![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই রাস্তায় বের হইলে যে কতো কি দেখা যায় বলার বাইরে,
যাই হোক একটা ঘটনা খেয়াল করলাম,
যখন আমরা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রিকশা করি সাধারনভাবেই রিকশাচালক ব্যক্তির সাথে ভাড়ার ব্যপারে দর করা হয়। ভাড়া করার সময় আমাদের ঘটনাটা হয় ঠিক এরকম,
ছাত্রদের ক্ষেত্রে:
ছাত্র : মামা যাবা?
রিকশাচালক : হ্যা চলেন।
ছাত্র : কত মামা?
রিকশাচালক : ২০টাকা দিয়েন।
ছাত্র : (রিকশাতে উঠে) না ১০ টাকা দিমু (যদিও ভাড়া বেশি) ছাত্র মানুষ।
রিকশাচালক বলির পাঠা।
মধ্যবয়সী লোক:
লোক: যাবেন ........ (ভদ্রভাবে)
রি.চা. : যাব
লোক : ভাড়া কত?
রি.চা. : ২০টাকা।
লোক : বিইইইশশশ টাকা (যেন একশ চাইছে) এত টাকা ভাড়া হয় নাকি যে চাইলেই দেব(মাইরাফালামু ভাব নিয়া)?
রিকশাচালক ছোটলোক যাইতে বাধ্য না গেলে যে হতে হবে রপ্ত।
বুড়ো বয়সী:
লোক: এই রিকশা যাবা(রসকষহীনভাবে)
রি.চা: চলেন
লোক: ভাড়া কত?
রি.চা: ২০ টাকা দিয়েন।
লোক: ২০ টাকা এখান থেকে ওখানে (যদিও রাস্তা কিলো তিন) ভাড়া হয় নাকি? বুড়ো মানুষ পাইলেই খালি ভাড়া বাইরা যায় তোমাগো! (চেচামেচি করে)
এবারও নিরব বেচারা
এভাবেই আমরা যে যেভাবে পারি চেষ্টা করি এই লোকগুলোকে ঠকাতে কিন্ত ভাই এরাও তো মানুষ এদেরও তো আছে পরিবার পরিজন।
পুরো লিখতে না পারায় এটুকুই
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩০
শতদ্রু নীল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৬ রাত ৯:২০
বিজন রয় বলেছেন: হা হা হা .............. দারুন।
ব্লগে স্বাগতম।
শতদ্রু একটি নদীর নাম, নামে একজন ব্লগার আছেন এই ব্লগে।
শুভকামনা, শুভব্লগিং।