![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
“শিক্ষা জাতির মেরুদন্ড” – এ কথাটি ছোটবেলা থেকেই শুনে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে বাক্যটির সাথে আরও একটি শব্দ যোগ করা প্রয়োজন, তা হলো “নৈতিক”।
হুম, “নৈতিক শিক্ষা জাতির মেরুদন্ড”। বর্তমানে শিক্ষিত মানুষদের অনৈতিক কার্যকলাপের যে ছড়াছড়ি দেখতে পাচ্ছি আর অতি উচ্চশিক্ষিত মানুষেরাই তা সমর্থন করে চলেছেন, এভাবে চলতে থাকলে এ জাতির মেরুদন্ড আর থাকবেনা, অচিরেই বিকৃত রুচির মানুষে ভরপুর হয়ে জংলী জাতির দেশ হয়ে যাবে। তাই বাবা-মায়েরা তাঁদের সন্তানদের শিক্ষালয়ে ভর্তি করার আগে একটু যাচাই করে নিবেন যে সেখানে “নৈতিক” নাকি “অনৈতিক” শিক্ষা দেয়া হয়, যারা শিক্ষা দেন তাঁদের মস্তিস্ক আসলেই সুস্থ আছে কিনা।।
২| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
রুমি৯৯ বলেছেন: মুক্তচিন্তা = মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবার দৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল স. কে মুক্তবাকে অপমান করা, ইসলামকে ব্যঙ্গ করা, গালিগালাজ করা। কিন্তু মুক্তভাবে সেগুলোর জবাব দেয়া = চেতনা বিরোধী কথা বলা, স্বাধীনতার বিপক্ষে কথা বলা।
তাহলে চেতনা = মুক্তচিন্তা = স্বাধীনতার পক্ষের মানুষ। আর ইসলাম = বাধাগ্রস্ত চিন্তা = স্বাধীনতার বিপক্ষে এবং জঙ্গী।
আচ্ছা, তাহলে উন্মুক্ত পরিবেশে অস্ত্র উঁচিয়ে চলা, ভার্সিটিতে অস্ত্রসহ মিডিয়ার সামনে মারামারি করা = চেতনা। কিন্তু কখনো অস্ত্রের গন্ধও খুঁজে না পাওয়া মাদ্রাসা = জঙ্গী। আচ্ছা, আচ্ছা..
কিন্তু তাহলে এন্ক্রিপ্টেড ভাইবার কল ডেক্রিপ্ট করা = ইন্টেলিজেন্সের সাফল্য। আর পুলিশের একাধিক বাহিনীর সামনে, সিসিটিভির ক্যামেরার রেঞ্জের ভেতর কাউকে মেরে ফেলা, এরপর টুইটারে কথিত স্বীকার করে একাউন্ট বন্ধ করে দেয়া এবং এখন পর্যন্ত তা ধরতে না পেরে প্রমাণ ছাড়াই এটাকে ইসলামী জঙ্গিবাদ বলা = চেতনা?
কে মারল, কেন মারল কোনো প্রমাণ না পেয়েই ইসলামের বিরুদ্ধে মিছিল করা, মুসলিমদের কুকুর বলা = চেতনা? ওকে!
মাস দুয়েক ধরে প্রতিদিন এতজন মানুষ নৃশংসভাবে মারা যাচ্ছে, কয়েকদিন আগে লঞ্চডুবিতে কত মানুষ মারা গেল, কোনো কিছুতেই শাহবাগ আসল না = চেতনা? আর একজনের মৃত্যুতে তার প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করার দাবী না করে তার বে-আইনি হেইট স্পিচ কন্টিনিউ করার ইন্সপায়রেশন দেয়া ও অঙ্গীকার করা = চেতনা? আচ্ছা!
দেশের শাসকদের ব্যাপারে সামান্য কিছু লেখাকে আইসিটি আইনে দণ্ড দেয়া = চেতনা। কিন্তু কোটি কোটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ করে লিখে পার পেয়ে যাওয়া = মুক্তচিন্তা?
- আচ্ছা বুঝলাম, অনেক হলো।
- কী বুঝলে? বলো, চেতনা আর মুক্তচিন্তা কাকে বলে?
- বুঝলাম যে এ শব্দদুটির পরিধি আর ভ্যারিয়েশন আয়ত্ত করা আমার পক্ষে সম্ভব না। নেক্সট কোনো পি.এইচ.ডি স্টুডেন্টের থিসিসের বিষয় হতে পারে এটা!
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
আশালিনা আকীফাহ্ বলেছেন: ভাই তাঁদের মুক্তচিন্তা নিয়ে এত দুশ্চিন্তা করছেন কেন?
পৃথিবীতে মানুষকে তো লাগাম ছাড়া উটের মতো ছেড়ে দেয়া হয়নি এবং দুনিয়াতে যার যা মন চাইবে তাই করে যেতে থাকবে এজন্য যে কারো কাছে কোন জবাবদিহি করতে হবে না তা তো নয়।
মহান আল্লাহ্ পাক বলেছেনঃ
“তোমরা কি মনে করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে না।” (আল মু’মিনূন, ১১৫)
০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৯
আশালিনা আকীফাহ্ বলেছেন: “আমি আকাশসমূহ ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে বিশ্ব-জাহান রয়েছে তাদেরকে খেলাচ্ছলে সৃষ্টি করিনি। আমি তাদেরকে সত্য সহকারে সৃষ্টি করেছি। কিন্তু অধিকাংশ লোক জানে না। আসলে চূড়ান্ত বিচারের দিনে তাদের সবার জন্য উপস্থিতির সময় নির্ধারিত রয়েছে।” (আদ দুখান, ৩৮-৪০)
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
কুষ্টিয়ারশুভ বলেছেন: Click This Link