![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“The worldly comforts are not for me. I am like a traveler, who takes rest under a tree in the shade and then goes on his way.” –[Tirmidhi]
অবিশ্বাস্য এই ছবিটি গত ২রা মার্চ Jason Ward টুইটার-এ শেয়ার করেছিলেন। ছবিটির ফটোগ্রাফার Martin Le-May এবং তাঁর স্ত্রী পার্কে হাঁটার সময় ক্যামেরার ফ্রেমে বন্দি করেন ।
ছবিটিতে দেখা যায় একটি বেজী উরন্ত ইউরোপিয়ান সবুজ কাঠঠোকরা পাখির পিঠে আরোহন করছে। তবে এতে পাখিটিকে খুব একটা খুশি দেখাচ্ছেনা। এটা বুঝাই যায় যে এটা কোনো আনন্দ ভ্রমন নয়। পাখিটিকে খাওয়ার উদ্দেশ্য ব্যতিত বেজীটি তার পিঠে চড়ে বসেনি।
কারন পাখির বাসায় হামলা করা, পাখির ডিম, বাচ্চা আর পাখিদের ধরে খাওয়ার ব্যাপারে বেজীর বেশ কু-খ্যাতি আছে।
Le-May ঐ পাখির পিঠে বেজীর একের পর এক ছবি তুলছিলেন, অবশেষে পাখিটি মাটিতে নেমে এল আর বেজীর হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম শুরু করলো।
Le-May এবং তাঁর স্ত্রী-কে দেখে সাময়িকভাবে বেজীটি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলো আর সেই সুযোগে পাখিটি ছুটে বাঁচতে পেরেছিলো আর ততক্ষনে বেজীটিও লম্বা ঘাসের মাঝে অদৃশ্য হয়ে গেলো।
ফটোগ্রাফার Martin Le-May
সূত্রঃ Click This Link
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮
আশালিনা আকীফাহ্ বলেছেন: ধন্যবাদ.......
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪
আমি তুমি আমরা বলেছেন: কাঠঠোকরা পাখিতো আকারে বেজীর চাইতে বড়। বেজী তাকে খাবে কি করে?
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭
আশালিনা আকীফাহ্ বলেছেন: যতদূর জানি, বেজী প্রথমে কামড় দিয়ে কোন প্রাণীকে আহত করে এবং প্রাণীটি দুর্বল হয়ে গেলে পরে কামড়ে খেয়ে নেয়।
অনেক ধন্যবাদ।।
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০
মীর সজিব বলেছেন: চমৎকার, সত্যিই প্রশংসার যোগ্য।
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৯
আশালিনা আকীফাহ্ বলেছেন: ছবিটি অনেক ইন্টারেস্টিং, তবে শেষ পর্যন্ত পাখিটি ঐ বেজীর আক্রমন থেকে বাঁচতে পেরেছিল এটা অনেক ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ।।
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২
ঢাকাবাসী বলেছেন: অপুর্ব!
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২২
আশালিনা আকীফাহ্ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৫| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০০
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি ...
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭
আশালিনা আকীফাহ্ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
মহান আল্লাহ আপনাকে ভালো রাখুন।
৬| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫
হাসান মাহবুব বলেছেন: দারুণ তো!
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪
আশালিনা আকীফাহ্ বলেছেন: ধন্যবাদ . . . .
৭| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯
উল্টা দূরবীন বলেছেন: বাহ! বাহ!
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১
আশালিনা আকীফাহ্ বলেছেন: ধন্যবাদ ॥
৮| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
জনাব মাহাবুব বলেছেন: নাইস একটা ছবি।
ছবি দেখে এবং পাখিটার প্রান বেচে যাওয়া মনে একটু শান্তি অনুভব করছি।
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
আশালিনা আকীফাহ্ বলেছেন: হুম, পাখিটা প্রাণে বেচেঁ গেছে এটা সস্তিকর। অনেক অনেক ধন্যবাদ ॥
৯| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
মাথা ঠান্ডা বলেছেন: পাখির পিঠে বেজি ?
০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০
আশালিনা আকীফাহ্ বলেছেন: হুম, এটা ইউরোপিয়ান সবুজ কাঠঠোকরা পাখি। তাই . . . ধন্যবাদ ॥
১০| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত ।
০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬
আশালিনা আকীফাহ্ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১১| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অদ্ভুত
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪২
আশালিনা আকীফাহ্ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: ধারুন সংরহ,নিশ্চই প্রশংসার যোগ্য।