নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Green_Bird of Jannah

“Surely in remembrance of Allah do hearts find rest\" [Al Quran-13:28]

আশালিনা আকীফাহ্‌

“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]

আশালিনা আকীফাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধার দাড়ি ধরে চড় - থাপ্পর মারলেন আ’লীগ নেতা !!!

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫২

মুক্তিযোদ্ধার দাড়ি ধরে চড়-থাপ্পর মারলেন আ’লীগ নেতা।

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরগুনার তালতলী উপজেলায় এক মুক্তিযোদ্ধার দাড়ি ধরে টানাটানি করে তাকে চড়-থাপ্পার মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক জমাদ্দার।"

আরও নাকি বলেছেন, 'সারা দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের বসিয়ে বসিয়ে ভাতা দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রের অর্থ নষ্ট করছেন।' !!!
সূত্র: Click This Link

কয়েকটি অনলাইন পত্রিকায় এসেছে খবরটি। ঘটনা যদি সত্যি হয় তাহলে-

ভাবছি, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অহঙ্কারের সীমা নেই, যাদুঘর, নাটক, সিনেমা, গান, চিত্র প্রদর্শনী আরও কত আয়োজন!

কিন্তু এই মুক্তিযুদ্ধে যারা ভুমিকা রাখলেন তাঁদেরকে এভাবে অপমান করার চিত্র কি সব আয়োজনকে ব্যর্থ করে দেয় না! ? ? ?

হুম, জানি সবাই আওয়ামী লীগ নেতা ফজলুল হক জমাদ্দার এর মতো নন। প্রত্যাশা থাকলো ন্যায় বিচারের ॥

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০

কাউন্টার নিশাচর বলেছেন: স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ। তারা মুক্তিযোদ্ধার দাড়ি ধরে চোর থাপ্পড় মারে কেন?
B:-) B:-) B:-)

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩৪

কলাবাগান১ বলেছেন: কার মুখে এই কথা?? রাজাকার যখন মুক্তিযোদ্ধাকে পিঠে লাথি মেরেছিল (যেটা ছবি সহ পত্রিকায় এসিছিল), তখন কেন প্রতিবাদ করেন নাই???

এখন আপনার আসল উদ্দেশ্য তো মুক্তিযোদ্ধার অপমানের বিচার না.... আসল উদ্দেশ্য হল ....

২৯ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: "কার মুখে কি কথা" বলতে কি বুঝাচ্ছেন বুঝিনি।

আপনি যদি আমার জন্ম হওয়ার আগের ঘটনার সূত্র ধরে বলেন তখন কেন প্রতিবাদ করিনি তবে এর উত্তর আমি কিভাবে দিব?

আমার নিজ চোখে আওয়ামী লিগ ও রাজাকার গঠিত শাষন ব্যবস্থা এবং বিএনপি ও রাজাকার গঠিত শাষন ব্যবস্থা- এই দুটি রাজনৈতিক দলের শাষন দেখার সুযোগ হয়েছে। আর এদের প্রত্যেকের কারনেই আমরা ভুক্তভোগী হয়েছি। কিন্তু কখনো মাথা নুয়াইনি।

তাঁরা যখনই ক্ষমতায় এসেছেন নিজেদের ক্ষমতা নিয়েই ব্যস্ত থেকেছেন। তাঁরা আমাদের সাধারণ মানুষকে এবং মুক্তিযুদ্ধ শব্দ ব্যবহার করেই ক্ষমতায় যান আবার আমাদেরকেই পুড়িয়ে মারেন, আমাদের অর্থ লোপাট করেন, হুমকি দেন, আমাদের জমি দখল করেন, খুন, গুম করেন।

দুঃখিত, তাই কাউকেই সমর্থন করতে পারছিনা। অন্যায় যেই করুক, যে দলেরই হোক তার ন্যায় বিচার হওয়া চাই। কোনো দলের অন্যায় গ্রহণযোগ্য নয়। এসব রাজনৈতিক দলের আক্রমণের শিকার কেন আমরা সাধারণ মানুষেরা হব?

এখন আপনি যদি কাউকে সমর্থন করেন আর তারা যদি অন্যায় করে, আর তা ঢেকে দেওয়ার জন্য আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে আরেক দলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন তবে বলতে হয় তা আপনার মনের সমস্যা।

আমার ব্লগে প্রত্যেক দলের অন্যায়ের কারনেই কিছুনা কিছু লেখা হয়েছে এবং তা সত্য ঘটনা অবলম্বনে।

আশা করি আপনার একতরফা মনোভাব অন্যের উপর চাপিয়ে দিবেননা ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.