নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য প্রিন্সিপ্যল

ফ্রি.....ড.....ম!!!!!

অর্পণ!

স্বপ্ন বুনি ক্যামেরার ফ্রেমে।

অর্পণ! › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন, সালাম... সহব্লগার যোদ্ধা ভাই-বোনদেরঃ শাহবাগ থেকে ফিরে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭





শাহবাগ গিয়েছিলাম মনের টানেই, জনতার সাথে মিশে গিয়ে প্রতিবাদ জানাতে। সকল যুদ্ধাপরাধীর ফাঁসীর দাবী জানাতে।

দেখা হয়ে গেল সহব্লগার ইকরামউল্লাহর সাথে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



ইকরামউল্লাহ অপেক্ষা করছিল নোবিতা রিফুর জন্যে। ফোন করে জানা গেল তারা যাদুঘরের সামনে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



যেতে যেতই দেখা হয়ে গেল তন্ময় ফেরদৌসের সঙ্গে। সহাস্যে হাত খানা বাড়িয়ে দিল। ফেলুদার চারমিনার, পুশকিন, নাফিজ মুনতাসির সবাই এক সঙ্গে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



নোমান নমি গ্রুপ ছবি তুলতে সহযোগিতা করলো। অন্যমনষ্ক শরৎ তাড়া দিল ব্যানারের সামনে দাড়াতে। অবাক হয়ে দেখছিলাম শরৎ, কাল্পনিক_ভালবাসার শ্লোগান আর উদ্যম।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



এস আর জনি, রাইসুল সাগর, একজন আরমান ...দুরে দাড়িয়ে আমিনুর রহমান দম নিচ্ছে ধোঁয়া খেয়ে....মাহতাব সমুদ্র ও আছেন তাদের পাশেই। আরেকজনকেও দেখলাম...শ্লোগান রত অবস্থায়।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



এ্যানোনিমাস একজনকে পেছন থেকে দেখে ভেবেছিলাম উনি আমাকে দেখেন নি! পরে আবিষ্কার করলাম উনি ঠিকই দেখেছেন, যদিও তখন কথা হয়নি।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



মডু নামে বিখ্যাত ব্লগার রেজোওয়ানা, সাথে ছিলেন আরামিন২৯ সহাস্যে উপস্থিত, অপরিনীতাকে দেখলাম সেই সদা হাস্যোজ্জ্বল মুখে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



দুর্বা জাহানকে দেখলাম দূর থেকে। পারভেজ আলম, আসিফ মহিউদ্দিন...দুর থেকে হাই জানালেন ..দুরে থাকায় জিজ্ঞেস করতে পারি নি এখন উনার শরীর কেমন।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



তামিম ইবনে আমান , ঘুড্ডির পাইলট....দেখলাম কান্ডারী অথর্বকে। পাশে ছিলেন বোকা ডাকু।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



রাতের বেলা তরুণ যোদ্ধাদের উদ্যম শেষ হয়ে যেতে দেখি নি। বরং যেন নতুন করে প্রাণের সঞ্চার হচ্ছে তাদের মাঝে।



ভালো লেগেছে সামহোয়্যারইন এর কর্তৃপক্ষ জানা-র সহাস্য উপস্থিতিতে।



আমি মুক্তিযুদ্ধ দেখি নি, দেখেনি তরুণ এই প্রজন্ম। কিন্তু তারা দেশকে ভালোবাসে যে কোন কিছুর বিনিময়ে। তারা প্রত্যেকেই নিজের মনের তাগিদে, রাজাকার মুক্ত দেশ দেখার তাগিদে এই যুদ্ধে অংশ নিয়েছে। নাম বলতে পারলাম না এমন আরো অনেকেই আছেন, যারা শুধু অনলাইন একটিভিস্টই নয়, বরং নিজেদের জীবন বাজি রেখেও দেশকে রাজাকার মুক্ত করার স্বপ্নে বিভোর। সালাম সহব্লগার যোদ্ধা ভাই-বোনেরা





ছবির সাথে বলা কথার মিল খুঁজতে যাবেন না, আমি পুরো কথাগুলোকে ভাগ ভাগ করে বলছি, এই আর কি....

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

অর্পণ! বলেছেন:

পুরনো কায়দায় ছবি আপলোড করে হাত ব্যাথা হয়ে গেছে ....মডু, আপনেগো নতুন কায়দার কি হইছে? কাজ করে না কেন? অনেকবার চেষ্টা করেও নতুন কায়দায় ছবি আপলোডাইতে পারি নাই :( :((

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

িশশু দর্পন বলেছেন: বাংলাদেশ ......... আমি তোমায় ভালবাসি ।
তোমাকে রাজাকার মুক্ত করে ছাড়বো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

অর্পণ! বলেছেন:

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই।।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

তামিম ইবনে আমান বলেছেন: ঐ ভিড়ে আমিও ছিলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

অর্পণ! বলেছেন:

হ্যাঁ, আপনাকেও দেখেছি।


যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ চাই।।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

আমিনুর রহমান বলেছেন: আমার কি আর কোন ছবি দেয়া হত না। ছবিটা ভালো হই নাই।
X(( X(( X(( X((

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৫

অর্পণ! বলেছেন:
=p~ =p~

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন:
বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৫

অর্পণ! বলেছেন:

:) :)

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

অর্পণ! বলেছেন:

আমার রিপ্লাই বাটন এখন কাজ করছে না :( তামিম আপনার কথাও বলবো, যাদের নাম মনে আসছে তাদের নামই এক এক করে দিয়ে দিচ্ছি। আপনাকেও দেখেছি।

আমিনুর...রাতের বেলা একটা ছবি তুলতে পারতাম কান্ডারী অথর্ব-এর পাশে নাকি কোলে মাথা রেখে ঘুমানোর ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

অর্পণ! বলেছেন:

ব্রাউজার বদলানোতে কাজ হলো :(

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

স্বপনবাজ বলেছেন: আমারে দেখেন নাই ?? গলা ব্যাথা করছে !

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৬

অর্পণ! বলেছেন:
;) ;)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

দরিদ্র তারা বলেছেন: রাজাকারের বংশ করে দিব ধংশ

জামাত শিবির রাজাকার
এই মুহুর্ত্বে বাংলা ছাড়

বিচার বিচার বিচার চাই
ফাঁসি ছাড়া কথা নাই

বাংলার হাতিয়ার
জনগনের হুংকার

জনগনের একি দাবি
রাজাকারের ফাঁসি দিবি

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৬

অর্পণ! বলেছেন:
:) :)

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

রাইসুল সাগর বলেছেন: আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।

রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X((

আর কোন কথা নাই।

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৬

অর্পণ! বলেছেন:
:) :)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিক্ষোভে উত্তাল সিলেটও

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৭

অর্পণ! বলেছেন:
:) :)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

শের শায়রী বলেছেন: আমার গর্ব হচ্ছে এই ভেবে আমি এই সব আগুন ঝরানো ব্লগারদের লেখা পড়ি। ১৯৯০ তে স্বৈরাচার বিরোধী তে রাস্তায় ছিলাম এখন দেশের বাইরে ক্ষমা চাচ্ছি স্বশরীরে নাই বলে। আছি মানিসিক ভাবে আপনাদের সাথে

০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৭

অর্পণ! বলেছেন:

:) :)

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

অন্তরন্তর বলেছেন:
বিদেশে থাকার জন্য এই মহতী কাজে থাকতে পারছি না বলে আসলেই
খুব কষ্ট হচ্ছে। আপনাদের সাথে আমার মন পরে আছে।
সকল আন্দোলনকারী এবং এই আন্দোলনের সমর্থনকারীদের
আমার সংগ্রামী সালাম।
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

এহসান সাবির বলেছেন: বিজয় হবেই আমাদের...

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

নোবিতা রিফু বলেছেন: নোবিতা রিফুর নাম শুনলাম মনে হইল একবার পোস্টে! কিন্তু কোনও ছবিতে তো দেখা যায় না! :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.