![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি সূত্র: গুগল.....
১) জীবনের ভার আর সহেনা! ছবিটি দ্বারা কি বুঝানো হয়েছে কেউ কি বলতে পারবেন? "মাঝে মাঝে নিজের মাথাটাও নিজের কাছে বুঝা মনে হয়" এমনটাই কি বুঝানো হয়েছে? কেমন অদ্ভুত ছবি! যা বুঝানো হোক আমার কাছে ছবিটি ভালো লাগলো তাই দিলাম। ভালো লাগে কেন বললাম? বলতে হবে ভাল্লাগে, ঠেলায়.......
২) মানবিক দেয়াল। ছবিটি মৌলভীবাজারের একটি এলাকার।
৩) অস্থির ক্রিয়েটিভিটি
৪) মা, তুমি আমাকে বুকে কেন নাও না?
৫) সব বাবারাই কি এমন হয়?
৬) নীতিকথায় কি দিন চলে?
৭) তাল মিলাতে গিয়ে নিজের তলায় থাকবে না!
৮) মায়েদের অপেক্ষার প্রহর শেষ হয় না!
৯) ঘর আলোকিত করার জন্য এমন গিন্নিই যথেষ্ঠ......
১০) সমালোচনা সবারটা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
১১) চোরের মন পুলিশ পুলিশ।
১২) কথাটা কি আসলেই ঠিক?
১৩) তারপরও কত বিরহ প্রলাপ.......
১৪) আরএদের কাছ থেকে কি কিছু শেখার আছে?
১৫) কে শুনে কার কথা, রাগ উঠলে মার গুতা......
১৬) হয়তো কথাগুলো ঠিক...
১৭) এতে কি রাগ বাড়বে না কমবে?
১৮) আসলেই চিন্তা করার মতো......
১৯) এখন বুঝো ঠ্যালা......
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮
আরোহী আশা বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম.......
প্রথম মন্তব্যের জন্য এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা........
আপনার, আপনাদের ভালোলাগা প্রেরণার উৎস........
কিছু ছবি আসলেই মন খারাপ করে দেয়!
২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
ব্লগ মাস্টার বলেছেন: গুড পোস্ট।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭
আরোহী আশা বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করুন মাস্টার মশাই..........
৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
আমি মুক্তা বলেছেন: প্রথম ব্লগ আইডি ওপেন করে প্রথম আপনার পোষ্টটিই পড়লাম আর প্রথম কমেন্টটিও করলাম। বেশ ভালই লাগল আপনার লাল গোলাপ শুভেচ্ছা পেয়ে, আপনার জন্যও একরাশ প্রীতি ও শুভেচ্ছা অবশ্যই!
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২
আরোহী আশা বলেছেন: আপনার পুন:রায় আগমনে আমি আপ্লুত । আপনার ব্লাগ যাত্রা শুভ হোক
৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: 4 নং ছবিটি চোখে জল আসার মত।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
আরোহী আশা বলেছেন: আসলেই তাই..........
যার মা নাই সেই বুঝে ব্যাথা...........
৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
আরোগ্য বলেছেন: খুব ভাল লাগলো।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য
৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
হাসান রাজু বলেছেন: চারে ঝাঁকি খেলাম। বাকিগুলোয় ভালো লাগা, ছানাবড়া, বিষম কিংবা আহা !
২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
আরোহী আশা বলেছেন:
যার অন্তরে মায়ের প্রতি ভালোবাসা আছে সে ঝাঁকি খাবেই ...........
বুঝলাম আপনার অন্তরেও মায়ের প্রতে অগাধ ভালোবাসা.......
ভালোলাগা আপ্লুত, ছানাবড়ায় ছনা বড়া খাবার দাওয়াত আর আহা..........
এখানে কি বলবো খুঁজে পাচ্ছি না,,,,,,,
কিন্তু ১ নম্বর নিয়ে আপনার মন্তব্য কি ছানাবড়া নাকি আহা??
৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
নতুন-আলো বলেছেন: ছবিগুলোতে ভালোলাগা রেখে গেলাম..........
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
আরোহী আশা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন আলো
৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন: এক, তিন, সাত আর আট নং ছবিগুলো ভালোলাগলো অনেক আরোহী আশা । এমন ছবি আরো শেয়ার করবেন ভবিষ্যতে । এক আর তিন নম্বরটি বেশ ক্রিয়েটিভ
+
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২
আরোহী আশা বলেছেন: প্রিয় জুন আপু, আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে আমাও ভালো লাগলো। ছবি ব্লগ দেয়ার আগ্রহ বেড়ে গেল কয়েকগুণ। শুভ রাত্রি জানবেন প্রিয় আপু....
৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত এক পাঁচ মিশেলী অনুভবে মন ছেয়ে গেল
কখনো খুশী তো কখনো বিষাদ
কখনো হাসি তো কখনো ভাবনা
অনেক অনেক ভাল লাগলো
কেন?
এই মনে করে খুশিতে, ঠ্যালায়, দেখতে, ভাল্লাগে
+++++++
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
আরোহী আশা বলেছেন: প্রিয় ভৃগু দাদা.....
আপনার এমন মন উজাড় করা মন্তব্যে আমি যে ভীষণ খুশি.......
মানব জীবনটাই যে এমন......
কখনো মেঘ কখনো বৃষ্টি
কখনো মান বা প্রেমের সৃষ্টি..!
আসলেই, এই মনে করেন ভালো থাকি খুশিতে, ঠ্যালায় ভাল্লাগে তাই। আপনিও ঠ্যালায় ভালো থাকবেন ভাই ...
১০| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: চুন্দর পুস্ত
সাস্টের ছাত্রী নাকি
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
আরোহী আশা বলেছেন:
হাচা কইছুন নি???
ভালা পাইছুন দেইকা আমালও ভালা লাগলো গো........
না আকু ভাই, আমি সাস্টেল না..
১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সবগুলো ছবিই সুন্দর......+++
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
আরোহী আশা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ রাত্রি
১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: তাইলে কুতাকার
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
আরোহী আশা বলেছেন: ন্যাতনালেল............
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই..........
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
তারেক ফাহিম বলেছেন: একেক ছবিতে হাসলাম, অন্যটাতে ভাবনা
মনখারাপ করার মত ছবিও আছে দেখি।
একের ভিতর তিন সুখ, দুঃখ আর ভাবনা
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯
আরোহী আশা বলেছেন: তারেক ভাই! আমাদের জীবনটাই তো এমন। কিছু ঘটনা ভাবায়, কিছু আমাদের প্রেরণা যোগায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
প্রামানিক বলেছেন: মজার সাথে দামি কথাও আছে। ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯
আরোহী আশা বলেছেন: আপনার এমন মন্তব্যে খুবই আনন্দ পেলাম। শুভ সকাল
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫
ল বলেছেন: ৫ নাং ছবিটা ইতিহাস!!
ভালোলাগা +++
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১
আরোহী আশা বলেছেন: আপনার ভালো লাগায় প্রেরণা পেলাম খুব। আপনার জন্য শুভসকাল রইলো
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
কালীদাস বলেছেন: ১আর১১ভাল্লাগ্ছে!
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২
আরোহী আশা বলেছেন: আসলেই ছবি দুইটা মজার। তবে ১ নং আমার কাছে অদ্ভুত লাগছে।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
মনিরা সুলতানা বলেছেন: অনেকগুলো ই পছন্দ হইছে ;
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৩
আরোহী আশা বলেছেন: মুনিরাআপু, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। শুভ সকাল জানবেন
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: আরোহী আশা,
সবক'টিই মনে দাগ কাটার মতো এবং ভেবে দেখার মতোও।
৪ নম্বরের আবেদনটি সবচেয়ে বেদনাত্মক।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪
আরোহী আশা বলেছেন: জীএস ভাইয়া, আপনার এমন আবেগঘন মন্তব্যও আমার মন ছুঁয়ে গেল।
অনেক ধন্যবাদ জানবেন
২০| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২১
পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ মন ছোঁয়ানোর পোস্ট। ++
শুভকামনা রইল।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
আরোহী আশা বলেছেন: এমন হৃদয় ছোঁয়া মন্তব্যের জন্য ধন্যবাদ পদাতিক দাদা........
২১| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মন ছুঁয়ে গেল।
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
আরোহী আশা বলেছেন: আপনাদের ভালো লাগা আমার প্রেরণার উৎস। শুভ রাত্রি জানবেন
২২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০১
আখেনাটেন বলেছেন: চমৎকার কিছু ছবি ও কথা।
অ্যারিস্টলের কথাটা বেশ লাগল। ঠিকই তো, কিছু ব্যতিক্রম বাদে প্রয়োজন ফুরোলে আমরা কেউ কারো নই।
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
আরোহী আশা বলেছেন: প্রিয় আখেনাটেন, আপনার এমন ব্যতিক্রমি মন্তব্যে আপ্লুত না হয়ে পারলাম না।
আপনার জন্য একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভালা পাইলাম- কয়টা নীতি কথা ফেবু দিলাম- কুছু মনে করুইনা যে-
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
আরোহী আশা বলেছেন: কিতা কইছুন! আফনার ভালা পাওনে আমারও যে বাক্কা খুশি লাগের। দেনছে দেহি, তাই কিতা অইবো, কিছুই মনত করতাম নাই
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
শিখা রহমান বলেছেন: বাহ!! চমৎকার কিছু ছবি ও তার সাথে সুন্দর ক্যাপশন। ছবিব্লগ ভালো লেগেছে।
১, ৪ ও ৫ নম্বর ছবি তিনটা সবচেয়ে ভালো লাগলো।
শুভকামনা আরোহী!!
২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
আরোহী আশা বলেছেন: শিখা আপু, আপনার এমন মনোযোগ আমাকে দারুণ ভাবে আন্দোলিত করলো। আপনার শুভকামনা আমাকে প্রেরণা যোগালো।
সতত ভালো থাকবেন প্রিয় আপু!!
২৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
শেখ মফিজ বলেছেন: কষ্ট করেছেন বোঝা যায় ।
ছবিব্লগ ভালো লেগেছে।
ধন্যবাদ ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০
আরোহী আশা বলেছেন: জ্বি মফিজ ভাইয়া, ঠিক বলছেন। কিছুটা কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের সবার এমন সুন্দর মন্তব্য সেই কষ্ট যে ভুলিয়ে দিলো
২৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
মোঃআনারুল ইসলাম বলেছেন: প্রতি কালেকশন দারুণ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ আনারুল ইসলাম। প্রেরণা পেলাম খুব। শুভ রাত্রি
২৭| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পিলাচ সহ প্রিয়তে
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ; ভাইয়ু/আপু...........
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
আমি মুক্তা বলেছেন: জটিল! অদ্ভুত ভালোলাগায় ছেয়ে গেলে হৃদয়ের সব প্রকোষ্ট। কিছু কিছু ছবি দেখে ব্যথিত আমি মনে অনেক কষ্ট!