নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণাচল দত্ত চৌধুরী

ছিন্নপাতার সাজাই তরণী একা একা করি খেলা....

অরুণাচল দত্ত চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মহাকাব্যের সূচনা

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৫৯

মহাকাব্যের সূচনা
-------------------------

অবাক হয়ে সন্ধ্যেআকাশ ফোটায় কিছু নতুন তারা।
তোমায় দেখতে পাবার মত চিরকালীন রূপকথারা
বুকের মধ্যে গল্প করছে। আলসে ও রোদ যেমন করে
প্রত্যেকদিন বিকেল বেলা কুশল শুধোয় পরস্পরের।
একলাটি ছাদ নিঝুম মনে শুনছে আলাপ সান্ধ্যভাষায়
মাঝ দুপুরের দহন স্মৃতি, এমন প্রেমে দিচ্ছে না সায়।

নেভার আগে চিতার ধোঁয়া আগুনখামে প্রশ্ন পাঠায়,
কথা দিয়েও নদীর বাতাস দাঁড়িয়ে কেন থাকছে না ঠায়?
ছন্নছাড়া ছন্দছাড়া থাকলে কিছুই যায় বা আসে?
তোমার পায়ের চিহ্ন লুকোয়, বিবর্ণমুখ দুর্বা ঘাসে।
ইচ্ছেমতন প্রশ্ন আসুক, উত্তরে কেউ নিচ্ছে কি দায়?
স্রোতস্বিনী একটি মাত্র শব্দ জানেন… চিরবিদায়।

তুমিই কি সেই স্রোতস্বিনী, সময় যাকে দেয় পাহারা?

কৃত্তিবাসের কলম ছুঁলো, চিরকালীন রূপকথারা।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:১২

পদাতিক চৌধুরি বলেছেন: 26 শে নভেম্বর 2011 পর 3 রা জুলাই 2019। এই মাহেন্দ্রক্ষণে আপনি সাক্ষী থাকলেন।
সত্যিই দারুণ কাম ব্যাক আপনার।
আশা করি নয়া ইনিংসে সংবেদনশীল হয়ে পাঠকদের যথাযথ প্রতিমন্তব্য দেবেন।

শুভকামনা জানবেন।

২| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

৩| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। + +

৪| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০০

করুণাধারা বলেছেন: খুবই ভালো। আপনার অনুভূতির গভীরতার দারুন প্রকাশ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.