![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী প্রকল্পের ব্যয় যাচ্ছে বেড়ে
বাড়ে না কেবল আমাদের যোগাযোগ
সম্পর্কে ধরেছে ফাটল ভীষণ, তাই
মনের দেয়ালে ফাঙ্গাস বেঁধেছে খুব!
লকডাউনের দোহাই দিয়ে দিয়ে
বন্ধ রেখেছো ভালবাসার কারখানা
খোলা কেন তবে হৃদয়ের আকুতিগুলো
কথা বলো, কথা বলো! থেকোনা নি:শ্চুপ!
১০ সেকেন্ড পালসে কথা চলে রোজ
রাখে না কেহ ভালো মন্দের খোঁজ
রাতের রান্নায় কি হবে চাহো জানতে
মাংসের ঝোল নাকি মুড়িঘন্টের লোভ!!
সিকিমের মতো আমার আদর ভূমি
বিলিয়ে দিয়েছি সব লেন্দুপ দর্জি আমি!!
০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:২০
আরোহী আশা বলেছেন: অনেক ধন্যবাদ কবি
২| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৩
সেলিম আনোয়ার বলেছেন: নিরর্মম বাস্তবতা ।
০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:২০
আরোহী আশা বলেছেন: নিরন্তর ভালোবাসা প্রিয় কবি ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৮
হাবিব বলেছেন: আক্ষেপ দারুণ হয়েছে।