নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Green_Bird of Jannah

“Surely in remembrance of Allah do hearts find rest\" [Al Quran-13:28]

আশালিনা আকীফাহ্‌

“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]

আশালিনা আকীফাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এক পরাধীন দেশ

২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫১

ইতিহাস থেকে শিক্ষা গ্রহন না করলে বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এমনটাই শুনেছি।

তাহলে যে স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিলো, সেই স্বাধীনতা যদি আবার হরণ হতেই থাকে তবেতো আরও একটি মুক্তিযুদ্ধের পুনরাবৃত্তি আশঙ্কা করি।

তখন স্বাধীনতার পক্ষের দল হবে যারা শোষিত হচ্ছে, আর বিপক্ষ দল হবে তারাই যারা সারা দিন-রাত মুক্তিযুদ্ধ , স্বাধীনতাকে পুজি করে শোষণ করে যাচ্ছে।

বর্তমান প্রেক্ষাপট তাই বলে।

শহীদদের রক্ত এখনো মুছে যায়নি,
নির্যাতিত মা বোনদের চোখের জল এখনো শুকায়নি ॥

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৫৩

কলাবাগান১ বলেছেন: "বাংলাদেশ এক পরাধীন দেশ" কেননা বাংলাদেশে রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা উঠে

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৩

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: "বাংলাদেশ এক পরাধীন দেশ" কেননা এদেশরই কিছু সুবিধা ভোগী, ক্ষমতা লোভী এবং মুক্তিযুদ্ধের চেতনার নামধারী রাজনিতিবিদ ওই রাজাকারদেরকে নিজেদের স্বার্থে সংসদে বসার সুযোগ করে দিয়েছিলো, তাই রাজাকাররা তাদের গাড়িতে এদেশের পতাকাও উড়াতে পেরেছিলো।

অন্ধকার যে কারনে নেমে আসে আগে সেই কারণটা নির্ণয় করে তা নির্মুল করা উচিত।

২| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪২

যোগী বলেছেন:
একমাত্র রাজাকার জামাত-শিবিররাই এই দেশটাকে পরাধীন ভাবে। কারন তারা ৭১ এ পরাজিত হয়ে পরাধীন হইছে।
তারা কী আর একটা নতুন কোন যুদ্ধের স্বপ্ন দেখছে?

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: জামাত-শিবির কি সপ্ন দেখে তা আমার পোষ্টের কমেন্টে জিজ্ঞেস না করে সরাসরি তাদেরকে ধরেই জিজ্ঞেস করুন।

আমাদের মতো সাধারণ মানুষদের অর্থ লোপাট করে যখন তারা ফুলে ফেপে উঠে এই আমাদেরকেই তাদের রাজনীতির বলির পাঠা বানায় তখন কি করে বলি এদেশ স্বাধীন!

আমাদের ইচ্ছা, আমাদের মত প্রকাশের স্বাধীনতা সবই আজ শেকলে আবদ্ধ করা হয়েছে।

নেই নিশ্চিন্তে বেচেঁ থাকার অধিকার্।
টাকা দিয়ে আইন শ্রিংখলা বাহিনীকে চাবি দেওয়া পুতুল বানানো হয়েছে।

দুঃখিত, আমরা ভুক্তভোগী, তাই এদেশকে সাধীন ভাবতে পারছিনা ।

আপনিও সেই দালালদের পক্ষেই সাফাই গাইলেন?


আশা করি পোষ্ট পড়ে কমেন্ট করবেন।

৩| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৭

রানার ব্লগ বলেছেন: ভুতের মুখে রাম নাম !!!

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৯

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: দুঃখিত ভাইয়া, আপ্নার কমেন্টের অর্থ বুঝিনি। দয়া করে বুঝিয়ে বলবেন?

৪| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই আগে বিদেশী শোষণ করতো । আর এখন দেশের মানুষ অবৈধভাবে শোষণ করছে ।

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩২

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: জি ভাইয়া, আপনিই আমার পোষ্টের অর্থ বুঝতে পেরেছেন।
অনেক ধন্যবাদ :)

৫| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২১

যোগী বলেছেন:
ভালোইতো আপনার ভাবনা আর জামাত-শিবিরের ভাবনা মিলে গেছে। এবার তাদের সাথে যোগ দিয়ে একটা যুদ্ধ শুরু করুন।

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: মুখস্ত বুলি আওড়াচ্ছেন কেন!

আবারো বিনয়ের সাথে বলছি পোষ্ট পড়ে বুঝে তবেই কমেন্ট করুন।

৬| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

সাদী ফেরদৌস বলেছেন: আজকাল সামু ব্লগে মানসিক ভাবে অসুস্থ মহিলা ছাগুদের ও আমদানি ঘটেছে দেখছি ।

২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ভাইয়া, সুন্দর কথা সুন্দর মনের পরিচয় দেয়।
কমেন্টে আপনার উল্লেখিত শব্দগুলো আপনাকে ভালোভাবেই পরিচয় করিয়ে দিল।

এই ব্লগে যারা একটিভ আছেন তাদের কাছ থেকে আমি এমন শব্দ আশা করিনি।

আর আমার পোষ্টটি হচ্ছে সাম্প্রতিক কিছু শাষকগোষ্ঠির নিপিড়ন নিয়ে, নিরাপত্তা হীনতা এবং সাধারণ মানুষকে জিম্মি করে যারা রাজনীতি করে তাদের নিয়ে।
নিপিড়িত জনগণ যদি তাদের কষ্টের কথা প্রকাশ করতে নাই পারে তবে আর গণতন্ত্র থাকলো কোথায় ।

আশা করি বুঝতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.