নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I know my writing sucks. I know my creation is Stupid as fuck. But, that\'s a good thing, \'cause it\'s the only thing am good at ( being a shitty writer ).

যায়েদ আল হাসান

বিছানায় শুয়ে,টেবিলে বা মেঝেতে বসে,ডায়েরীতে যেটা লেখেন, সেটা নিজের জন্য ইচ্ছেমত লেখা। যখনই অন্যকে দেখাতে যাবেন,সেটা অন্যের জন্য লেখা, যেক্ষেত্রে অন্যের রুচিটাকে প্রাধান্য দিতে হয়।

যায়েদ আল হাসান › বিস্তারিত পোস্টঃ

আলাদীনের চেরাগ কম্পলেক্স

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭

ভাই ভালো আছেন? এক কাপ চা খাওয়াতে পারেন?
অনেকদিনের পরিচিত চা বিক্রেতা। প্রায় সমবয়সী।

ভাইজান, কড়া লিকার হবে না। রেডিমেড হবে। সবাই ডিস্পজেবল কাপে খাচ্ছে।

ভাইটাকে বেশ ভালে লাগে। গুছিয়ে গল্প করতে জানেন।

- আচ্ছা বসুন, দেখছি।

বসলাম। মাথায় গভীর দুশ্চিন্তা। মহামারীর সময়। রোগটাকে পাত্তা না দিলেও অর্থনৈতিক চাপ থেকে মুক্তি নেই। এর ওপর আমি সদ্য স্নাতক। খুব সম্ভবত সামনে মাসে বাড়ী থেকে টাকা আসবেনা। কয়েকদিন উপোস থাকতে হবে, ভাবতেই পেটে কামড় দিচ্ছে। ৪১ তম বিসিএস প্রিলিমিনারি আটকে আছে করোণার কারণে। যেকোন সময় বিজ্ঞপ্তি দেবে। এদিকে প্রস্তুতির অবস্থা যাচ্ছেতাই। বই কিনেছি দুবছর হল, সবগুলোই খাটের নিচে। ধুলো জমে আছে। টিউশনও জোগাড় করতে পারছিনা। মাথায় জগদ্দল পাথর, পর্বত চেপে আছে।

-ভাই, চা নিন। দেখুন চিনি ঠিকঠাক আছে কিনা।

হ্যাঁ। সেই চিরচেনা বিরাট কাপে ধোঁয়া উড়ানো চা। একটা সিগারেট নিয়ে চায়ে চুমুক দিলাম।

খালি পেটে দিনের প্রথম সিগারেট, তাই বোধহয় মাথায় চক্কর দিল। চিন্তার খেলা শুরু হল।



প্রশ্ন - জগদ্দল পাথর কোনটা? বিসিএস সিলেবাস?

উত্তর - নয়তো কী? ৫০০ তলা বিল্ডিংয়ের সিড়ি বেয়ে ওঠা।

প্রশ্ন - তাহলে তো জগদ্দল পর্বত। তলায় পিষে ফেলবে। আচ্ছা, এই বিসিএস নিয়ে একটু আগে কতক্ষণ চিন্তা করলে?

উত্তর - হয়তো ৫ মিনিট।

প্রশ্ন - এই ৫ মিনিটে সুখচিন্তা আসেনি? এডমিন ক্যাডারে জয়েন করার দিবাস্বপ্ন দেখনি?

উত্তর - হয়তো দেখেছি। তাতে কী?

প্রশ্ন - তখন মনে হয়নি - "আহা,স্বপ্নটা যদি এখনি সত্যি হতো? "

উত্তর - স্বপ্ন ছাড়া কি আর এত চাপ সহ্য হয়?

প্রশ্ন - খেয়াল করো, তুমি স্বপ্ন দেখার সময় পরিশ্রম করার ব্যাপারে পাত্তা দাওনি। বরং, তোমার মন চেয়েছে মূহুর্তে স্বপ্ন সত্যি হোক।

উত্তর - হ্যাঁ, হতে পারে। তো, তাতে কী?

প্রশ্ন - এটা হল আলাদীনের চেরাগ কম্পলেক্স। এর লক্ষন- যখন যা ইচ্ছে, মূহুর্তে পাওয়ার প্রত্যাশা। এই কম্পলেক্সে মজা আছে, তবে পরিশ্রমের ব্যাপারটা অনুপস্থিত। কারণ পরিশ্রমের ক্লান্তিচিন্তা কষ্টকর। তাই আলাদীনের চেরাগ কম্পলেক্সে পরিশ্রম এর অস্তিত্ব নেই।

উত্তর - বুঝলাম। আলাদীনের চেরাগ কম্পলেক্সে আনন্দ আছে। সমস্যা একটাই, এটা দিয়ে শুধুই সময় কাটবে। কাজের কাজ হবে কী?

প্রশ্ন - আচ্ছা বাদ দাও। তুমি মেসের কয় তলায় থাকো?

উত্তর - ছ তলায়।

প্রশ্ন - দিনে কয়বার ওঠানামা কর?

উত্তর - ঠিক বলতে পারছিনা। কমপক্ষে ৫ বার তো হবেই।

প্রশ্ন - তাহলে দিনে ৩০ বার ওঠানামা হচ্ছে। মাসে ৯০০ বার। সেক্ষেত্রে তো ৫০০ তলায় ওঠা অতি কঠিন বলে মনে হচ্ছেনা। শুধু সময় বাড়িয়ে দিলেই হয়। আচ্ছা, পরীক্ষা কবে হতে পারে বলে তোমার ধারণা?

উত্তর - কমপক্ষে ছ'মাস। কেন বলতো?

প্রশ্ন - ছ'মাস সময় নিয়ে, ভাগে ভাগে, যেটা করা যায় সহজেই, সেটা ৫ মিনিটে ভেবে অযথা চাপ নিচ্ছ। কেন বলতো?

উত্তর - হয়তো ঐ কম্পলেক্সের কারনে.....



সিগারেট আগেই নিভে গেছে। চা ঠান্ডা হয়ে তব্দা মেরেছে।

" ভাই, আরেকটা কড়া লিকার কড়া চিনির চা দিন। সাথে গোল্ডলিফ।"

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ব্রিলিয়ান্ট স্টোরিটেলিং। সময় নিয়ে ধাপে ধাপে যে কাজ করা সম্ভব, একবারে তাতে সফল হতে গিয়ে আমরা চাপ নিয়ে ফেলি, ফলশ্রুতিতে ব্যর্থ হই। যেকোন বড় কাজে সাফল্যের জন্য ভাল পরিকল্পনা আর তার যথার্থ বাস্তবায়ন দরকার। জানিনা, আপনি সত্যিই বিসিএস দেওয়ার পরিকল্পনা করছেন কিনা। যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

দেখলাম, আপনি ব্লগে নতুন রেজিস্ট্রেশন করেছেন। সামুতে আপনার পথ চলা মসৃণ হোক-এই কামনায়।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

যায়েদ আল হাসান বলেছেন: ভাই, প্রথম দুটো শব্দ লিখে আমার ছাইপাশ লেখার অভ্যাসকে উস্কে দিলেন। অতি মণক্ষুন্ন হলাম।আপনার ওপর লানত নাজিল হোক। আমিন।

গল্পটি আমার বাস্তব জীবন এর প্রতিচ্ছবি। লিখে আনন্দ পেয়েছি। সামহোয়্যারইন ব্লগে চলার পথে আপনার সংগ পাবো,এই কামনায়।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৫

যায়েদ আল হাসান বলেছেন: ধন্য হলাম।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: পড়লাম আপনার বেশ কয়েকটি পোস্ট। আপনি বেশ যত্ন নিয়ে প্রতিমন্তব্য করেন, এটা যেকোন ব্লগারের জন্যে ভালো একটি গুণ।

আর এই পোস্টটি নিয়ে বলতে গেল বলব, অনেক শিক্ষনীয় একটি ম্যাসেজ দিয়েছেন গল্পের ছলে। গল্পের কিছু কিছু লাইন মনে দাগ কাটার মতো। যেমন আলাদীনের চেরাগ কপ্লেক্স যাতে মজা আছে কিন্তু পরিশ্রম অনুপস্থিত। পোস্টে লাইক!
লিখতে থাকুন এভাবেই। আশা করছি, জলদি প্রথম পাতায় জায়গা পাবেন এবং আরো ভালো ভালো লেখা সবাইকে উপহার দিতে পারবেন।

আমাদের একজন হওয়ায় আপনাকে অভিনন্দন, সামু পরিবারে ভালো সময় কাটুক।
হ্যাপি ব্লগিং!

১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

যায়েদ আল হাসান বলেছেন: প্রতিমন্তব্য - শব্দটা শুনতে অসাধারণ।
আপনার লেখাটি পড়ে আমার কেমন অনুভূতি হচ্ছে জানেন?

আমি অকৃতি অধম বলেও তো কিছু
কম করে মোরে দাওনি;
যা দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া
কেড়েও তা কিছু নাওনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.