![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
পিএইচপির হাত ধরে তৈরি হচ্ছে বাংলাদেশে প্রথম গাড়ি। বেসরকারি উদ্যোগে দেশে এই প্রথম গাড়ি প্রস্তুত করতে যাচ্ছে বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। বছরে এক হাজার ২০০ গাড়ি উৎপাদন ক্ষমতা নিয়ে বেসরকারি উদ্যোগে দেশে প্রথম গাড়ি সংযোজন কারখানা স্থাপন করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি পরিবার। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই এই কারখানায় উৎপাদিত সেডান কার বাজারজাত করার উদ্যোগ নিয়েছে তারা। নামকরণ হবে ‘প্রোটন পিএইচপি’ ।
কারখানা স্থাপনে পিএইচপিকে কারিগরি সহায়তা দেবে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন অটোমোবাইল’। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়া এলাকায় ৩০ একর জমির ওপর স্থাপিত কারখানায় ৫০ জন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গরে প্রোটন সেন্টার অব এক্সেলেন্স কমপ্লেক্সে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন’ ব্র্যান্ডের সঙ্গে সম্পূর্ণ নতুন এই গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রোটনের সিইও দাতো আবদুল হারিথ আবদুল্লাহ ও পিএইচপি বোর্ড অব ম্যানেজমেন্টের ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের চেয়ারম্যান ডা. মাহাথির মোহাম্মদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ চৌধুরী হিরু, পরিচালক জহিরুল ইসলাম রিংকু।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রোটন’র সিইও দাতো আবদুল হারিথ আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে প্রোটন গাড়ি সংযোজিত হবে প্রোটনের আন্তর্জাতিক বৈশিষ্ট্য ও মান অনুযায়ী। বাংলাদেশে স্থাপিত প্রথম কারখানার নির্মিত গাড়ির মান নিশ্চিত করার পরই পিএইচপিকে লাইসেন্স দেয়া হবে প্রোটনের।’
বিশ্ববিখ্যাত টয়োটা রিকন্ডিশন্ড কারের তুলনায় নতুন প্রোটন পিএইচপি’র দাম কম হবে। জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। সম্পূর্ণ নতুন গাড়ি বলে প্রতি বছর রিকন্ডিশন্ড গাড়ির মতো ফিটনেস লাগবে না, ৫ বছর পর এর ফিটনেস করাতে হবে। এতে হয়রানি কমবে, টাকারও সাশ্রয় হবে।
পিএইচপি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, ‘২৫ হাজার কিলোমিটারের মধ্যে চলার পর কোনো গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ২৪ ঘণ্টার মধ্যেই সেই কার মেরামতের ব্যবস্থা থাকবে বিনা খরচে। দেশের ৬টি জেলায় ৬টি শো-রুমের পাশাপাশি থাকবে সার্ভিস সেন্টারও। ফলে যন্ত্রাংশেরও কোনো জটিলতা দেখা দেবে না।’
পিএইচপি ফ্যামিলি’র সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস’র ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরু বলেন, ‘প্রোটন প্রিভে’ এই সিরিজের প্রিমিয়ার, এক্সিকিউটিভ ও স্ট্যান্ডার্ড এই ৩ ধরনের মডেলের প্রোটন কার বাজারজাত করা হবে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হবে বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিন। দেশে চালু বিভিন্ন বিদেশি কোম্পানির নতুন ও রিকন্ডিশন্ড সেডান কারের অধিকাংশই হলো ১৫০০ সিসি’র। আর সেডান বাংলাদেশে বাজারজাত করবে ১৬০০ সিসি’র যা দূরপাল্লার যাত্রায় বেশ আরামদায়ক ও জ্বালানি সাশ্রয়ী হবে। গাড়ি চালানো যাবে অটো এবং ম্যানুয়াল দু’ভাবেই।’
ইন শা' আল্লাহ্, বাংলাদেশের অগ্রগতির নতুন একটি ধাপ সৃষ্টি হবে।
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫০
আশালিনা আকীফাহ্ বলেছেন: আলহামদুলিল্লাহ্ , মনে রাখলাম। Buy list-এ আপনার নাম খুঁজে দেখবো।
২| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬
মাঘের নীল আকাশ বলেছেন: একটি চমৎকার খবর!
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৬
আশালিনা আকীফাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
মির্জা মোহাম্মদ ছাবের আলম বলেছেন: দাম কি রকম হতে পারে।
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫
আশালিনা আকীফাহ্ বলেছেন: এখন পর্যন্ত জানামতে ১২ লাখ প্রায়।
ধন্যবাদ...
৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১:৫৫
শেষ শব্দ বলেছেন: যাক প্রথম চার চাকাটা দেশী কেনা যাবে
৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭
আশালিনা আকীফাহ্ বলেছেন: ইন শা' আল্লাহ্,
মহান আল্লাহ্ আপনার ইচ্ছা পূরণ করুন, আমীন।
৫| ৩০ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো খবর, অপেক্ষায় রইলাম।
৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫২
আশালিনা আকীফাহ্ বলেছেন:
অনেক ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১
তোমোদাচি বলেছেন: ভাল খবর; দেখি একখান কেনা যায় কি না