![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারি দেহের উষ্ঞতায় উম্মাতাল হলেও
বাঘের মত হিংস্র ক্ষিধে আমার নেই
রক্ত মাংসের দেহটায় আমার লোভ নেই
কি লাভ কয়েক মুহূর্তের জন্য লোভি হয়ে?
উষ্ঞতায় ঘাম ঝড়িয়ে
কতজনই বা উষ্ঞতা পছন্দ করে
একেবারে গিলে খেলে কি ই বা থাকবে তোমার??
যা দিয়ে অহংকার করা যাবে বাহ্যিক।
তোমাকে পেতে চাই পবিত্র হতে
আজকের নয় বহুকালের বন্ধনে।
©somewhere in net ltd.