![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কীভাবে ব্যবহার করবেন স্কীমা মার্কআপ মাইক্রো ফরম্যাট(Schema.org)
স্কীমা মার্কআপ কি
স্কীমা মার্কআপ হল এক ধরনের কোড বা সেমান্টিক শব্দভান্ডার যা আমাদের ওয়েবসাইট এর একটি পেজ এর কোন কন্টেন্টকে সার্চ ইঞ্জিন এর কাছে নির্দিষ্ট করে দেয়। যার ফলে সার্চ ইঞ্জিন এই কন্টেন্টটি ভিজিটরদের কাছে রিচ স্নিপেট (rich snippets) বৃদ্ধি করে সাজানো এবং অর্থপূর্ণভাবে প্রদর্শন করে। নিচে একটি উদাহরনের মাধ্যমে দেখানো হল
নিচের ছবিতে তিনটি সার্চ রেজাল্ট দেখানো হল যেখানে প্রথমটিতে এবং শেষেরটিতে HTML এর মধ্যে স্কীমা মার্কআপ ব্যবহার করা হয়েছে। যার ফলে প্রথমটিতে রেটিং এবং শেষেরটিতে সময়সহ স্থান প্রদর্শন করা হয়েছে।
সাধারণত প্রতি পেজ এ ই স্কীমা মার্কআপ করতে হয় এবং একটি Div এর ভিতরে যেটি দিয়ে পেজ এর নামকরণ করা হয়। এই মার্কআপ এর কোড হল itemscope itemtype=http://schema.org । যখন HTML এর মধ্যে লিখবেন । আপনি আপনার প্রয়োজন মত কম বেশি করে নিচের ফরম্যাট এ ব্যবহার করবেন।
আপনি যখন শেয়ারড মার্কআপ শব্দভান্ডার ব্যবহার করবেন , ওয়েবমাস্টার টুল আপনার কন্টেন্টকে সর্বোচ্চ প্রাধান্য দিবে। কারন বর্তমানে সার্চ ইঞ্জিন ভিজিটরদেরকে তাদের রিলেটেড ইনফর্মেশন খুজে পেতে সাহায্য করে এবং স্কীমা মার্কআপ ওয়েবমাস্টারকে আপনার কন্টেন্ট প্রদর্শন করাতে অনুপ্রানিত করবে।নিচের মার্ক আপ কোড টি অনুসরণ করতে পারেন।
কেন ব্যবহার করবেন স্কীমা মার্কআপ
আপনার ওয়েবপেজ এর একটা সাধারন অর্থ আছে বা তথ্য আছে যা কিনা ভিজিটর সহজেই বুঝতে পারে, কিন্তু সার্চ ইঞ্জিন সবকিছু বোঝতে পারেনা (limited understanding power) আসলে ওই পেজ গুলোতে কি উল্লেখ করা আছে। আপনি যখন স্কীমা মার্কআপ ব্যবহার করবেন, সার্চ ইঞ্জিন তখন সহজেই বুঝতে পারবে যে আপনি কোন স্থান, কাল, পাত্র বা বস্তু বুঝাতে চাচ্ছেন। ওয়েবপেজ এর HTML এ ট্যাগ যুক্ত করে সার্চ ইঞ্জিন কে বুঝাতে চাচ্ছেন যে আপনি কি আলোচনা করছেন।
কিভাবে ব্যবহার করবেন স্কীমা মার্কআপ
যেই কন্টেন্টগুলা ওয়েবপেজ এ প্রদর্শন করানো হবে ওই কন্টেন্টেই স্কীমা মারক আপ ব্যাবহার করবেন।
ধরা যাক, আপনার ওয়েবসাইট এর একটি পেজ Avator movie সম্পর্কে। আপনি কিছু তথ্য দিলেন পেজ এ নিম্নুক্তভাবে
এখন সার্চ ইঞ্জিন কে জানাবেন যে এটি একটি মুভি এবং এই মুভির ডিরেক্টর কে, এটি কি টাইপের মুভি ইত্যাদি। আপনি Avator পেজ এর div এ itemscope and item type ব্যবহার করবেন।
উপরের ছবির মত করে propertise identify করার জন্য itemprop ট্যাগ এর মাধ্যমে নাম, ডিরেক্টর, টাইপ ইত্যাদি নিদিষ্ট করে দিবেন ।এইভাবে প্রতি পেজ এ স্কীমা মার্কআপ ব্যবহার করতে হবে।
যারা SEO করেন অথবা যারা নিজেদের ওয়েবসাইট পরিচালনা করছেন তাদের জন্য এটি কাজে দিবে। স্কীমা মার্কআপ এর উপর আরো একটি লিখা আসবে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
এরশাদ ভাইজান বলেছেন: ভাই" ভ্রমরের ডানা " আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১০
ভ্রমরের ডানা বলেছেন: ভাল শেয়ার! ধন্যবাদ!