নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Green_Bird of Jannah

“Surely in remembrance of Allah do hearts find rest\" [Al Quran-13:28]

আশালিনা আকীফাহ্‌

“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]

আশালিনা আকীফাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

হায়! তোমাদের মানবতা'র এত রঙ!!!

০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

* * * দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম রেজোয়ান হক। তার বাবা হাবিবুল হক হাতকড়া পরানোর সময় পালিয়ে যান। পরে পুলিশ রেজোয়ানকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি (রেজোয়ান) মাটিতে পড়ে যান। এ সময় পুলিশ অস্ত্র ঠেকিয়ে তাঁর পেটে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

* * * একদিনে পুলিশের হাতে মারা গেছেন তিনজন, যাদের শরীরে ৫৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনো কি বৈধ হতে পারে? নিশ্চয়ই না, তবে এদের জন্য তো তথাকথিত “মানবতাবাদী”দের চোখ থেকে একফোটা জল পড়েনা, এদের জন্য ঢাবিতে কোনো মিছিল হয়না, এদের জন্যতো রাত দিন রাস্তায় বসে স্লোগান দেয়া হয়না ...
যেকোনো হত্যাইতো অপরাধ, তাহলে কিছু হত্যাকে তোমরা বৈধতা দিবে আর কিছু হবে অবৈধ!!!
হায়রে তোমাদের মানবতার কত রঙ!!!
এভাবে নিজেদের মনগড়া "নিয়মের" নামে দিয়ে "অনিয়মের" প্রচলন করলে একসময় নিজেকেই এর শিকার হতে হয়...
ন্যায়-কে ন্যায় আর অন্যায়-কে অন্যায় হিসেবে যতদিন তোমরা মেনে চলবেনা ততদিন তোমাদের এই দূষিত সমাজের অন্ধকার দূর হবেনা, তোমাদের মানবতার কথা কেবল দুর্গন্ধই ছড়াবে....
/:) /:) /:)

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনো কি বৈধ হতে পারে? নিশ্চয়ই না, তবে এদের জন্য তো তথাকথিত “মানবতাবাদী”দের চোখ থেকে একফোটা জল পড়েনা, এদের জন্য ঢাবিতে কোনো মিছিল হয়না, এদের জন্যতো রাত দিন রাস্তায় বসে স্লোগান দেয়া হয়না ...
যেকোনো হত্যাইতো অপরাধ, তাহলে কিছু হত্যাকে তোমরা বৈধতা দিবে আর কিছু হবে অবৈধ!!!
হায়রে তোমাদের মানবতার কত রঙ!!!
এভাবে নিজেদের মনগড়া "নিয়মের" নামে দিয়ে "অনিয়মের" প্রচলন করলে একসময় নিজেকেই এর শিকার হতে হয়...
ন্যায়-কে ন্যায় আর অন্যায়-কে অন্যায় হিসেবে যতদিন তোমরা মেনে চলবেনা ততদিন তোমাদের এই দূষিত সমাজের অন্ধকার দূর হবেনা, তোমাদের মানবতার কথা কেবল দুর্গন্ধই ছড়াবে....

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.