নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুজিব নামে যে খোকাটি টুঙ্গিপাড়ায় জন্মে ছিল
কিশোর বয়স থেকেই তাঁর দেশপ্রেমটা মর্মে ছিল
দেশকে ভালোবাসা তাঁর সদাই সকল কর্মে ছিল
মোদের হয়ে চাবুক সম পাক শাসকের চর্মে ছিল
বৈষম্যহীন আচরণটা সদাই সকল ধর্মে ছিল
অগ্নিবীণা কন্ঠে তাঁর আর গীতাঞ্জলি মর্মে ছিল॥
বাংলাদেশের রাজনীতিতে মুজিব যখন যুক্ত হল
স্বাধীনতার ভিত্তিটাও অনেক খানি পোক্ত হল
অসংখ্য বার কারাবরণ এবং কারামুক্ত হল
দেশদ্রোহের অভিযোগে মিছেই অভিযুক্ত হল
বঙ্গবন্ধু উপাধিতে ভালবাসায় সিক্ত হল
একাত্তরে তাঁর নামেই বাংলাদেশটা মুক্ত॥
২| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৪
ধুলো মেঘ বলেছেন: আগস্ট বিপ্লবের সফল নায়কদেরকে আমার সশ্রদ্ধ সালাম। তোমরা যুগে যুগে আমাদের ইতিহাসের আলোকবর্তিকা হয়ে থাকবে।
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৮
আরশাদ রহমান বলেছেন: শ্রদ্ধা ভরে সালামের সাথে হয়ত কবিতাও লিখেবে কোনো এক কবি। কিংবা ছবি আঁকবে আপনার নায়কদের জন্য। হয়ত ১৫ আগষ্ট ঈদের উৎসবের মতো খুশির জোয়ার বইবে কারো কাছে। তারপরও আমার হৃদয়ে শোকের অনুভূতি থাকবে। পুরুষোত্তম তিনি বাঙালির বন্ধু।
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনাকে নিয়ে একটা কবিতা লেখেন।
৫| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০
আরশাদ রহমান বলেছেন: লেখার মতো থাকলেতো এমনেই লিখতো লোকে।
মুজিব এর সাথে হাসিনার লেখার কথা আসতে হবে কেন।
এই লেখা না। লাগলে নাহয় নাই পড়লেন।। ফরমায়েশ দিলেই কি লেখা হয়।
এইযে এত সংবাদ পড়েন। প্রতিদিন তাই বলেকি আপনি কবিতা লিখতে পারেন সবার জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৫
কামাল১৮ বলেছেন: ইতিহাসটাকে তুলে ধরেছেন সুন্দর ভাবে।