নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রেমকে ভালোবাসি প্রিয় কে কাছে পাবো বলে...

আরোহী আশা

আমি খুব সাধারণ একটি মেয়ে

আরোহী আশা › বিস্তারিত পোস্টঃ

অহেতুক কিছু ছবি দিলাম

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১



১) দায়িত্ব সবাই নিতে পারে না। সঠিকভাবে দায়িত্বের বোঝা পালন করাও সহজ নয়। নানান বাঁধা আসে। বিড়ালটির কাঁধে যে দায়িত্ব তা কোন ভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। মনটা খচখচ করলেও একটা মাছও নষ্ট করছে না বিড়ালটি। আমি বুঝিনা, লোকে কেন বিড়াল তপস্বি মানে ভন্ড সাধক অর্থ করে। এই বিড়ালের যে তপস্যা তা কি ভন্ডামী? এটাইতো ধর্ম। এরকম আমানতদারী হতে পারলে দেশ কি আজ এই জায়গায় থাকতো? চলুন, এই বিড়ালের তো পাহাড়াদার হই।



২) এমন আজব আজব গাছের চারা দেখেছেন কখনো? বিদেশ থেকে আমদানী করা।



৩) এই রকম আরো কত কিছু যে দেখতে হবে জীবনে!!



৪) এরক এডভান্স লোক আমাদের দেশের প্রতিটি সেক্টরে প্রয়োজন।



৫) ইংরেজী ডাবল পিএইচডি না করলে এমন ইংলিশ কেউ লিখতে পারে?



৬) আপনারা বলুন তো এই মূর্তিটা কোথায় আর লোকটা কোন জেলার হতে পারে?



৭) কখনো কি ভেবে দেখেছেন?



৮) আপনি মেবাইলটাকে উল্টা করে ধরেন।



৯) প্রতিষ্ঠান প্রধানকে প্রতিষ্ঠানের নাম-ঠিকান সহ প্রতিষ্ঠানের প্যাডে তথ্য লিখে আনতে বলা হয়েছিল। বাকিটা ইতিহাস!



১০) ভবিষ্যৎ সন্তান জন্মদানের সঠিক পদ্ধতি।



১১) বাচ্চাটার মা নিশ্চয় কোন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনা করেছেন। উনার আবিষ্কার অস্কার পাবার উপযোগী।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

তারেক ফাহিম বলেছেন: :D :P :-P

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

আরোহী আশা বলেছেন: =p~ =p~

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: মজার সব ছবি।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

আরোহী আশা বলেছেন: কোনটা বেশি মজার?

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৯

মুক্তা নীল বলেছেন:
আশা আপা ,
এবার অনেকদিন পর এসে মজার কিছু ছবি দিলেন
সেজন্য ধন্যবাদ। নৌকায় বেড়ানোর নিমন্ত্রণ এখনো
ভুলি নাই আমার মনে আছে।
শুভ রাত্রি ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

আরোহী আশা বলেছেন: মুক্তাআপা, আপনি যে আমাকে মনে রাখছেন এটাই অনেক। ফিরে আসলাম যখন তাই একটু মজা করলাম আর কি। কিছু মনে করেন নি নিশ্চয়.......শুভ সকাল

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

ঝিগাতলা বলেছেন: হা হা হা.........

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

আরোহী আশা বলেছেন: :P :P

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

কনফুসিয়াস বলেছেন: সবগুলো মজার পিক ছিল। :-B

কিন্তু ৯নং এর জনতা ব্যাংক আমার এলাকা। আমি ফতেপুর, লাকসাম, কুমিল্লা অঞ্ঝলের বাসিন্দা। আমার এলাকার শিক্ষকরা এমন গুরুতর ভুল করতে পারে, এটা জানা ছিল না। তাই একটু কষ্ট পেলুম।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

আরোহী আশা বলেছেন: ৯ নং ছবিটা নিয়ে ভাবছি....... এই যদি হয় শিক্ষকদের অবস্থা তাহলে তারা কি শিখাচ্ছেন ছাত্রদের!!

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১

ট্রাভেলার মাসুদ বলেছেন: চমৎকার কালেকশন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আরোহী আশা বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই......... :)

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: ১০ নাম্বার কঠিন লেগেছে।
এত দিন কোথায় ছিলেন আপনি? কতদিন পরে আপনার পোস্ট দেখলাম। কেমন আছেন আপনি?

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আরোহী আশা বলেছেন: ছিলাম আপনাদের মাঝেই...... তবে ব্যবস্ততায় আশা হয়ে উঠে না ঠিক মতো। আমি ভাল আছি। আপনি কেমন আছেন?

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি ভালো লেগেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আরোহী আশা বলেছেন: আবারো ভালো লাগার কথা জানিয়ে গেলেন। ধন্যবাদ নিবেন

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

ওমেরা বলেছেন: মজার ছবি ব্লগ ভাল লাগল।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ অমেরা দি।। :)

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অদ্ভুত কালেকশন! ভাল লাগল।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:২১

আরোহী আশা বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া

১১| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

রাােসল বলেছেন: ১০ নাম্বারটা বাস্তব জীবনের কথা বলে। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:২০

আরোহী আশা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.