![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
এক ব্যক্তি ইমাম আল-হাসান আল-বাসরীর
(রাহিমাহুল্লাহ) কাছে এসে বললো,
“হে আবু সা’ঈদ, আমি আপনার কাছে আমার অন্তরের
কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করছি।”
তিনি উত্তর দিলেন,
“যিকিরের (আল্লাহর স্মরণ) মাধ্যমে অন্তরকে নরম করো। অন্তরে আল্লাহর স্মরণ যত কম হয়, ততই তা কঠিন হয়ে যায়, কিন্তু কোন ব্যক্তি যখন
আল্লাহকে স্মরণ করে তার হৃদয়ের কাঠিন্য বদলে নরম হয় যেমন করে আগুনে নরম হয়ে গলে যায় তামা।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলাকে স্মরণের (যিকির) মতন আর কোন কিছুই হৃদয়ের কাঠিন্য দূর
করে তাকে নরম করতে পারে না। অন্তরের জন্য
নিরাময় ও ঔষধ হলো আল্লাহর যিকির।
ভুলে যাওয়া একটি রোগ এবং এই রোগের
উপশম আল্লাহকে স্মরণ করা।”
[ঈমানী দুর্বলতা : শাইখ মুহাম্মাদ সালিহ আল-
মুনাজ্জিদ, পৃষ্ঠা ৯৩]
>>> "আলোকিত শান্তির বাণী"
----ইসলামি স্কলার এবং চিন্তাবিদদের উদ্ধৃতি॥
©somewhere in net ltd.