![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
প্রত্যেক মানুষই মহান আল্লাহ পাকের কাছে অঙ্গিকার করে এসেছে যে, তিনিই একমাত্র আমাদের সকলের মাবুদ।
তাই যারা অবিশ্বাসী হয়ে মৃত্যু বরণ করবে তাদের আর কোনো সুযোগ নেই এ কথা বলার যে,
“আমরা তো একথা জানতাম না।” অথবা “শিরকের সূচনা তো আমাদের বাপ-দাদারা আমাদের পূর্বেই করেছিলেন এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে।”
এ ব্যাপারে কুরআনে আল্লাহ পাক বলেছেনঃ
“আর হে নবী! লোকদের স্মরণ করিয়ে দিন সেই সময়ের কথা, যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, “আমি কি তোমাদের রব নই?” তারা বলেছিল, “নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি।” এটা আমি এ জন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, “আমরা তো একথা জানতাম না।” অথবা না বলে ওঠো, “শিরকের সূচনা তো আমাদের বাপ-দাদারা আমাদের পূর্বেই করেছিলেন এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে। তবে কি ভ্রষ্টাচারী লোকেরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের পাকড়াও করছো?" - (আল আরাফ:১৭২-১৭৩)
হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বরণিত আছে যে, নবী (সঃ) বলেছেন- আরাফার দিন (৯ই যিলহজ) নু’মান নামক স্থানে রুহসমূহের নিকট ওয়াদা নেয়া হয়াছিল। আদম (আঃ) –এর পৃষ্ঠদেশ হতে ওগুলোকে বের করে পিঁপড়ার মত ছড়িয়ে দেয়া হয়েছিল এবং ওগুলোকে জিজ্ঞেস করা হয়েছিলঃ “ আমি কি তোমাদের প্রতিপালক নই ?” সবগুলোই সমস্বরে উত্তর দিয়েছিলঃ “হ্যাঁ, অবশ্যই।“
--– [ইবনে কাসীর-- ইমাম আহমদ (রঃ), ইমাম নাসাঈ (রঃ) এবং ইমাম ইবনে হাতিম (রঃ) বরণনা করেছেন]
©somewhere in net ltd.