নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য প্রিন্সিপ্যল

ফ্রি.....ড.....ম!!!!!

অর্পণ!

স্বপ্ন বুনি ক্যামেরার ফ্রেমে।

অর্পণ! › বিস্তারিত পোস্টঃ

বিজয় উৎসব (সেন্ট্রাল লাইব্রেরীর সামনে, টিএসসি, চারুকলা, শিখা চিরন্তন....ইত্যাদি) -ছবি ব্লগ

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৮

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

২০.

২১.

২২.

২৩.



২৪. গাছতলায় বাস করা অসহায় এই বৃদ্ধাই হচ্ছে ৪১ বছরে আমাদের অর্জন!! :(

মন্তব্য ৪১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২১

অর্পণ! বলেছেন: আবুলের চায়ের দোকানের সামনের দুজন, রিক্সার আর শিখা চিরন্তন-এর পাশের দেয়ালে দাড়ানো বালকের ছবি অনুমতিক্রমেই তোলা হয়েছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২২

সান্তনু অাহেমদ বলেছেন: অনেক সুন্দর।+++

শুভ কামনা।

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৭

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ সান্তনু।
বিজয়ের শুভেচ্ছা নিন।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩২

হুতম_পেছা বলেছেন: সুন্দর....।

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৮

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ....।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৯

টুকরো কাগজ বলেছেন: ভালো লাগলো।

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৯

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ নিন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০২

আজব কবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া :) ++++++++++

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০১

অর্পণ! বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
বিজয়ের শুভেচ্ছা রইলো। :)

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৩

মেংগো পিপোল বলেছেন: লাল সবুজের বিজয় নিশান উড়বে বাংলার ঘরে ঘরে।
View this link

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২

অর্পণ! বলেছেন:
অবশ্যই উড়বে।
রাজাকার মুক্ত বাঙলাদেশেই উড়বে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৩

চিরতার রস বলেছেন: ভাল লাগলো।++++

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ চিরতার রস।
বিজয়ের শুভেচ্ছা নিন।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯

মনে নাই তো কি করার বলেছেন: +++++++++

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৫

অর্পণ! বলেছেন:
অনেক ধন্যবাদ।
মনে করার চেষ্টা করুন প্লিজ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১০

লিঙ্কনহুসাইন বলেছেন: ালো লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

অর্পণ! বলেছেন:
ভালোর মধ্যে "ভা" কৈ গেল?!

ধন্যবাদ লিঙ্কন।
বিজয়ের শুভেচ্ছা নিন।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৪

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ আমিনুর।
বিজয়ের শুভেচ্ছা নিন।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৬

কালীদাস বলেছেন: মিছিলটা কাদের?

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১০

অর্পণ! বলেছেন:
মিছিলের প্রশ্ন কে করবে তাই দেখছিলাম ;)

ছাত্রলীগ ঢাবি ।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অসাধারণ। যেতে চাই।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১০

অর্পণ! বলেছেন:
দেশে আসলে ক্যাম্পাস ঘুরে যাবেন আশা করি।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫২

নোবিতা রিফু বলেছেন: আসে পাশেই তো ছিলেন, সামু ব্লগের বিজয় মিছিলে আসেন নাই কেনু? ;)

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

অর্পণ! বলেছেন:
আমি ক্যাম্পাসে গেছিতো প্রায় ১২টার দিকে। ততক্ষণে তো নিশ্চয়ই ছিলেন না।

তবে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে দিয়ে ব্লগার পুশকিনকে যেতে দেখেছি। সাথে বিশেষ কেউ ছিল, তাই ডাক দেইনি ;)

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: দেখে ভাল লাগলো।
১৯৮৯ সালে প্রথম ঢাকায় যাই--সেবার আমার বড় ভাই আমাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন। সেবার ঢাকার অনেক জায়গা দেখা হয়েছিল--ঢাবি, সংসদ ভবনসহ অনেক কিছু। সেই দেখা এখনো ভালভাবে মনে আছে--ভুলিনি অনেক কিছুই।

আবার কবে যেতে পারব জানি না।
আপনার ছবির মাধ্যমে ঘুরে দেখা হলো কিছুটা আবারো।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫

অর্পণ! বলেছেন:
আশা করি যদি ব্লগে থাকি, তবে প্রায়ই ঢাকা শহরের কিছু না কিছু দেখাতে পারবো।

বিজয়ের শুভেচ্ছা রইলো।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

সুন্দর পোস্ট।
শেষ টা ভাবায়।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৬

অর্পণ! বলেছেন:
কবির চোখ ঠিকই গেছে জায়গামতো! :(

এই হলো আমাদের বিজয়!

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

জাহিদুল হাসান বলেছেন: ভালো লাগলো। আজকের দিনটা একবারে সত্যিই উৎসবের আমেজে ছিলো।

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭

অর্পণ! বলেছেন:
হ্যাঁ, রাতেও বেশ কিছু ছবি তুলেছি। রাতের আলোকসজ্জা নিয়ে আরেকটা ফটো ব্লগ পোস্ট দিলাম।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগলো

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮

অর্পণ! বলেছেন:
ধন্যবাদ তামিম।
বিজয়ের শুভেচ্ছা রইলো।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯

নোবিতা রিফু বলেছেন: আমরা দেড়টা পর্যন্ত ছিলাম... :-<

১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

অর্পণ! বলেছেন:
ও! তাই নাকি!!!!!
তবেতো আসলেই মিস হলো!!! :(

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৪

নোমান নমি বলেছেন: বিজয়ের উচ্ছ্বাস আপনার ক্যামেরায় ঠিকঠাকমত ধরা পড়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭

অর্পণ! বলেছেন:
চেষ্টা করেছি আর কি :D
ধন্যবাদ নোমান।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১২

দুঃখ বিলাসি বলেছেন: +++

১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

অর্পণ! বলেছেন:

ধন্যবাদ দুঃখ বিলাসি ।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো

১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

অর্পণ! বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.