![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১) বৃহস্পতিবারে অফিসে ওঠেই আবুল তার স্ত্রীকে একটা SMS করলো,
" আগামীকাল জুমার নামাজ পড়তে হবে। আমার পান্জাবি পায়জামা ধৌত করে, ইস্ত্রী করে রেখো।"
৫/৬ মিনিট পরে আবুল তার স্ত্রী কে আবার একটা SMS করলো,
" দুপুরে আমার দুইজন বন্ধু আমার সাথে বাসায় খাওয়া দাওয়া করবে, টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের ভাজি, গরুর মাংস, ডাল আর একটু পায়েস রান্না করে রেখো।"
আরও ৫/৬ মিনিট পরে আবুল তার স্ত্রীকে ৩য় SMS করলো,
" এই শোন, অফিস থেকে আজ বোনাসের এক লক্ষ টাকা পাব। ভাবছি তোমি গত সপ্তাহে আমার সাথে মার্কেটে এসে যে গয়না সেট পছন্দ করেছিলে তা আজ কিনে ফেলবো। কি খুশি তো?"
এবার আবুলের বউ সঙ্গে সঙ্গে ফিরতি SMS করলো,
"ওমা! সত্যি তাই?"
আবুল ফিরতি SMS দিল,
"না, মিথ্যা কথা, আমি পরীক্ষা করছিলাম, আমার প্রথম দুইটা SMS পাইছো কিনা।
এখন নিশ্চিত হলাম।" .....
(২) এক জাদরেল অফিসারের সুন্দুরী স্ত্রীর স্বভাব চরিত্র তেমন ভাল ছিল না। কয়েকটা পুরুষের সাথে তার সম্পর্ক চলছিল।
একদিন বাবুল এসে তার বন্ধু আবুলকে বলছে, দুস্ত শুনেছ কি? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে!
আবুল বলল, কি সাংঘাতিক ঘটনা?
বাবুল বলল, আমাদের মহল্লার যে জাদরেল অফিসার ছিল, সে গত রাত্রে বাসায় ফিরে দেখে, ওনার স্ত্রী অন্য একজন পুরুষের সাথে অন্তরঙ্গ মুহুর্তে আছে। এটা দেখে রাগে, দু:খে, অপমানে অফিসার নিজের পিস্তল দিয়ে প্রথমে ঐ লোকটাকে ও নিজের স্ত্রীকে গুলি করে মেরে ফেলে,তারপর নিজের মাথায় নিজেই গুলি করে নিজেকে শেষ করে দিয়েছে। ঘটনাটি কি সাংঘাতিক তাই না?
আবুল বলল, ঘটনাটা আরও সাংঘাতিক হইতে পারতো!
বাবুল আশ্চার্য হয়ে বলল, এক সাথে তিন তিনটা মার্ডার হয়ে গেল তারপরেও তুমি বলছ ঘটনা এর চাইতেও সাংঘাতিক হতে পারতো। দুস্ত বুজলাম না বিষয়টা?
আবুল বলল, ঘটনাটা যদি গত রাত্রে না ঘটে আজকে রাত্রে ঘটতো, তাহলে ঐ অফিসারের স্ত্রীর সাথে আমার থাকার কথা ছিল। তাহলে তো গুলি খেয়ে আমাকেই........., কি সাংঘাতিক রে বাবা!
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
আরোহী আশা বলেছেন: যাক, তবুও কৃতজ্ঞতা! আপনার চোখের অবস্থা আশা করি ভালো !
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
ঝিগাতলা বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
আরোহী আশা বলেছেন: ...
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাছা কইছুন হাসা লাগবো
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
আরোহী আশা বলেছেন: না থাক, হাইসেন না।...
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: মজা পেলাম
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
আরোহী আশা বলেছেন: ধন্যবাদ,
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
হাবিব বলেছেন: হাসবো না.....
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
আরোহী আশা বলেছেন: ওকে, ঠিক আছে....
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
সনেট কবি বলেছেন: মজা পেলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
আরোগ্য বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
আরোহী আশা বলেছেন: আচ্ছা ঠিক আছে, হাসুন,.....
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
নতুন-আলো বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
আরোহী আশা বলেছেন:
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: মজা পাইলাম খুব।
২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ মাঝি ভাই
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
আরোহী আশা বলেছেন:
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: দুটাই আগে পড়া। নতুন কিছু থাকলে দেন।
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
আরোহী আশা বলেছেন: ওকে ঠিক আছে দেব। আরেকদিন
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: পুরান মাল....
তবে অচল না
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
আরোহী আশা বলেছেন: হা হা হা........
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
নজসু বলেছেন:
আবুলের ভাগ্য ভালো।
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
আরোহী আশা বলেছেন: আ হা হা........
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
মুক্তা নীল বলেছেন: প্রথমটি আগে শুনেছিলাম আর আবুলের টা আজ শুনছি। হাসি তো পাচ্ছে। আমি এমনিতেই বেশী হাসি। বোনরে,হাসছি... ...
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮
আরোহী আশা বলেছেন:
অনেক ধন্যবাদ মুক্তানীল, আপনার হাসি আসছে জেনে আমারও হাসি পাচ্ছে।
আমি এমনিতেই বেশী হাসি।
আপনার কথাশুনে আমারও হাসি পাচ্ছে..
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
ল বলেছেন: হাসলাম কিন্ত।
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০
আরোহী আশা বলেছেন:
হাসেন, হাসেন ভাইজান.......
তয় দাঁত যেন দেখা না যায়......
এইভাবে....
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
নতুন নকিব বলেছেন:
সুন্দর।
শুভকামনা।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ নকীব ভাইয়া
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
প্রতমটা আগে শুনেছি; তবে কৌতুকটির লজিক আছে। আর দ্বিতীয়টা তো সাংঘাতিক!!
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫
আরোহী আশা বলেছেন: কাউসার ভাই, আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। সতত ভালো থাকুন
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১২
জনৈক অচম ভুত বলেছেন: আবুলের মাথায় এত বুদ্ধি, তারপরেও তার নাম আবুল কেন?
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
আরোহী আশা বলেছেন: কারন আবুল পরকিয়া করে, তাই তো নাম আবুল!
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
তারেক ফাহিম বলেছেন: কি সাংঘাতিক
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
আরোহী আশা বলেছেন: সত্যিই খুব সাংঘাতিক! ভালো আছেন ফাহিম ভাই?
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
আমি মুক্তা বলেছেন: পড়লাম, ভালো লাগলো, কিন্তু কই হাসি তো এল না!
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮
আরোহী আশা বলেছেন: ইশরে, এবারের মতো ছেড়ে দিন। আরেকদিন হাসবেন মুক্তা
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০
নীল আকাশ বলেছেন: আজকাল কৌতুক লেখা শুরু করে দিলেন দেখি!
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
আরোহী আশা বলেছেন: কবিতার যে শত্রু তাতে কবিতা লিখতে ভয়ই করে। কখন আবার গালাগালি শুনতে হয়। তবে সবার রক্তচক্ষু উপেক্ষা করে অচিরেই কবিতা লিখবো ভাবছি। নীল আকাশ ভাই, আশা করি ভালো আছেন।
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০
নীল আকাশ বলেছেন: আরে ধুর বাদ দিন তো, কে কি বলল তাতে কার কি যায় আসে? এই ব্লগ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি আপনার মতো লিখেন। ভালো হলে পাঠক এমনিতেই পড়ে যাবে...........
আপনার কবিতা আবার লেখার জন্য শুভ কামনা রইল!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
আরোহী আশা বলেছেন: নীল আকাশ ভাইয়া, আপনার এমন কথায় আবার কবিতা লেখার প্রেরণা পেলাম। আপনি আমার সাথে সেই প্রথম দিন থেকেই আছেন। এমনি করে থাকবেন আশা করি।
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
খায়রুল আহসান বলেছেন: জানা জোকস, তবুও পড়ে ভাল লাগলো।
কই, আপনি তো এ পোস্ট দেয়ার পর থেকে এখনো কোন কবিতা লিখলেন না!
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
আরোহী আশা বলেছেন: হা হা হা......... কবি ভাই, কবিতা লিখার জন্য মনের মধ্যে কবিতা আসতে হয়, আপনার আগ্রহ দেখে খুবই ভালো লাগলো। লিখবো ইনশাআল্লাহ
২৪| ২০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৪২
ফেক রুধির বলেছেন: হাসি না পেলেও মজা লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি