নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Green_Bird of Jannah

“Surely in remembrance of Allah do hearts find rest\" [Al Quran-13:28]

আশালিনা আকীফাহ্‌

“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]

আশালিনা আকীফাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

সূর্যের দিকে থুথু দিলেতো নিজের গায়েই পড়ে . . .

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৩

খুব অবাক হই যখন কেউ একজন মুসলিমকে দেখে ইসলাম ধর্মকে যাচাই করেন।

আচ্ছা আপনি কি একজন বাংলাদেশী চোরকে দেখে বলবেন যে পুরো বাংলাদেশীরাই চোর?

একটা পচা ফল খেয়ে কি আপনি সব ফলকে খারাপ বলেন? নিশ্চইয় না।

তবে একজন মুসলিম অপরাধ করলে কোন হিসাবে আপনি ইসলামকে গালি দিয়ে ভাসিয়ে দেন তা কি ভেবেছেন কখনো?

কখনো কি আপনি কুরআন তাফসীর অথবা হাদীস শরীফ এর ব্যাখ্যা পড়ে দেখেছেন?

আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি কুরআন তাফসীর এবং হাদীস শরীফ এর ব্যাখ্যা পড়েন আপনি কখখনো ইসলাম সম্পর্কে একটা খারাপ কথা বলতে পারবেন না। মানুষ কখনোই পারফেক্ট না তাই কারো কর্ম দিয়ে ধর্ম যাচাই করা অত্যন্ত বোকামি।

একজন ব্যক্তি দোষ করলে তার দোষের দায় কখনো তার ধর্মের উপর বর্তায় না এটুকু জ্ঞানতো আশা করি একজন সুস্থ মানুষ হিসেবে আপনার আছে।



এমনও দেখেছি যে একজন অমুসলিম ব্যক্তি ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলামের দোষ খোঁজতে যখন কুরআন শরীফের অর্থ পড়লেন তখন তিনি নিজেই ইসলাম গ্রহণ করলেন, কারন তিনি ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছিলেন।



‘ইসলাম’ শব্দটি এসেছে আরবী ‘আল-সিলম’ যার অর্থ হচ্ছে ‘আত্মসমর্পণ করা’ । এর মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ.করা আরো ভালোভাবে বললে বলা যায়, আমি আমার ইচ্ছাকে মহান আল্লাহ’র ইচ্ছার নিকট আত্মসমর্পণ করলাম এবং আমি এই আত্মসমর্পণ করার মাধ্যমে মহান আল্লাহ’র সকল আদেশ নিষেধ মেনে চলতে বাধ্য হয়ে যাই।



এখন আপনি ভেবে দেখুন যখন আপনি ইসলাম ধর্মকে গালি দিচ্ছেন তা কেবল আপনার স্ব-রুপ উন্মোচন করছে, ইসলাম সম্পর্কে আপনার অজ্ঞতাকেই প্রকাশ করছে। ইসলাম ধর্ম এমন কোনো কিছুনা যে গালি দিলেই তা অশুদ্ধ হয়ে যাবে, সূর্যের দিকে থুথু দিলেতো নিজের গায়েই পড়ে ॥

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২০

রামন বলেছেন:
ভাই , ইসলাম শান্তির ধর্ম , ইসলামে হত্যা করতে বলেনি, ইসলাম ভিন্ন ধর্মের প্রতি সহনশীল এবং সহ অবস্থানে থাকতে পারে এসব মারফতি বাক্য এখন আর হলে পানি পায় না। লেবু কচলালে যেমন হয় , ঠিক তেমনি তেতো হয়ে গেছে কথাগুলো সবার কাছে। জঙ্গিরা তো 'আল্লাহু আকবর' তাকবির দিয়েই মারছে। ইসলাম কিভাবে তার দায় এড়াবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ইসলাম কখনো কারো কাছে দায়বদ্ধ থাকেনা।

আর আপনি যা বললেন তা একজন মুসলিমেরে কর্ম দেখেই বললেন । তাইতো বললাম , ইসলাম জেনে কুরআন তাফসীর এবং হাদীস এর ব্যাখ্যা জেনে তারপর ইসলাম সম্পর্কে বলুন। একজন মুসলিম অপরাধ করলে সেই ব্যক্তিকে আপনি দোষারোপ করতে পারেন , তার বিচার করতে পারেন কিন্তু ইসলামকে গালি দিতে পারেন না।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২

প্রামানিক বলেছেন: দারুণ লিখেছেন, ধন্যবাদ আপনাকে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ॥

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

মুহাম্মাদ হাবীবুল্লাহ বলেছেন: রেড ইন্ডিয়ানদের জাতি ভাইয়েরা যখন পুরো পৃথিবী ধ্বংসযজ্ঞে পরিণত করছে, তখন তোমাদের এসব অনুভূতির অবস্থান কোন গ্রহে হয়? @রামন

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

রামন বলেছেন:
রেড ইন্ডিয়ান আর ইসলামিস্ট একই মুদ্রার এপিঠ, ওপিঠ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

পালের গোদা বলেছেন: ভাই যারা ইসলামকে গালি দিচ্ছে তাদেরকে না বুঝিয়ে যাদের কারনে ইসলাম আজ সারা দুনিয়া্য গালি খাচ্ছে তাদের বোঝান। ইসলাম বর্তমানে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি গালি খাওয়া ধর্ম এবং মুসলিম দেশ বাদে উন্নত বিশ্বের সবখানে সবচেয়ে ঘনিত ধর্ম। এটা কোন কোইনসিডেন্স না। এর কারন খুবই সিম্পল। মুসলিমরা সারা পথিবীতে ইসলামের এইরকম রেপুটেসন ই তৈরি করেছে। একজন বাংলাদেশী চুরি করলেই সব বাংলাদেশীকে চোর বলা হবে না। কিন্তু যদি কোন দেশে দেখা যায় যে বছরের পর পর যত চোর ধরা পড়ছে তার ৯৯% বাংলাদেশী তাহলে ওই দেশে বাংলাদেশের নাম অবশ্যই খারাপ হবে এবং এর জন্য দায়ী হবে যারা চুরি করছে তারা। এছাড়াও তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে যত চুরির ঘটনা ঘটছে তার প্রায় সবগুলোতে কেবল বাংলাদেশীরাই কেন ধরা পড়ছে? তাহলে কি বাংলাদেশীদের কালচারেই এমন কিছু আছে যা চুরি করাকে উৎসাহিত করে? এমন প্রশ্নকারীকে আপনি তখন দোষ দিতে পারবেন না। আপনার বাংলাদেশী চোরদেরকেই দোষ দিতে হবে যারা দেশের নাম খারাপ করেছে। ইসলামী মৌলবাদীদের দ্বারা ধর্মের নামে খুনের ঘটনা আজ নতুন নয়। সাম্প্রতিককালে এরকম অসংখ্য ঘটনা ইসলামী মৌলবাদীরা সারা পথিবী জুড়ে ঘটিয়েছে যার তুলনা্য় অন্য যেকোন ধর্মের মৌলবাদীদের কার্যক্রম সংখ্যাগতভাবে অতি অতি নগন্য। কাজেই তাদের এরকম রেপুটেশন শুধু বাংলাদেশে নয়, সারা পথিবীতে তৈরি হয়েছে। এর জন্য যারা এমন রেপুটেশন তৈরির পেছনে ক্রমাগত ভুমিকা রেখে যাচ্ছে তাদের দায়ী না করে, যাদের কাছে তাদের আচরনের কারনে ইসলাম দিন দিন ঘনার বস্তু হয়ে উঠছে তাদের বোঝাতে এসেছেন? এই মৌলবাদীরা মনে করছে যে তারা ইসলামকে রক্ষা করছে কিন্তু তারা বুঝতে পারছেনা যে তারা বাস্তবে ইসলামকে সারা পথিবীর কাছে কতটা ঘনার বস্তু করে তুলছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: "এই মৌলবাদীরা মনে করছে যে তারা ইসলামকে রক্ষা করছে কিন্তু তারা বুঝতে পারছেনা যে তারা বাস্তবে ইসলামকে সারা পথিবীর কাছে কতটা ঘনার বস্তু করে তুলছে"
হুম, আপনার মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে কতিপয় মুসলিম দোষী , ইসলাম নয়।
:) ধন্যবাদ উপলব্ধি করার জন্য। আমি এটাই বুঝাতে চেয়েছি।

আপনি লিখেছেন, "বাংলাদেশী চোরদেরকেই দোষ দিতে হবে যারা দেশের নাম খারাপ করেছে"

হুম, আমিতো বলেছি যে, দোষ হলো কতিপয় মুসলিমদের ইসলাম ধর্মের নয়। তবে আর ইসলাম ধর্মকে গালি দেয়া কেন? অপরাধী মুসলিমেরে বিচার হতে পারে, শাস্তি হতে পারে কিন্তু ইসলাম ধর্মকে বাজে কথা বলে কি লাভ! হয়তোবা গালিবাজদের আত্নত্রিপ্তি।

কারো কর্ম দিয়ে যদি আপনি তার ধর্ম যাচাই করেন তবে বলব. আপনার বিচার পদ্ধতি ভুল।

"গালি" কখনোই "ভালো" হিসেবে পরিগণিত নয়। তা কেবল ব্যক্তিরই খারাপ দিক উন্মোচন করে।

আর ইসলাম ধর্ম কে গালি দিলে , না মানলে ইসলাম ধর্মের বিন্দুমাত্র ক্ষতি হয়না , ক্ষতি যা হওয়ার ব্যক্তিরই হয়্‍ ।

ইসলাম নির্দেশ দেয় ইসলামকে জানার এবং মানার কিন্তু মানতে বাধ্য করেনা, জুলুম করেনা। আর না মানার পরিণতি তো আমরা ইহকালে ভোগ করছি এবং পরকালেও ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে।

মহান আল্লাহ্ আমাদের সকলকে মাফ করুন, হেদায়াত দান করুন. আমীন ॥

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

মুহাম্মাদ হাবীবুল্লাহ বলেছেন: কখনোই নয়। ইসলাম কখনো অহেতুক বিবাদকে সায় দেয়নি। কুরআন অধ্যয়ন করে দেখ। "ফিৎনা বা বিবাদ হত্যার চেয়েও নিকৃষ্টতম"(সূরা বাক্বারা, আয়াত:১৯১) @রামন

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

পালের গোদা বলেছেন: "হুম, আমিতো বলেছি যে, দোষ হলো কতিপয় মুসলিমদের ইসলাম ধর্মের নয়। তবে আর ইসলাম ধর্মকে গালি দেয়া কেন? অপরাধী মুসলিমেরে বিচার হতে পারে, শাস্তি হতে পারে কিন্তু ইসলাম ধর্মকে বাজে কথা বলে কি লাভ! হয়তোবা গালিবাজদের আত্নত্রিপ্তি।"

একদম ঠিক বলেছেন। এটা অবশ্যই আত্মত্রিপ্তি। যদি আপনি হঠাৎ কয়েক বছর ধরে দেখেন যে দেশে যত খুনি ধোরা পড়ছে সবাই চাকমা, তাহলে আপনার মনে তাদের ব্যাপারে মোটেই ভালো ধারনা তৈরি হবে না এবং যখন কেউ খুন হবে আপনি তাদেরকেই গালি দেবেন। এটা একটা ন্যচুরাল রিসপন্স। ঠিক তেমনি যদি আমেরিকা তে যত চোর ধরা পড়ে দেখা যা্য় সবাই বাংলাদেশী তাহলে বাংলাদেশীদের বাজে রেপুটেশন এর ভার একজন বাংলাদেশী হিসাবে আমাকেও বহন করতে হবে যদিও আমি চোর নই। সেক্ষেত্রে বাংলাদেশীদের চুরির কালচারের সমালোচনা করে কেউ কিছু লিখলে আমি তাকে দোষ দিতে পারি না। দোষ শুধুমাত্র দিতে পারি যারা ামার দেশের নাম খারাপ করেছে তাদেরকে। সেজন্য বলছি আপনি ভুল জায়গাতে শ্রম ব্যয় করছেন। ইসলাম গালি খাওয়াতে আপনার হয়তো খারাপ লাগছে কিনতু একজন মুসলিম হিসাবে মুসলিমদের রেপুটেশনের ভালোটার সুবিধা যেমন আপনি ভোগ করবেন তেমনি তার খারাপটার ভারও আপনাকে বহন করতেই হবে।

"কারো কর্ম দিয়ে যদি আপনি তার ধর্ম যাচাই করেন তবে বলব. আপনার বিচার পদ্ধতি ভুল।

"গালি" কখনোই "ভালো" হিসেবে পরিগণিত নয়। তা কেবল ব্যক্তিরই খারাপ দিক উন্মোচন করে।"

কেউ তো বলেনি যে সেটা ভালো। এটা মানুষের কষ্ট ও ঘনার বহিপ্রকাশ। এবং এর জন্য দা্য়ী খুনিরা। দয়া করে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন। যতদিন মুসলিমরা ধর্মের নামে হত্যা চালিয়ে যাবে ততদিন এর নাম খারাপ হতে থাকবে এবং তার বহিপ্রকাশ ও থাকবে। এবং সাথে এই প্রশ্নটাও থাকবে, "কই অন্য কোন ধর্মের অনুসারীরাতো ধর্ম রক্ষার নামে লেখক আর কার্টুনিস্ট দেরকে হত্যা করে না? শুধুমাত্র এই ধর্মের লোকেরাই কেন এটা করে?"। গালি যতই খারাপ হোক, তাতে অন্তত কারো প্রান তো যায় না তাইনা? রেপুটেশন ইস ইমপর্টেন্ট। পথিবীর বিভিন্ন দেশে শুধুমাত্র রেপুটেশন এর উপর বেস করে ইমিগ্রশন পলিসি ঠিক করা হয়। সেসব দেশের সব মানুষ নিশ্চয় একরকম না তাইনা? দেশের রেপুটেশন এর ভার তারপরেও বহন সবাইকেই করতে হয় তারা ব্যক্তিগতভাবে যেমনই হোক না কেন।

"আর ইসলাম ধর্ম কে গালি দিলে , না মানলে ইসলাম ধর্মের বিন্দুমাত্র ক্ষতি হয়না , ক্ষতি যা হওয়ার ব্যক্তিরই হয়্‍।"

সেজন্যই তো বলি যাদের কাজে আপনার বা আপনার ধর্মের বিন্দুমাত্র ক্ষতি হয়না তাদের পেছনে শ্রম ব্যয় না করে যাদের কাজে আপনার ধর্মের নাম খারাপ হচ্ছে তাদের ব্যাপারে কিছু করা যা্য় কিনা দেখুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আপনিও কম শ্রম ব্যয় করেননি আমার পোষ্ট এ মন্তব্য করে আমাকে বোঝানোর জন্য :)
জানিনা এই শ্রমের বিপরিতে আপনার জন্য কি আছে!
তবে আমি যে শ্রম ব্যয় করেছি "ইসলামকে গালি না দেয়ার জন্য" তার জন্য ইসলামে রিওয়ার্ড এর ব্যবস্থা আছে।
আলহামদুলিল্লাহ. মহান আল্লাহ্ পাক প্রতিটা ভালো কাজেরই রিওয়ার্ড দিবেন :)
যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা থাকে তবে অবশ্যই আমার কথা গুলোর অর্থ বুঝতে পারবেন আশা করি। মহান আল্লাহ্ আমাদের সকলকে পথ দেখান. আমীন॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.