নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Green_Bird of Jannah

“Surely in remembrance of Allah do hearts find rest\" [Al Quran-13:28]

আশালিনা আকীফাহ্‌

“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]

আশালিনা আকীফাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া : কত বড় আব্বা ?

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪


লিখেছেনঃ মোঃ রেজাউল করিম ভুঁইয়া।

''ভারত বাংলাদেশকে ৩ দিক থেকে ঘিরে রেখেছে। ভারতের উপর বাংলাদেশ ডিপেন্ডেন্ট। ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে শেষ করে দিতে পারে। ভারত কতই না উন্নত.... --- ভারতের সাথে পারাপারি করে পারা যাবে না, ভারতের প্রভুত্ত্বে জীবন বিসর্জন দেয়াই হবে বুদ্ধিমানের কাজ'' :: বাংলাদেশের বহু লোক এ ধরণের মনমানসিকতা বহন করে। মানুষের এই এসাম্পশন যে কারণেই হোক না কেন , তা স্ট্যাটিকাল ডেটা সাপোর্টেড না। আসলে ডেটা বেইস থেকে দেখা উচিত, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে আমরা ভারতের উপর কতটা নির্ভর করি। ভারত আসলে আমাদের কতটা বিপদে ফেলানোর শক্তি রাখে?

দেখুন বাংলাদেশের এক্সপোর্ট পার্টনারদের : বাংলাদেশের মোট এক্সপোর্ট দুনিয়ার কোন কোন দেশে শতকরা কত ভাগ :

European Union 53.3%
United States 21%
Canada 4.2%
Turkey 2.7%
Japan 2.2%

এবার দেখুন ইমপোর্ট পার্টনার দের :

Thailand 22.8%
India 11.2%
China 8.8%
European Union 6.6%
Indonesia 6%

দেখুন বাংলাদেশের এক্সপোর্টে ভারতের নাম-গন্ধও নাই (যেটা আসলে খুবই আনন্দের কথা )। আর ইমপোর্ট এ মাত্র ১১ পার্সেন্ট ভারতের দখলে। যেহেতু এটা ইমপোর্ট, ভারত বাদ দিয়ে অন্যদেশ থেকেও ইমপোর্ট করলেও আসলে হয়, দাম খুব একটা হেরফর হবে না। এক্সপোর্ট এ যদি ভারতের অংশ থাকতো তাহলে না হয় কথা ছিল। আসলে মেজর এক্সপোর্ট আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নে, এরা ইচ্ছা করলে বাংলাদেশের অর্থনীতিতে ক্রেডিবল চাপ দিতে পারবে। [নেপাল এবং ভুটান এর ইকোনমিক ডাটা দেখলেই বুঝবেন , ওরা ইন্ডিয়ার উপর কতটা নির্ভরশীল, ওদের এক্সপোর্ট এর ৫০% এর বেশী ইন্ডিয়ায় হয়, তার মানে পুরোপুরি ইন্ডিয়া ডিপেন্ডেন্ট । নিশ্চিতভাবেই, বাংলাদেশেই সেই অবস্থা নয়, এখন পর্যন্ত]

তার মানে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ ভারতের উপর কোনভাবেই নির্ভরশীল না (মানে টিকিটুকুও নির্ভরশীল না)। কিছু চাল-পেঁয়াজ-গরু চোরাকারবারি বন্ধ করতে পারবে বড়জোর ভারত, যেগুলো আবার বাহির থেকে একটু উচ্চমূল্যে বাংলাদেশ কিনে নিতে পারবে। তার মানে বাংলাদেশকে ক্রিপলিং ইকোনমিক স্যাংশন ভারত আসলে দিতে পারবে না। ইউক্রেন যেভাবে রাশিয়ার কাছে গ্যাস এর জন্য ঠেকা , সেভাবে বাংলাদেশ ভারতের কাছে কোন কিছুর জন্য আসলে ঠেকা নয়।

অর্থনীতি তো গেল। দেখি আর্মির অবস্থা। বাংলাদেশের মিলিটারী ইকুইপমেন্ট কিনে কোত্থেকে ? বাংলাদেশের আর্মস সাপ্লাইয়ারদের দেখুন।
China
France
Germany
Russia
Turkey
United Kingdom
Indonesia
United States
Malaysia
South Korea
তার মানে সেনাবাহিনীর অস্ত্রের জন্যও বাংলাদেশ ভারত নির্ভর নয়, এতটুকুও নয়।
যদি ইউরোপীয় ইউনিয়নভুক্তদেশগুলোর পার ক্যাপিটা জিডিপি(নোমিনাল) দেখেন, দেখবেন ২০ হাজার থেকে ৫০ হাজার ডলার/পার হেড। আমেরিকা, অস্ট্রেলিয়াও সেই রকমই। আর ইন্ডিয়া? বাংলাদেশ? পাকিস্তান? যথাক্রমে
ইন্ডিয়া: ১৫০৯ডলার(১৪২তম),
বাংলাদেশ ১০৩৩ডলার(১৫৫তম),
পাকিস্তান ১৩১২(১৪৬তম)।{আই এম এফ এর ডাটা}

তার মানে উন্নত বিশ্বের তুলনায় ইন্ডিয়া যতটুকু গরিব , বাংলাদেশ মোটামুটি ততটুকুই গরিব , সবাই বেকবেঞ্চার। কেউই ধনী নয়। মানে ভারত আসলে এতবড় কোন সুপার পাওয়ার এখনও হয়ে উঠেনি। ইন্ডিয়ার উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার ঝাড়খন্ড এবং আসামের (সব যোগ করলে ইন্ডিয়ার প্রায় ২৫% স্থান হবে) জিডিপি বাংলাদেশ থেকে কম তা জানেন?

সত্যকথা হল, বাংলাদেশ ভারতের উপর এতটুকুও ডিপেন্ডেন্ট নয়। কিন্তু বাংলাদেশের জনগণ যে ভারতকে বহুত কিছু মনে করে? এমনটা কেন?

এমনটা মানে ভারতকে বহুত বড় আব্বা মনে করা টা আসলে একটি মিডিয়া সৃষ্ট মানসিক রোগ।

তো , এই মানসিক রোগ আমাদের কেন হল? কারণ আমাদের মিডিয়া এবং একটি রাজনৈতিক দল । আমাদের মিডিয়া এবং একটি রাজনৈতিক দলের পিছনে একটা বড় ইনভেস্টমেন্ট আছে ই্ন্ডিয়ার ,সেই নির্দিষ্ট প্রো-ইন্ডিয়ান দলকে ক্ষমতায় রাখতে ইন্ডিয়াকে বাংলাদেশের মিডিয়া পুষতে হয় । তাই প্রো-ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়াকে ম্যাগনিফাইং গ্লাসের নীচে রেখে দেখায় , আর খুব প্রভুভক্ত হতে শিখায়। মিডিয়া আমাদের শিখায় ''ওদের অনেএএএএক শক্তি, ওরা তোকে খাওয়ায় , পরায়, ওদের সাথে পারবিনা, ওদের প্রভুভক্ত হ, তোর কাজ ঘেউ ঘেউ করা, হালুম হালুম করতে চাস কেন?''....

মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মন মানস ইন্ডিয়া নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালায়। এবং একটি বিশেষ রাজনৈতিক দলকে ইন্ডিয়া অর্থ দিয়ে , জায়গা দিয়ে, কিছু 'দালাল' দ্বারা পত্রিকায় কলাম লিখিয়ে, টিভি চ্যানেলে দেখিয়ে সর্বদা ক্ষমতায় রাখতে চায়। যাতে আস্তে আস্তে , বাংলাকে গিলে খাওয়া যায়। এখন সেই প্রক্রিয়াই চলছে।

হাস্যকর ব্যাপার হল, ইন্ডিয়ার বাজেটে 'বাংলাদেশের পিছনে খরচ' নামে একটা খাত বহুদিন ধরেই আছে। এই খাতে তারা প্রচুর খরচ করেও থাকে (একটি রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখার খরচ, তার নির্বাচনের খরচ, বুদ্ধিজীবি, পেপার পত্রিকা, টিভিচ্যানেল এর পিছনে খরচ ...)। এটা নিয়া মাঝে মধ্যে কথাও হয়। ব্যাপারটা কিরকম ওপেন সিক্রেট চিন্তা করেন্ ।

কিন্তু ইন্ডিয়ার যে ১৫ লক্ষ আর্মি ? হ্যাঁ, কিন্তু তার ৭ লক্ষই আছে কাশ্মীরে, লক্ষাধিক আছে পাকিস্তান বর্ডারে আরও লক্ষাধিক আছে চায়না বর্ডারে। বাংলাদেশে পাঠানোর মতন হয়তো ৩-৪ লাখ তার অবশিষ্ট থাকে। বাংলাদেশ দখলের জন্য যথেষ্ঠ নয়। এক কোটি লোকের মুসলিমদেশ কাশ্মীর দখলে রাখতে যদি সাত লক্ষ ইন্ডিয়ার সৌলজার দরকার হয়, ১৬ কোটি লোকের একটি মুসলিমদেশকে দখলে রাখতে কি পরিমান আর্মি লাগবে চিন্তা করেন? দীর্ঘদিন গেরিলা আক্রমন এর মুখে টিকে থাকতে যে ইকোনমিক ব্যাকআপ দরকার তা কিন্তু ইন্ডিয়ার নাই, সেটা আম্রিকা, রাশিয়ার থাকতে পারে। আর বাংলাদেশ মুসলিমদেশ হওয়ায় এবং ওআইসি ভুক্ত দেশ হওয়ায়, অন্য মুসলিমদেশগুলো ইন্ডিয়ার উপর প্রেসার ক্রিয়েট করবে, যদি ইন্ডিয়া আর্মি নিয়ে বাংলাদেশে ঢুকতে চায়। তার মানে ব্যাপারটা এত সহজ নয়। [আর সব দেশই নিজের আর্মির সংখ্যা একটু বেশী দেখায়, আমি মনে করি ইন্ডিয়াও এই কাজটা হয়তো করে]

তার মানে আমি বলতে চাচ্ছি, দালাল মিডিয়া এবং একটি রাজনৈতিক দল কর্তৃক বিভ্রান্ত হয়ে আমরা ইন্ডিয়া কে যত বড় বাপ মনে করি, আসলে ইন্ডিয়া তত বড় বাপ নয়। হ্যাঁ , ইন্ডিয়া একটা পাওয়ার, এর কারণ তার আয়তন এবং জনসংখ্যা অনেক বেশী, তাই তার সর্বমোট জিডিপি বেশী(পার হেড জিডিপি খুব বেশী নয়), মার্কেট টা বড় -- এতটুকুই। ভয়ে হাত পা কাঁপার মত কোন শক্তি ইন্ডিয়া নয়, আমাদের মতই এক ব্যাকবেঞ্চার মাত্র ।

মিডিয়া কর্তৃক সৃষ্ট মানসিক রোগ থেকে দূরে থাকুন। ইন্ডিয়ার চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শিখুন, হালুম হালুম করুন, ঘেউ ঘেউ নয়।' বাংলাদেশ ভারতের উপর ডিপেন্ডেন্ট' -- এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন.....ভারত জুজুর ভয় থেকে নিজেকে মুক্ত করুন..... যেই সব মিডিয়া এবং দল ইন্ডিয়ার দালাল, তাদের থেকে দূরে থাকুন।


{বহুল প্রচলিত ডাটা হওয়ায় উইকি থেকেই ডাটাগুলো দেয়া হয়েছে।}

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

রায়হান চৌঃ বলেছেন: তথ্যবহুল........... আনেক সুন্দর লিখেছেন..

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: লিখেছেনঃ মোঃ রেজাউল করিম ভুঁইয়া। :)
অনেক ধন্যবাদ.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.