![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাস করি কল্পলোকে। আমি নিঃশ্বাস নেই অসীম শূন্যতায়।আমি আঁকি ছবি মনের রঙিন ক্যানভাসে।আমি কবিতা লিখি ভালোবাসার গদ্যলোকে।আমি গান গেয়ে যাই নিজ সুর অলিন্দে।তবুও করতে পারিনি স্পর্শ আমার আমি কে।।
অষ্টম শ্রেণীতে পাঠ্য সিলেবাসে আরবি শিক্ষা ঢুকানো হল। আমরা খুবই উত্তেজিত আরবি শিখবো বলে। যথারীতি ক্লাস শুরু হল। টিচারের নামটা ভুলে গিয়েছি। তবে খুব ভালো টিচার। তরুন, হাল্কা পাতলা, থুতুনির নিচে অল্প একটু দাড়ি। লাগতো সদ্য মাদ্রাসা পড়ুয়া ছাত্র। শুরু হল অ্যারোবিক তালিম। ব্যাকরণের গুষ্টি উদ্ধার। ভাবতে লাগলাম বাংলা ব্যাকরণ নিয়েই গাজী শুধু শহীদ হতে বাকি এখন আবার এই উতপাৎ। ফেলে মাজি বাদাম ভাজি, হাজা উস্তাজুন শরিফু্ন, ক্কাতালা কিত্তা ফাররুন--- ওরে বাপরে!
এমনই এক দিনে ক্লাসে ''ফেলে মাজি স্যার'' লেকচার দিচ্ছিলেন। চক দিয়ে লিখছেন তো মুছে যাচ্ছেন। উনার মুখ ফেনা ফেনা আর আমাদের মস্তিষ্ক ত্যানা পানা-- সম্পূর্ণ ক্লাস নিরব। পিছন থেকে একটা আওয়াজ , হটাৎ শুনতে পেলাম '' স্যার পেচ্ছাব করতাম" পিছন ফিরে আর তাকাবার সময় পেলাম না। স্যার সাথে সাথেই বলে উঠলেন'' তোমার পেচ্ছাব কাটি ফালাইদিমু, ব্য এখন!!" পুরো ক্লাস একসাথে হেসে উঠলাম আর পিছনে দেখি ফাহিয়ান বলদের মত দাড়িয়ে আছে। ঘটনার আকস্মিকতায় স্যার অনেক লজ্জা পেলেন। স্বভাবত এর পরে কাউকে এই ক্লাসে অন্তত পেচ্ছাব নিয়ে আসতে দেখা যায়নি।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা হোহোহোহোহোহো।