নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর্টিস্ট/ব্লগার/টুকটাক ধরনের গাতক------ ধুসর ক্যানভাস---জমাট বাঁধা রঙের তুলি--- কলমের সুচাগ্র ডগা-- গীটারের টুংটাং-- বেচে আছি এই তো।।

আর্টিিস্টক বিপ্লব

আমি বাস করি কল্পলোকে। আমি নিঃশ্বাস নেই অসীম শূন্যতায়।আমি আঁকি ছবি মনের রঙিন ক্যানভাসে।আমি কবিতা লিখি ভালোবাসার গদ্যলোকে।আমি গান গেয়ে যাই নিজ সুর অলিন্দে।তবুও করতে পারিনি স্পর্শ আমার আমি কে।।

আর্টিিস্টক বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরের সফটওয়্যার কোডিং টো আমাদের রাজনীতিবিদ !! (সবাই পাছায় ম...* নিয়ে হাঁটছি।। আর অন্যের দিকে নাকে হাতচাপা দিয়ে অঙ্গুলি তুলছি) feeling funny about bangladeshi politics..

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

ইত্যাদিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত একটা কৌতুক চিত্র দিয়েছিলেন। সে অনেক আগে। মিস্টার বিন স্টোরে গেছে বাজার সদাই করতে। অ্যালেই তে হাঁটছে আর নাক শিটকাচ্ছে। যারাই সামনে আসছে পচা দুর্গন্ধের দোহাই দিয়ে সে সরে পড়ছে। গন্ধের উৎস শেষ পর্যন্ত পাওয়া গেল মিস্টার বিনের কোটের আস্তিনে। আস্ত পচা মাছ নিয়ে হাঁটছিল সে।!

ডিএনএ বা জিন তত্ত। ঈশ্বর অদ্ভুত একটা ব্যাপার মানুষের মধ্যে দিয়ে দিলেন। মানুষ তার নিজের শারীরবৃত্তীয় যাবতীয় গন্ধ নিজের নাকে পায়না। যদিও পায় তা অন্য ভাবে কিছুটা হাল্কা, গিটারের ছি স্কেলে। যা সৃষ্টিকর্তার অসীম দয়ার গান্ধিক সফটওয়্যার কোডিং। তা না হলে শৌচাগার থেকে ক্রিয়া অসমাপ্ত রেখেই আদম দৌড় দিত। যা হতো অব্যয় যুক্ত অসমাপিকা ক্রিয়া।

ঈশ্বরকে জিজ্ঞেস করি উনার এই অসীম দয়ার কোডিং কি আওয়ামীলীগ, বিএনপি, জামাত, এরশাদ, সুশীল,চুচিল,ডান বাম সবার উপর করে ফেললেন।? বাংলাদেশ নামক মানচিত্রটাকে সবাই শৌচাগার বানিয়ে অনবরত মল ত্যাগ করছে আর একে অপরের প্রতি আঙ্গুল দেখাচ্ছে। ছি ছি তোর ইয়েতে এতো গন্ধ আগে তো জানতাম না!



আওয়ামীলীগ গোঁয়ার্তুমি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। খুব খারাপ। আবার খুব ভালো। সংবিধান পরিবর্তন করেই করছে। এখন আমার প্রস্ন সংবিধান কিভাবে পরিবর্তন করে?? আরে ভাই সেটা তো আপনারাই দিলেন সংসদে বিপুল আসন পাইয়ে! ক্ষমতা পেলে আপনিও তো করতেন! সে আমার দেখা আছে ঢের।

বি এন পি তুমি অনেক ভালো। তোমাকে তো ভালো হতেই হয় এখন! তাই বলে এতো ভালো ?? আগুন লাগাচ্ছ, বুমা মারছ,অসহায় মানুষ মারছ, দেশ অচল করে দিচ্ছ।

বুঝলাম আমরা নিজের গন্ধ নিজে পাইনা, কিন্তু কিছু হলেও তো পাই! আওয়ামী বিএনপি জামাতের কিছু লোক আছে, জনগণ আছে সেই গন্ধটা পেয়েও অস্বীকার করে, নিরব থাকে। তাই বাংলাদেশ তুমি কোনদিন সোনার বাংলাদেশ হবেনা, হতেও পারবেনা।



আমি সেই সব ভাইদের বলছি রাজনৈতিক বেড়াজালে বন্দি হয়ে আমরা যাতে মিথ্যাকে সত্য এবং সত্য কে মিথ্যা না বানাই। অনেককেই দেখা যায় দলীয় নিজ আদর্শের মধ্যে অন্ধত্ব বরন করেছেন। মনে আছে স্কুল হাফটাইম এ পাইলট স্কুলের তীর ঘেঁষে সুরমা নদীর খেয়া নৌকায় কালে ভদ্রে আরোহণ করতাম। নৌকার মাঝি স্বভাবতই শেষ মাথায় অবস্থান করত ,আর আমরা কতিপয় গোল্লা চোট বন্ধুরা এক লাফে নৌকার অন্য প্রান্তে গিয়ে বসে পড়তাম । মাঝি অনেক বলে কয়ে ও আমাদের কাউকে মাঝখানে বসাতে পারতনা। আসলে কোন এক ব্যাপারে আমরা বাঙ্গালি জাতি মধ্যখানে অবস্থান করতে পারিনা। এটাই আমাদের সহজাত প্রভৃতি। বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গে বলছি, আমি জামায়াত করিনা আওয়ামীলীগ , বিএনপি ও করিনা, কোন বামপন্থি সংঘঠন ও করিনা । বারবার এটাই আমার দাবি,আসুন ঐক্যবদ্ধ হই, দলীয় স্বার্থের উরধে উঠে সত্য মিথ্যার প্রভেদ বুঝার চেষ্টা করি ,মিথ্যা নির্ভর মিডিয়ার হুজুগে কান না দেই। তবেই না বুঝব তুমি আমি আমরা সবাই খাটি দেশপ্রেমিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.