![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাস করি কল্পলোকে। আমি নিঃশ্বাস নেই অসীম শূন্যতায়।আমি আঁকি ছবি মনের রঙিন ক্যানভাসে।আমি কবিতা লিখি ভালোবাসার গদ্যলোকে।আমি গান গেয়ে যাই নিজ সুর অলিন্দে।তবুও করতে পারিনি স্পর্শ আমার আমি কে।।
এক মায়ের বুক খালি করে দিয়ে রাজন বাংলাদেশের আপামর জনতাকে এক কঠিন সুতোয় বেঁধে ফেললো--- সেটা হচ্ছে মানবতার সুতো-- এ বাঁধন যেন না যায় ছিঁড়ে--- সোশ্যাল মিডিয়া, গ্রাম গঞ্জে , শহরে , প্রবাসে যেভাবে মানবতার মশাল প্রজ্জলিত হল তাতে মনে হল হয়তোবা আমরা মানুষ মরে গেছি, এখনো মানবতা মরে যায়নি-- জয় হোক মানবতার।।
এত ভালোর মধ্যেও খারাপ কিছু থাকবে--- তাই কিছু ব্যপারে দৃষ্টি আকর্ষণ করছি সবার---
আসামিরা একে একে ধরা পড়ছে-- তাদের কঠিন শাস্তির দাবি জানাতে গিয়ে আমরা কিছু অতি মানবীয় গুণাবলীর অধিকারীরা মানবতার আবেশে উদ্বেলিত হয়ে নিজেরাই জিঘাংসা মুলক মানবতা বিরোধী শাস্তির দাবি করছি--- রাষ্ট্রীয় আইনে বিচার প্রাপ্তিটাই হবে সঠিক পন্থা।
আসামীদের পরিবার পরিজনদের যেন লাঞ্ছিত হতে না হয়-- সে দিকে সবার নজর রাখা উচিত--- দেখলাম সবাই তালা দিয়ে পালিয়েছে-- গ্রামের মাতব্বর টাইপ কেউ একজন ঘোষণা দিচ্ছিলেন তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার-- পাপা করেছে আসামিরা , তাই বলে তাদের নারী শিশুদের এই কঠিন শাস্তি কেন পেতে হবে?? এটা কি মানবতা বিরোধী নয়??
আঞ্চলিকতার , জাতীয়তাবাদের কিঞ্চিৎ দুরগঙ্গন্ধ পাওয়া যাচ্ছে-- অনেক লিঙ্কের নিচে দেখা যাচ্ছে সিলেট বাসীদের হেয় করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে--- মনে রাখতে হবে সিলেট বাংলাদেশের ভিতরে, বাইরে নয়--- রাজন শুধু সিলেটের নয়্ , সবার--- যদি বলি দিনাজপুর, নোয়াখালী, অথবা বগুড়ায় ধারণকৃত ন্যাকারজনক এই ভিডিওগুলোর অধিবাসীরাও খারাপ তাহলে কেমন লাগবে---?? অমানুষ সে সব জায়গায়ই অমানুষ-- তার কোন আঞ্চলিকতা নেই--- অতএব থামুন--- এত ভালো এর মধ্যে নিজেদের কুত সিৎ লেঞ্জা লুকিয়ে রাখুন।।
বুঝলাম সবার দুঃখ লেগেছে-- আমার ও লেগেছে-- তাই বলে অশ্রাব্য ভাষায় গালাগালি করে আপনি পরবর্তী প্রজন্মদের কি শিক্ষা দিচ্ছেন?? ভেবে দেখেন-- আপনিও যে এত খারাপ হবেন না তার কি কুনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে আপনার আচারে?? হ্যাঁ , সুযোগের অভাবে আসলে আমরা সব্বাই ভদ্র মানুষ-- তাই নয় কি??
©somewhere in net ltd.