কারে
তাইতো এখন তোমায় পেতে ইচ্ছে করে!