নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণ মজুমদার

অরুণ কুমার মজুমদার

ঘাসফুলের জলজবাতাস আমি বয়ে যায় নিরবধি-সুন্দরেরে করি সাথি

অরুণ কুমার মজুমদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

‘জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্যশব্দ কবিতা’

`Truth is beauty,beauty is truth'

আধুনিক সময়ে কবিতা মানে কি প্রেমিকাকে চুমু দেয়া?

কেন হবে না?

এটাওতো সত্য ঘটনা!

আসলে তা না।

শিল্পসত্য,সত্যশিল্প মিলেমিশে একাকার

যে বোধিবৃক্ষ তাই অসলে কবিতা!

`poetry is the spontenious overflows of mind'

মনে হলো- তোমাকে চাই

লিখে দিলাম- নিজের ভাষায়

ভাবলাম- বলে দিলাম কথাটা

কী সুন্দর কবিতায়!

জীবনে জীবন যোগ আর কল্পনায় বাস্তব

জীবনানন্দ দাশ

ভর করে মাথার ভিতর।

বাকি চার পাণ্ডব উঁকি দেয় চোখের জানালায়

সকাল আর সন্ধ্যায়

রবীন্দ্রনাথ এসে শীতের রাতে লেপ খুলে দেয়

‘আলো অন্ধকারে যাই- মাথার ভিতরে

স্বপ্ন নয়,কোন্ এক বোধ কাজ করে’

তারেই কি কবিতা বলে?

আমি জানিনা আমি জানিনা আমি জানিনা।

তখন আর পারিনা ঘুমাতে।

‘আমার পরিচয়’লেখা সৈয়দ শামসুল হক

পড়তে থাকি

পড়তে থাকি ‘বনলতা সেন’জীবনানন্দ দাশের

ইতিহাস ঐতিহ্য আর বাঙালিত্বের পেয়ে যাই খোঁজ

পড়ে থাকে ভালোবাসার অবিনাশী পাণ্ডুলিপি!

এটাই কি কবিতা?

নাকি কবিতার ছবি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: স্বাগতম অরুণ।

বাকি চার পাণ্ডব উঁকি দেয় চোখের জানালায়

অনেক ভালো লাগা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮

অরুণ কুমার মজুমদার বলেছেন: দাদা আমি কৃতজ্ঞ যে আপনি দেখেছেন!অমি যে লিখিনা তা তো জানেন ,অন্যেদের লেখা পড়ে ভাবলাম-কিছু উত্তর দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.