নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরশাদ রহমান

আরশাদ রহমান

আরশাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় (এই সরকার কি আগাছা না বৃক্ষ)

১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৪৪

"বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!" এ কথার অর্থ আমরা সবাই বুঝি। কিন্তু যে বৃক্ষ আগে ফল দিয়েছে তাকে নাম শুধাবার প্রয়োজন আছেকি? প্রয়োজন আছে বৈকি। আধুনিক যুগে কিনা হয়। কৃষি বিজ্ঞানীরা কত কিছু করে। ফুলের রং বদলে ফেলে। নতুন ধরনের ফল জন্মায়। আর কত কিছু করতে পারে। তাই বৃক্ষ যদি আগে ফল দিয়েও থাকে আগামী ফল কি হবে তা হলফ করে নাও বলা যেতে পারে। আর এ জন্যই আমাদের আশার আলো নিভে যেতে যেতেও নিভে যায়না।



আমাদের দেশের রাজনৈতিক ভুমি যখন পুরোপুরি অনুর্বর এবং খরায় ফেঁটে চৌচির তখন সেই মাটিতে গজালো কিছু একটা। দেখতে পুরোপুরি আগাছা। আগাছায় আমাদের কতটুকু লাভ তা আমরা জেনেও তা পরিচর্যা করতে লাগলাম। আধুনিক যুগ কে জানে চেষ্টা করলে হয়তো অমৃত সম ফল ফলাতেও পারে। দেখতে দেখতে তিন মাস পার হয়ে গেল। যত দিন যায় ততই আরো বেশি করে আগাছার সাথে বেশি মিল পাই। কিন্তু ভালো ফল পেতে হলেতো আগাছাকে বৃক্ষের মত সময় দিতে হবে। মনের সংশয় কিছুতেই কাটেনা। কৃষি বিজ্ঞানীরা তাঁদের ভেলকি বাজি দেখিয়ে এমন কিছু কি ফলাতে পারবে নাকি আগাছা আগাছাই থাকবে এই নিয়ে বড় চিন্তিত। ফল যদি বিফলে যায় তবে দেখা যাবে এক যুগ অপেক্ষা করে আগাছার মতই উপড়ে ফেলতে হবে। তবে আমূলে উপড়ে ফেলতে হবে যাতে আর কোন দিন গজাতে না পারে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৩

আড্ডাবাজ বলেছেন: আরশাদ,
আপনি আগাছা নিয়ে চিন্তিত? আর আমার এখানে বেড়াই সব ক্ষেতী জমি খেয়ে ফেলছে, আগাছার চিন্তা আরও পড়ে। বিদেশী সার না হয় আগাছা নিবারণ করবে, কিন্তু বেড়ার কি হবে?

২| ১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৭

আরশাদ রহমান বলেছেন: আড্ডাবাজ, ক্ষেতী জমিতো প্রায় শেষ তাই নতুন ফলস নিয়া ভাবতেছিলাম।
আগাছাকে অবহেলা করবেননা। আগাছা নিবারণ করা খুব কষ্ট।

৩| ১৮ ই এপ্রিল, ২০০৭ রাত ১১:৫৭

আরশাদ রহমান বলেছেন: ফলস= ফসল

৪| ১৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৪

রবিনহুড বলেছেন: আগাছা, ফসল এই সব বাদ দিয়া আগে জমির চিন্তা করেন। জমি ই তো দখল হয়ে যাচ্ছে।

৫| ১৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৬

আরশাদ রহমান বলেছেন: জমি দখল হইবোনা। থাকতে দিবো কিন্তু চাকর বাকরের মতো।

৬| ১৯ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১১

আরশাদ রহমান বলেছেন: আজকের বেশির ভাগ ব্লগারের পোস্ট পড়ে মনে হয় আগাছাই। আর তাই যদি হয়তো চিরতরে শেষ করটে হবে। এক যুগ পরেও যদি হয় নিশ্চিত করতে হবে যাতে আগাছার কোন শেকড় না থাকে। এখন মনে হচ্ছে অপেক্ষার পালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.